Happy Birthday Madhubala: প্যায়ার কিয়া তো ডরনা কেয়া ! মধুবালার সঙ্গে প্রেমের পাঠ

Last Updated:
1/12
আজ, ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাটইনস ডে, এই দিনেই জন্ম হয়েছিল বলিউডের ‘মেরিলিন মনরো’ মধুবালার।
আজ, ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাটইনস ডে, এই দিনেই জন্ম হয়েছিল বলিউডের ‘মেরিলিন মনরো’ মধুবালার।
advertisement
2/12
১৯৩৩ সালের ১৪ই ফেব্রুয়ারী দিল্লীতে জন্মগ্রহণ করেন মধুবালা , ১১ জন ভাই-বোনের মধ্যে মধুবালা ছিলেন পঞ্চম ।
১৯৩৩ সালের ১৪ই ফেব্রুয়ারী দিল্লীতে জন্মগ্রহণ করেন মধুবালা , ১১ জন ভাই-বোনের মধ্যে মধুবালা ছিলেন পঞ্চম ।
advertisement
3/12
মাত্র নয় বছর বয়সে শিশু শিল্পী হিসেবে অভিনয়ের ডাক পেয়েছিলেন ‘বোম্বে’ ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে ।
মাত্র নয় বছর বয়সে শিশু শিল্পী হিসেবে অভিনয়ের ডাক পেয়েছিলেন ‘বোম্বে’ ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে ।
advertisement
4/12
অভিনয় জীবনে প্রবেশের করার কিছুদিন পর অভিনেত্রী দেবিকা রানী চৌধুরী তার রূপ ও প্রতিভায় মুগ্ধ হয়ে তার নাম দেন ‘মধুবালা’। তাঁর প্রকৃত নাম মমতাজ জাহান দেহলভী।
অভিনয় জীবনে প্রবেশের করার কিছুদিন পর অভিনেত্রী দেবিকা রানী চৌধুরী তার রূপ ও প্রতিভায় মুগ্ধ হয়ে তার নাম দেন ‘মধুবালা’। তাঁর প্রকৃত নাম মমতাজ জাহান দেহলভী।
advertisement
5/12
মাত্র ১৪ বছর বয়সে ‘নীল কমল’ (১৯৪৭) সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেন তিনি।
মাত্র ১৪ বছর বয়সে ‘নীল কমল’ (১৯৪৭) সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেন তিনি।
advertisement
6/12
এরপর ১৯৪৯ সালের ‘মহল’ সিনেমার মাধ্যমেই বলা যেতে পারে রাতারাতিই তিনি ‘স্টার’ হয়ে ওঠেন।
এরপর ১৯৪৯ সালের ‘মহল’ সিনেমার মাধ্যমেই বলা যেতে পারে রাতারাতিই তিনি ‘স্টার’ হয়ে ওঠেন।
advertisement
7/12
দিলীপ কুমা্রের সঙ্গে তাঁর সম্পর্কের ‘ইতি’ ঘটেছে। সেইসময়ই, ১৯৬০ সালে মুক্তি পায় কালজয়ী হিন্দি সিনেমা ‘মুঘল-ই-আজম’।
দিলীপ কুমা্রের সঙ্গে তাঁর সম্পর্কের ‘ইতি’ ঘটেছে। সেইসময়ই, ১৯৬০ সালে মুক্তি পায় কালজয়ী হিন্দি সিনেমা ‘মুঘল-ই-আজম’।
advertisement
8/12
এরপরই বিখ্যাত গায়ক কিশোর কুমার কে বিয়ে করেন মধুবালা। মধুবালার এক বোন লেখক ছিলেন তার লেখা মধুবালার জীবনীতে, লিখেছিলেন মধুবালা কিশোর কুমার কে বিয়ে করলেও নাকি মন থেকে ভালোবাসতেন দিলিপ কুমার কে।
এরপরই বিখ্যাত গায়ক কিশোর কুমার কে বিয়ে করেন মধুবালা। মধুবালার এক বোন লেখক ছিলেন তার লেখা মধুবালার জীবনীতে, লিখেছিলেন মধুবালা কিশোর কুমার কে বিয়ে করলেও নাকি মন থেকে ভালোবাসতেন দিলিপ কুমার কে।
advertisement
9/12
এই নায়িকার ৮৬ তম জন্মবার্ষিকীতে সম্মান জানিয়ে গুগল সার্চ ইঞ্জিন একটি ডোডল দিয়েছেন
এই নায়িকার ৮৬ তম জন্মবার্ষিকীতে সম্মান জানিয়ে গুগল সার্চ ইঞ্জিন একটি ডোডল দিয়েছেন
advertisement
10/12
‘মুঘল-ই-আজম’ এর সিনেমার পর আর মাত্র পাঁচটি সিনেমাতে অভিনয় করতে পেরেছিলেন মধুবালা।
‘মুঘল-ই-আজম’ এর সিনেমার পর আর মাত্র পাঁচটি সিনেমাতে অভিনয় করতে পেরেছিলেন মধুবালা।
advertisement
11/12
ছোটবেলা থেকেই তিনি হৃৎপিণ্ডের অসুখে ভুগছিলেন। তার হৃৎপিণ্ডে একটি ছিদ্র ছিল। শোনা যায় মধুবালা অনেক দিন আগে থেকেই নিজের এ অসুখ সম্পর্কে জানতেন
ছোটবেলা থেকেই তিনি হৃৎপিণ্ডের অসুখে ভুগছিলেন। তার হৃৎপিণ্ডে একটি ছিদ্র ছিল। শোনা যায় মধুবালা অনেক দিন আগে থেকেই নিজের এ অসুখ সম্পর্কে জানতেন
advertisement
12/12
২৩ই ফেব্রুয়ারি ১৯৬৯ সালে মাত্র ছত্রিশ বছর বয়সে মারা যান তিনি।
২৩ই ফেব্রুয়ারি ১৯৬৯ সালে মাত্র ছত্রিশ বছর বয়সে মারা যান তিনি।
advertisement
advertisement
advertisement