সুশান্ত মৃত্যুর তদন্তে আসা সিবিআই দলের জন্যও কোয়ারেন্টাইন শর্ত, দাবি মুম্বই পুর কর্তৃপক্ষের

Last Updated:
বিএমসি-র জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের যে কোনও প্রান্ত থেকে কেউ মুম্বইতে এলেই তাঁকে বাধ্যতামূলক ভাবে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতেই হবে৷ সরকারি আধিকারিক হোন বা সাধারণ মানুষ, এই নিয়ম সবাইকে মানতে হবে বলে জানিয়েছিল পুর কর্তৃপক্ষ৷
1/6
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার তদন্ত ভার সিবিআই-এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম   কোর্ট৷ শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, তদন্তে সিবিআইকে সাহায্য করবে মহারাষ্ট্র পুলিশ৷
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার তদন্ত ভার সিবিআই-এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, তদন্তে সিবিআইকে সাহায্য করবে মহারাষ্ট্র পুলিশ৷
advertisement
2/6
 বৃহন মুম্বই পুরসভা অবশ্য জানিয়ে দিল, সুশান্ত মৃত্যুর তদন্তে মুম্বইতে এলে কোয়ারেন্টাইনের নিয়ম এবং শর্ত   মানতেই হবে সিবিআই গোয়েন্দাদের৷
বৃহন মুম্বই পুরসভা অবশ্য জানিয়ে দিল, সুশান্ত মৃত্যুর তদন্তে মুম্বইতে এলে কোয়ারেন্টাইনের নিয়ম এবং শর্ত মানতেই হবে সিবিআই গোয়েন্দাদের৷
advertisement
3/6
 বিএমসি-র কমিশনার ইকবাল সিং চহাল জানিয়েছেন, সিবিআই গোয়েন্দারা যদি সাতদিনের জন্য মুম্বইতে   আসেন, তাহলে তাঁদের কোয়ারেন্টাইনের নিয়ম মানতে হবে না৷ সেক্ষেত্রেও অবশ্য তাঁদের কাছে ফেরার   কনফার্মড টিকিট থাকতে হবে৷
বিএমসি-র কমিশনার ইকবাল সিং চহাল জানিয়েছেন, সিবিআই গোয়েন্দারা যদি সাতদিনের জন্য মুম্বইতে আসেন, তাহলে তাঁদের কোয়ারেন্টাইনের নিয়ম মানতে হবে না৷ সেক্ষেত্রেও অবশ্য তাঁদের কাছে ফেরার কনফার্মড টিকিট থাকতে হবে৷
advertisement
4/6
 আর সিবিআই গোয়েন্দারা যদি সাতদিনের বেশি মুম্বইতে থাকতে চান, সেক্ষেত্রে ই মেল করে কোয়ারেন্টাইন   এড়ানোর জন্য বিএমসি কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে সিবিআই-কে৷
আর সিবিআই গোয়েন্দারা যদি সাতদিনের বেশি মুম্বইতে থাকতে চান, সেক্ষেত্রে ই মেল করে কোয়ারেন্টাইন এড়ানোর জন্য বিএমসি কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে সিবিআই-কে৷
advertisement
5/6
 এর আগে সুশান্ত মৃত্যুর তদন্তে মুম্বইতে আসা বিহার পুলিশের এক উচ্চপদস্থ অফিসারকেও কোয়ারেন্টাইনে   থাকতে বাধ্য করেছিল বৃহন মুম্বই পুরসভা৷ যে ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করে সুপ্রিম কোর্ট৷
এর আগে সুশান্ত মৃত্যুর তদন্তে মুম্বইতে আসা বিহার পুলিশের এক উচ্চপদস্থ অফিসারকেও কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য করেছিল বৃহন মুম্বই পুরসভা৷ যে ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করে সুপ্রিম কোর্ট৷
advertisement
6/6
 বিএমসি-র জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের যে কোনও প্রান্ত থেকে কেউ মুম্বইতে এলেই তাঁকে   বাধ্যতামূলক ভাবে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতেই হবে৷ সরকারি আধিকারিক হোন বা সাধারণ   মানুষ, এই নিয়ম সবাইকে মানতে হবে বলে জানিয়েছিল পুর কর্তৃপক্ষ৷
বিএমসি-র জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের যে কোনও প্রান্ত থেকে কেউ মুম্বইতে এলেই তাঁকে বাধ্যতামূলক ভাবে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতেই হবে৷ সরকারি আধিকারিক হোন বা সাধারণ মানুষ, এই নিয়ম সবাইকে মানতে হবে বলে জানিয়েছিল পুর কর্তৃপক্ষ৷
advertisement
advertisement
advertisement