খোলা চুল-সাহসী পোশাক, স্বামীর কোলে ঘনিষ্ঠ মুহূর্তে বলি অভিনেত্রী! অন্তঃস্বত্ত্বা পূজার হট লুক তুমুল ভাইরাল...

Last Updated:
সন্তান আসার ঠিক আগের মুহূর্তে বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। সাহসী পোশাকে ঠিকরে পড়ছে পূজার গ্ল্যামার। খুব তাড়াতাড়ি যে তিনি মা হতে চলেছেন, তা তাঁকে দেখে সহজেই অনুমান করা যাচ্ছে।
1/9
*হাতে আর দু-একটা দিন। পরিবারে আসছে নতুন অতিথি। তার অপেক্ষাতেই প্রহর গুনছেন বলি অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্বামী কুণাল ভার্মা। ছবি: ইনস্টাগ্রাম।
*হাতে আর দু-একটা দিন। পরিবারে আসছে নতুন অতিথি। তার অপেক্ষাতেই প্রহর গুনছেন বলি অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্বামী কুণাল ভার্মা। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
2/9
*সম্প্রতি পূজা বন্দ্যোপাধ্যায়ের সাধের অনুষ্ঠানে একাধিক ছবি প্রকাশ্যে আসে, সেখানে এককাধিক কেকের ছবি উঠে আসে। যার মধ্যে একটিতে 'পূজা পুশ পুশ' বলেও লেখা ছিল। পূজার সাধের সেই ছবি নিয়ে জোর আলোচনা শুরু হয়ে যায় নেটিজেনদের মধ্যে। ছবি: ইনস্টাগ্রাম।
*সম্প্রতি পূজা বন্দ্যোপাধ্যায়ের সাধের অনুষ্ঠানে একাধিক ছবি প্রকাশ্যে আসে, সেখানে এককাধিক কেকের ছবি উঠে আসে। যার মধ্যে একটিতে 'পূজা পুশ পুশ' বলেও লেখা ছিল। পূজার সাধের সেই ছবি নিয়ে জোর আলোচনা শুরু হয়ে যায় নেটিজেনদের মধ্যে। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
3/9
*স্বাধীনতা দিবসের দিন অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে স্বামী কুণাল বর্মার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করেন। সেখানেই বেবি বাম্প স্পষ্ট ছিল। ছবি: ইনস্টাগ্রাম।
*স্বাধীনতা দিবসের দিন অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে স্বামী কুণাল বর্মার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করেন। সেখানেই বেবি বাম্প স্পষ্ট ছিল। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
4/9
*তারপর থেকে সময়টা দারুণ এনজয় করছেন নায়িকা। হবু সন্তানের মা’কে সমস্তরকম ভাবে প্যাম্পার করছেন স্বামী কুণাল বর্মা। সন্তান সম্ভবা হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করেছেন দম্পতি। ছবি: ইনস্টাগ্রাম।
*তারপর থেকে সময়টা দারুণ এনজয় করছেন নায়িকা। হবু সন্তানের মা’কে সমস্তরকম ভাবে প্যাম্পার করছেন স্বামী কুণাল বর্মা। সন্তান সম্ভবা হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করেছেন দম্পতি। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
5/9
*দীর্ঘ ১২ বছরের প্রেমের সম্পর্ক ছিল পূজা এবং কুণালের। এরপর ২০১৭-র ১৬ অগাস্ট পূজা এবং কুণালের এঙ্গেজমেন্ট হয়। এরপর ২০২০-র ১৫ এপ্রিলে সামাজিক নিয়মে বিয়ের কথা ছিল। কিন্তু করোনার জন্য তা হয়নি। ছবি: ইনস্টাগ্রাম।
*দীর্ঘ ১২ বছরের প্রেমের সম্পর্ক ছিল পূজা এবং কুণালের। এরপর ২০১৭-র ১৬ অগাস্ট পূজা এবং কুণালের এঙ্গেজমেন্ট হয়। এরপর ২০২০-র ১৫ এপ্রিলে সামাজিক নিয়মে বিয়ের কথা ছিল। কিন্তু করোনার জন্য তা হয়নি। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
6/9
*১৫ এপ্রিল সামাজিক বিয়ে সম্ভব না হলে, দু’জনে রেজিস্ট্রি করেন। বিয়ের জন্য সমস্ত টাকা করোনা তহবিলে দান করার কথাও এর আগে জানিয়েছিলেন পূজা ও কুণাল। ছবি: ইনস্টাগ্রাম।
*১৫ এপ্রিল সামাজিক বিয়ে সম্ভব না হলে, দু’জনে রেজিস্ট্রি করেন। বিয়ের জন্য সমস্ত টাকা করোনা তহবিলে দান করার কথাও এর আগে জানিয়েছিলেন পূজা ও কুণাল। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
7/9
*যদিও প্রায় দেড় মাসেরও বেশি সময় ধরে বিয়ের খবর গোপন রেখেছিলেন দু’জনে। তারপর পূজা গর্ভবতী হওয়ার পর সামনে আসে তাদের বিয়ের খবর৷ ছবি: ইনস্টাগ্রাম।
*যদিও প্রায় দেড় মাসেরও বেশি সময় ধরে বিয়ের খবর গোপন রেখেছিলেন দু’জনে। তারপর পূজা গর্ভবতী হওয়ার পর সামনে আসে তাদের বিয়ের খবর৷ ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
8/9
*যদিও প্রায় দেড় মাসেরও বেশি সময় ধরে বিয়ের খবর গোপন রেখেছিলেন দু’জনে। তারপর পূজা গর্ভবতী হওয়ার পর সামনে আসে তাদের বিয়ের খবর৷ ছবি: ইনস্টাগ্রাম।
*যদিও প্রায় দেড় মাসেরও বেশি সময় ধরে বিয়ের খবর গোপন রেখেছিলেন দু’জনে। তারপর পূজা গর্ভবতী হওয়ার পর সামনে আসে তাদের বিয়ের খবর৷ ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
9/9
*সন্তান আসার ঠিক আগের মুহূর্তে বুধবার সোশ্যাল মিডিইয়ায় একত্ব ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। সাহসী পোশাকে ঠিকরে পড়ছে পূজার গ্ল্যামার। খুব তাড়াতাড়ি যে তিনি মা হতে চলেছেন, তা তাঁকে দেখে সহজেই অনুমান করা যাচ্ছে। ছবির ক্যাপশনে পূজা লিখেছেন, "Awaiting"। ছবিটি নিমেষেই ভাইরাল হয়ে যায়। অনেকেই সেখানে পূজাকে শুভেচ্ছা জানিয়েছেন।
*সন্তান আসার ঠিক আগের মুহূর্তে বুধবার সোশ্যাল মিডিইয়ায় একত্ব ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। সাহসী পোশাকে ঠিকরে পড়ছে পূজার গ্ল্যামার। খুব তাড়াতাড়ি যে তিনি মা হতে চলেছেন, তা তাঁকে দেখে সহজেই অনুমান করা যাচ্ছে। ছবির ক্যাপশনে পূজা লিখেছেন, "Awaiting"। ছবিটি নিমেষেই ভাইরাল হয়ে যায়। অনেকেই সেখানে পূজাকে শুভেচ্ছা জানিয়েছেন।
advertisement
advertisement
advertisement