• সুশান্ত এও দাবি করেন, রিয়ার বাবা নিয়মিত সুশান্তকে ওষুধ দিতেন। এমনকী ৮ জুন রিয়া সুশান্তের বাড়ি থেকে চলে যাওয়ার পরেও কেউ নাকি সুশান্তকে রোজ ওষুধ দিতেন। সেটা কি রিয়ার বাবা ইন্দ্রজিৎ, নাকি তাঁর নির্দেশে অন্য কেউ এ কাজ করতেন ? সে সময় ফ্ল্যাটে থাকতেন রান্নার লোক নীরজ, বন্ধু সিদ্ধার্থ পিঠানি ও পরিচারক দীপেশ সাওয়ান্ত । এঁরা প্রত্যেকেই রয়েছেন সন্দেহের তালিকায় । তবে কি পুরোটাই সাজানো খেলা?