লেহেঙ্গার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে নিটোল কোমর, কারও অঙ্গে কাঁধ খোলা গাউন! বলি সুন্দরীরা মাতালেন মঞ্চ

Last Updated:
1/8
মাত্র একটি ছবিতে কাজ করেছেন তিনি৷ কিন্তু তাতে কী৷ পরিচিতি ভালই হয়েছে ৷ এবারের ল্যাকমে ফ্যাশন উইকের মঞ্চে উজ্জ্বল চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে৷
মাত্র একটি ছবিতে কাজ করেছেন তিনি৷ কিন্তু তাতে কী৷ পরিচিতি ভালই হয়েছে ৷ এবারের ল্যাকমে ফ্যাশন উইকের মঞ্চে উজ্জ্বল চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে৷
advertisement
2/8
অনুশ্রী রেড্ডি ও অর্পিতা মেহতার লেহেঙ্গায় শো স্টপার ছিলেন অনন্যা৷
অনুশ্রী রেড্ডি ও অর্পিতা মেহতার লেহেঙ্গায় শো স্টপার ছিলেন অনন্যা৷
advertisement
3/8
ছিলেন আয়ুষ্মান খুরানাও৷ জাতীয় পুরস্কার পেয়েছেন সদ্য৷ তিনি এখন বলিউডের সেরার সেরা৷ কালো রংকে পাথেয় করে আয়ুষ্মান ছিলেন মঞ্চে৷ পোশাক সৌজন্য-রোহিত গান্ধি ও রাহুল খান্না৷
ছিলেন আয়ুষ্মান খুরানাও৷ জাতীয় পুরস্কার পেয়েছেন সদ্য৷ তিনি এখন বলিউডের সেরার সেরা৷ কালো রংকে পাথেয় করে আয়ুষ্মান ছিলেন মঞ্চে৷ পোশাক সৌজন্য-রোহিত গান্ধি ও রাহুল খান্না৷
advertisement
4/8
একই ডিজাইনারের পোশাক পরেছিলেন দিশা পাটনি৷
একই ডিজাইনারের পোশাক পরেছিলেন দিশা পাটনি৷
advertisement
5/8
গৌরিকা শর্মার পোশাকে নিজেকে মেলে ধরলেন হিমাংশু ভর্মা৷
গৌরিকা শর্মার পোশাকে নিজেকে মেলে ধরলেন হিমাংশু ভর্মা৷
advertisement
6/8
শিবানী দন্ডেকর৷ ফারহন আখতরের বান্ধবীকেও দেখা গেল মঞ্চে৷ তিনি পরছিলেন বন্দনা নরুলার তৈরি পোশাক৷
শিবানী দন্ডেকর৷ ফারহন আখতরের বান্ধবীকেও দেখা গেল মঞ্চে৷ তিনি পরছিলেন বন্দনা নরুলার তৈরি পোশাক৷
advertisement
7/8
ডিজাইনারের নাম পিঙ্কি৷ পোশাকে গোলাপি রং থাকুন না থাকুন শো স্টপার আদা শর্মার চুলে ভরপুর ছিল গোলাপি!
ডিজাইনারের নাম পিঙ্কি৷ পোশাকে গোলাপি রং থাকুন না থাকুন শো স্টপার আদা শর্মার চুলে ভরপুর ছিল গোলাপি!
advertisement
8/8
রিয়া চক্রবর্তী পরলেন অম্বিকা লালের তৈরি পোশাক৷ সকলের উপস্থিতিতে জমে উঠল ল্যাকমে ফ্যাশন শো৷
রিয়া চক্রবর্তী পরলেন অম্বিকা লালের তৈরি পোশাক৷ সকলের উপস্থিতিতে জমে উঠল ল্যাকমে ফ্যাশন শো৷
advertisement
advertisement
advertisement