• মাদার্স ডে ৷ বিশ্ব মাতৃত্ব দিবস ৷ আজ সেলেব থেকে সাধারণ মানুষ, বলিউড থেকে টলিউড, তারকা থেকে আমজনতা...সকলেই মায়ের সঙ্গে আজ একটু যেন অন্যরকম ৷ মায়ের ছবি, মায়ের কথা, মায়ের স্মৃতিতে পোস্ট..., মা-তেই ছেয়ে গিয়েছে আজকের সোশ্যাল মিডিয়া ৷ আবেগঘন পোস্ট করলেন জাহ্নবী কাপুরও ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
2/9
• বছর খানেক হয়ে গেল মা নেই ৷ আজকের দিনে তাই একটু বেশিই আবেগঘন তিনি ৷ মায়ের সঙ্গে ছোটবেলার একটি ছবি শেয়ার করলেন ৷ মায়ের হাত ধরা একটি সাদা কালো ছবিও পোস্ট করেছেন জাহ্নবী ৷ তাতে লিখেছেন, ‘সবসময় বুকে পাথর চাপা থাকে ৷ কিন্তু তবু আমি হাসি... কারণ এর মধ্যেই তুমি আছো ৷’ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
3/9
• ‘মাদার্স আর সুপারহিরোস...’ লিখে মায়ের সঙ্গো ছবি পোস্ট করলেন করণ জোহর ৷
advertisement
4/9
• অল্প বয়সের অমৃতা সিংয়ের ছবি পোস্ট করে সারা লিখলেন, ‘অন্তত ১০ শতাংশও যদি তোমার মতো মানুষ হতে পারতাম...৷’ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
5/9
• মুখের আদলে প্রচুর মিল ৷ আজকের দিকে নিজের মায়ের এই ছবিটিই শেয়ার করেছেন ক্যাটরিনা কইফ ৷ লিখেছেন, ‘পৃথিবীতে মায়ের মতো কাছের কেউ নেই ৷’ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
6/9
• মা শর্মিলা ঠাকুর ও মেয়ে ইনায়া খেমুর সঙ্গে ছবি পোস্ট করেছেন সোহা আলি খান ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
7/9
• মা সুনীতা কাপুরের সঙ্গে ছোটবেলার ছবি পোস্ট করেছেন সোনম ৷ লিখেছেন, ‘মোস্ট লভিং অ্যান্ড স্পেশ্যাল পার্সন ইন মাই লাইফ ৷’ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
8/9
• ‘মাই এভরিথিং...’ এই ক্যাপশন লিখে মায়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন শ্রদ্ধা কাপুর ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
9/9
• মায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন নায়িকা কৃতি শ্যাননও ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷