বলিউডে ফের দুঃ সংবাদ! হৃদরোগে আক্রান্ত রেমো ডিসুজা, কোকিলাবেন হাসপাতালে চিকিৎসাধীন

Last Updated:
শুক্রবার দুপুরে আচমকা হৃদরোগে আক্রান্ত হন বলিউডে খ্যাত কোরিওগ্রাফার তথা পরিচালক রেমো ডিসুজা। হাসপাতালে অস্ত্রোপচার চলছে তাঁর।
1/5
*বলিউডে ফের দুঃসংবাদ। আচমকা হৃদরোগে আক্রান্ত বলিউডে খ্যাত কোরিওগ্রাফার তথা পরিচালক রেমো ডিসুজা। শুক্রবার দুপুরে হার্ট অ্যাটাক হয়েছে পরিচালকের। ফাইল ছবি। 
*বলিউডে ফের দুঃসংবাদ। আচমকা হৃদরোগে আক্রান্ত বলিউডে খ্যাত কোরিওগ্রাফার তথা পরিচালক রেমো ডিসুজা। শুক্রবার দুপুরে হার্ট অ্যাটাক হয়েছে পরিচালকের। ফাইল ছবি। 
advertisement
2/5
*মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন রোমো। তাঁর অবস্থা আশঙ্কাজনক। রেমোর পরিচালক-কোরিওগ্রাফার বন্ধু আহমেদ খান, পরিচালকের অসুস্থতার কথা জানিয়েছেন। ফাইল ছবি।
*মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন রোমো। তাঁর অবস্থা আশঙ্কাজনক। রেমোর পরিচালক-কোরিওগ্রাফার বন্ধু আহমেদ খান, পরিচালকের অসুস্থতার কথা জানিয়েছেন। ফাইল ছবি।
advertisement
3/5
*স্ত্রী লিজেলা ডি'সুজা জানিয়েছেন, 'রেমোর হার্টে ব্লকেজ রয়েছে। চিকিৎসকেরা অ্যাঞ্জিওগ্রাফি করেছেন। আপাতত তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছে। সবাই প্রার্থনা করুন। আগামী ২৪ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ বলেছেন চিকিৎসকেরা।' ফাইল ছবি।
*স্ত্রী লিজেলা ডি'সুজা জানিয়েছেন, 'রেমোর হার্টে ব্লকেজ রয়েছে। চিকিৎসকেরা অ্যাঞ্জিওগ্রাফি করেছেন। আপাতত তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছে। সবাই প্রার্থনা করুন। আগামী ২৪ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ বলেছেন চিকিৎসকেরা।' ফাইল ছবি।
advertisement
4/5
*দীর্ঘদিন ধরেই বলিউডে কাজ করছেন রেমো। প্রথমে হিরোদের ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ শুরু করলেও, বর্তমানে তিনি একজন সফল কোরিওগ্রাফার এবং ডিরেক্টর। নৃত্যশিল্পী হিসেবে যথেষ্ট জনপ্রিয় রেমো। ফাইল ছবি।
*দীর্ঘদিন ধরেই বলিউডে কাজ করছেন রেমো। প্রথমে হিরোদের ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ শুরু করলেও, বর্তমানে তিনি একজন সফল কোরিওগ্রাফার এবং ডিরেক্টর। নৃত্যশিল্পী হিসেবে যথেষ্ট জনপ্রিয় রেমো। ফাইল ছবি।
advertisement
5/5
*রেমো, স্ট্রিট ডান্সার থ্রি ডি, এবিসিডি, এবিসিডি ২ এবং আ ফ্লাইং জাট ছবিগুলি পরিচালনা করেছেন। রেমোর পরিচালিত সর্বশেষ ছবি স্ট্রিট ডান্সার থ্রিডি। ছবিতে লিড রোলে অভিনয় করেছিলেন বরুণ ধওয়ান ও শ্রদ্ধা কাপুর। ফাইল ছবি।
*রেমো, স্ট্রিট ডান্সার থ্রি ডি, এবিসিডি, এবিসিডি ২ এবং আ ফ্লাইং জাট ছবিগুলি পরিচালনা করেছেন। রেমোর পরিচালিত সর্বশেষ ছবি স্ট্রিট ডান্সার থ্রিডি। ছবিতে লিড রোলে অভিনয় করেছিলেন বরুণ ধওয়ান ও শ্রদ্ধা কাপুর। ফাইল ছবি।
advertisement
advertisement
advertisement