#Yearender 2018: এ বছরই ক্যান্সারের সঙ্গে যুদ্ধে নামলেন বলিউডের যে তারকারা...
Last Updated:
advertisement
• সোনালি বেন্দ্রে: সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট দিয়ে সোনালি জানিয়েছিলেন, মেটাস্ট্যাটিক ক্যান্সারে আক্রান্ত তিনি ৷ নিউ ইয়র্কে দীর্ঘদিন চিকিৎসা চলছিল ‘সারফারোশ’, ‘কাল হো না হো’, ‘হম সাথ সাথ হ্যয়’ ছবির নায়িকা সোনালির ৷ দেশের বাইরে থাকলেও সবসময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখতেন তিনি ৷ সম্প্রতি মুম্বইয়ে ফিরেছেন নায়িকা ৷ কেমো নেওয়ার জন্য মাথার চুলও উঠে গিয়েছে তাঁর ৷ এখন একটি পরচুলা ব্যবহার করেন সোনালি ৷
advertisement
• ইরফান খান: ভক্তদের মাথায় যেন বাজ পড়েছিল খবরটা শুনে ৷ হঠাৎই সোশ্যাল দুনিয়ায় তিনি লেখেন তাঁর এই অসুখের কথা ৷ জানান, বিরল নিউরোএন্ডোক্রাইন ক্যান্সারে আক্রান্ত তিনি ৷ বিরল রোগ হওয়ায় এই অসুখ সম্বন্ধে খুব বেশি তথ্য বা ওষুধও পাওয়া যায় না ৷ ইরফান জানিয়েছিলেন, তিনি ট্রায়াল অ্যান্ড এরর টেস্টের মধ্যে দিয়ে যাচ্ছেন ৷
advertisement