

*অভিনেতা কমল হাসানের (Kamal Hasaan) মেয়ে শ্রুতি হাসান (Shruti Haasan) যে একজন গুণী মানুষ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তিনি একাধারে অভিনেত্রী ও গায়িকা। অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকলেও গান বাজনার প্রতি বিশেষ আকর্ষণ আছে শ্রুতির। যদিও দক্ষিণে জাঁকিয়ে বসলেও হিন্দি ছবিতে এখনও সেভাবে সফলতা পাননি শ্রুতি। ছবি: ইনস্টাগ্রাম।


*তবে সে সব নিয়ে তিনি যে খুব একটা চিন্তিত নন, সেটা তাঁর ফুরফুরে মেজাজ দেখলে বেশ বোঝা যায়। সম্প্রতি শ্রুতি পা রাখলেন ৩৫-এ। আর এই দিনটি উদযাপন করলেন তাঁর মনের মানুষ শান্তনু হাজারিকার (Santanu Hazarika) সঙ্গে। শ্রুতির সঙ্গে শান্তনুকে দেখে অনেকেই কৌতূহলী হয়ে পড়েন তাঁর বিষয়ে। শান্তনু পেশায় একজন ডুডলার এবং ইলাসট্রেটর। তিনি উত্তর পূর্ব ভারতে প্রতিষ্ঠা করেছেন গুয়াহাটি আর্ট প্রোজেক্ট। ছবি: ইনস্টাগ্রাম।


*জানুয়ারির ২৮ তারিখে ছিল শ্রুতির ৩৫তম জন্মদিন। প্রেমিক শান্তনু হাজারিকার বক্ষলগ্না হয়ে শ্রুতি বুঝিয়ে দিলেন তাঁর সঙ্গে শান্তনুর সম্পর্ক ঠিক কী রকম! ছবি দেখে বোঝা যাচ্ছে যে এটা শ্রুতির জন্মদিনের পার্টির ছবি। নেপথ্যে বেলুন দিয়ে সাজানো হয়েছে, ৩৫ লেখাও দেখা যাচ্ছে। ইন্সটাগ্রামে এই ছবি শেয়ার করেছেন নায়িকা। শান্তনু তাঁকে শুভ জন্মদিনও জানিয়েছেন। ছবি: ইনস্টাগ্রাম।


*শান্তনু নিজেও শ্রুতির সঙ্গে একটি মিষ্টি ছবি শেয়ার করেছেন। শ্রুতির মাথায় মুকুট আর মুখের উজ্জ্বল হাসি বলে দিচ্ছে কতটা সুখী তিনি!


*জন্মদিন হলেও বেশি ভিড় ছিল না এই পার্টিতে। শান্তনু ছাড়াও এই পার্টিতে উপস্থিত ছিলেন শান্তনু আর শ্রুতির ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা ভিভান শাহ (Vivan Shah) ও সুরকার করণ কাঞ্চন (Karan Kanchan)। পার্টি ছোট হলেও মজা আর আনন্দে কোনও খামতি ছিল না। শ্রুতি পাউট করে ছবি তুলেছেন মজার ছলেই! ছবি: ইনস্টাগ্রাম।


*কিছু দিন আগেই শ্রুতি আর শান্তনুকে একসঙ্গে বিমানবন্দরে দেখা গিয়েছিল। কোভিডের কথা মাথায় রেখে দু'জনেই মাস্ক পরেছিলেন। শান্তনু এসেছিলেন শ্রুতিকে বিমানবন্দরে পৌঁছে দিতে। খোলা চুলে শ্রুতি একেবারেই সাদামাটা পোশাক পরেছিলেন। ছবি: ইনস্টাগ্রাম।