বলিটাউনের এই নায়কের জন্যই আজও অবিবাহিতা তাব্বু

Last Updated:
তিনি সুন্দরী, তিনি সফল, তিনি সিঙ্গল! আর এই সিঙ্গল থাকা নিয়ে বরাবরই প্রশ্নের মুখোমুখি পড়তে হয় বলিটাউনের খ্যাতনামা অভিনেত্রী তাব্বুকে
1/5
তিনি সুন্দরী, তিনি সফল, তিনি সিঙ্গল! আর এই সিঙ্গল থাকা নিয়ে বরাবরই প্রশ্নের মুখোমুখি পড়তে হয় বলিটাউনের খ্যাতনামা অভিনেত্রী তাব্বুকে।
তিনি সুন্দরী, তিনি সফল, তিনি সিঙ্গল! আর এই সিঙ্গল থাকা নিয়ে বরাবরই প্রশ্নের মুখোমুখি পড়তে হয় বলিটাউনের খ্যাতনামা অভিনেত্রী তাব্বুকে।
advertisement
2/5
কেন আজও অবিবাহিত তাব্বু ? নায়িকাকে এই প্রশ্ন করতেই উত্তর মেলে, '' আমার বিয়েই হল না অজয় দেবগনের জন্য!''
কেন আজও অবিবাহিত তাব্বু ? নায়িকাকে এই প্রশ্ন করতেই উত্তর মেলে, '' আমার বিয়েই হল না অজয় দেবগনের জন্য!''
advertisement
3/5
কিন্তু কেন? তাঁদের মধ্যে কী কোনও সম্পর্ক ছিল ? না রয়েছে অন্য কোনও কারণ ? কৌতূ্হল মেটালেন খোদ অভিনেত্রীই!
কিন্তু কেন? তাঁদের মধ্যে কী কোনও সম্পর্ক ছিল ? না রয়েছে অন্য কোনও কারণ ? কৌতূ্হল মেটালেন খোদ অভিনেত্রীই!
advertisement
4/5
তাব্বু জানান, অজয় দেবগন আর তাঁর যোগাযোগ দীর্ঘদিনের। পেশাদার ক্ষেত্র টপকে বহুকাল আগেই সম্পর্ক গড়িয়েছে পারিবারিক স্তরে।
তাব্বু জানান, অজয় দেবগন আর তাঁর যোগাযোগ দীর্ঘদিনের। পেশাদার ক্ষেত্র টপকে বহুকাল আগেই সম্পর্ক গড়িয়েছে পারিবারিক স্তরে।
advertisement
5/5
তাব্বুর রসিক উত্তর, যৌবনের দিনগুলোতে তব্বুর বোন সমীরা এবং অজয় মিলে নাকি যে ছেলেই তব্বুর সঙ্গে কথা বলতে চাইত তাঁদের হঠিয়ে দিত। এই কারণেই কোনও সম্পর্ক গড়ে উঠতে পারেনি।
তাব্বুর রসিক উত্তর, যৌবনের দিনগুলোতে তব্বুর বোন সমীরা এবং অজয় মিলে নাকি যে ছেলেই তব্বুর সঙ্গে কথা বলতে চাইত তাঁদের হঠিয়ে দিত। এই কারণেই কোনও সম্পর্ক গড়ে উঠতে পারেনি।
advertisement
advertisement
advertisement