•তৃতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন বলি নায়িকা লিজা হেইডেন৷ একটি ইনস্টাগ্রাম ভিডিওতে সেই গুড নিউজ দিয়েছিলেন তিনি৷ এবার সামনে আনলেন গর্ভাবস্থার ছবি৷ খুবই হল্কা বোঝা যাচ্ছে যে তিনি প্রেগন্যান্ট৷ তবে লিজার শরীর যেমন টানটান, তেমন এখন আর নেই৷ তাই পার্থক্য ধরা পড়েছে৷
advertisement
2/5
•বিকিনি পরে ছবি পোস্ট করেন নায়িকা৷ সূর্যাস্তের সময় সেই ছবিটি তোলেন তিনি৷ যা দেখে তাঁর ভক্ত থেকে শুভানুধ্যায়ীরা শুভেচ্ছা জানিয়েছেন৷
advertisement
3/5
•লিজা ও ডিনোর দুই পুত্র সন্তান রয়েছে৷ নাম জ্যাক ও লিও৷ একজনের বয়স ৩ অন্যজনের বয়স ১ বছর৷ এরই মধ্যে ফের মা হতে চলেছেন নায়িকা৷
advertisement
4/5
•৩৪ বছরের লিজা, ফেব্রুয়ারির শুরুর দিকেই মা হওয়ার খবর সকলের কাছে তুলে ধরে, সোশ্যাল মিডিয়ায়৷ জানান যে ৪ থেকে ৫ জন হতে চলেছে তাঁর পরিবারের সদস্য সংখ্যা৷ সেখানে দেখা যায় যে ছেলে জ্যাক বলছে যে বোনের জন্য অপেক্ষা করছে সে!
advertisement
5/5
•অ্যায় দিল হ্যায় মুশকিলে ছোট একটি চরিত্রে দেখা গিয়েছিল লিজাকে৷ এছাড়াও কুইন ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন তিনি৷ শৌকিন ছবিতে ছিলেন মূল চরিত্রে৷ ২০১৮-র এক মডেলিং রিয়ালিটি শোয়ের বিচারক ছিলেন লিজা৷