

*বলিউডে ফের দুঃসংবাদ। আচমকা হৃদরোগে আক্রান্ত বলিউডে খ্যাত কোরিওগ্রাফার তথা পরিচালক রেমো ডিসুজা। শুক্রবার দুপুরে হার্ট অ্যাটাক হয় পরিচালক রেমোর। ফাইল ছবি।


*শুক্রবার সকালে হার্টের সমস্যা নিয়ে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয় রোমোকে। অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে তাঁর। বর্তমানে রেমোর অবস্থা আপাতত স্থিতিশীল। রেমোর বন্ধু মহেশ কুকরেজা,পরিচালকের অসুস্থতার বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। ফাইল ছবি।


*স্ত্রী লিজেলা ডি'সুজা জানিয়েছেন, 'রেমোর হার্টে ব্লকেজ রয়েছে। চিকিৎসকেরা অ্যাঞ্জিওপপ্লাস্টি করেছেন। আপাতত তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছে।' তবে আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে রেমোকে। তারপর পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন তাঁরা। ফাইল ছবি।


*প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই বলিউডে কাজ করছেন রেমো। প্রথমে হিরোদের ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ শুরু করলেও, বর্তমানে তিনি বলিউডের একজন সফল কোরিওগ্রাফার এবং ডিরেক্টর। নৃত্যশিল্পী হিসেবে যথেষ্ট জনপ্রিয় রেমো। একাধিক রিয়েলিটি শো-র বিচারকের দায়িত্ব সামলান দক্ষতার সঙ্গে।ফাইল ছবি।