Bollywood Actors Making Comebacks: ববি দেওল থেকে ভাগ্যশ্রী, বলিউডে সদ্য কামব্যাক করেছেন হারিয়ে যাওয়া এই অভিনেতারা!

Last Updated:
ছবির পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে নানা স্বাদের ওয়েব সিরিজেও অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁদের (Bollywood Actors Making Comebacks)।
1/7
সম্প্রতি বলিউডের বহু পুরনো হারিয়ে যাওয়া অভিনেতারা একে একে পর্দায় ফিরছেব। ছবির পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে নানা স্বাদের ওয়েব সিরিজেও অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁদের (Bollywood Actors Making Comebacks)। তালিকায় রয়েছেন অনেকেই। অনেক নাম আবার চমকে যাওয়ার মতো। বহুদিন ছবির জগত থেকে দূরে থাকার পর ডিজিটাল দুনিয়ায় ফিরেছেন ববি দেওল (Bobby Deol)। রেস ৩, হাউজফুলের মতো ছবির পর ববি ফিরেছেন আশ্রম ও ক্লাস অফ ৮৩ ছবিতে।
সম্প্রতি বলিউডের বহু পুরনো হারিয়ে যাওয়া অভিনেতারা একে একে পর্দায় ফিরছেব। ছবির পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে নানা স্বাদের ওয়েব সিরিজেও অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁদের (Bollywood Actors Making Comebacks)। তালিকায় রয়েছেন অনেকেই। অনেক নাম আবার চমকে যাওয়ার মতো। বহুদিন ছবির জগত থেকে দূরে থাকার পর ডিজিটাল দুনিয়ায় ফিরেছেন ববি দেওল (Bobby Deol)। রেস ৩, হাউজফুলের মতো ছবির পর ববি ফিরেছেন আশ্রম ও ক্লাস অফ ৮৩ ছবিতে।
advertisement
2/7
২০১৫ সালে সৃজিত মুখোপাধ্যায়ের বাংলা ছবি নির্বাক-এ অভিনয়ের পর দীর্ঘদিন স্ক্রিনে ছিলেন না প্রাক্তন বিশ্বসুন্দরী ও অভিনেত্রী সুস্মিতা সেন (Sushmita Sen)। কিছুদিন আগেই সুস্মিতাও ডিজিটাল প্ল্যাটফর্মে ফিরেছেন আরয়া ওয়েব সিরিজ নিয়ে। অভিনয়েও দারুণ প্রশংসা পেয়েছেন তিনি।
২০১৫ সালে সৃজিত মুখোপাধ্যায়ের বাংলা ছবি নির্বাক-এ অভিনয়ের পর দীর্ঘদিন স্ক্রিনে ছিলেন না প্রাক্তন বিশ্বসুন্দরী ও অভিনেত্রী সুস্মিতা সেন (Sushmita Sen)। কিছুদিন আগেই সুস্মিতাও ডিজিটাল প্ল্যাটফর্মে ফিরেছেন আরয়া ওয়েব সিরিজ নিয়ে। অভিনয়েও দারুণ প্রশংসা পেয়েছেন তিনি।
advertisement
3/7
বলিউডের পুরনো অভিনেতাদের ফিরে আসার তালিকায় (Bollywood Actors Making Comebacks) রয়েছেন ম্যায়নে পেয়ার কিয়া-খ্যাত সলমানের নায়িকা ভাগ্যশ্রীও (Bhagyashree)। সম্প্রতি কঙ্গনা রানাওয়াতের ছবি থালাইভি-তে গ্র্যান্ড কামব্যাক করেছেন ভাগ্যশ্রী। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন তিনি।
বলিউডের পুরনো অভিনেতাদের ফিরে আসার তালিকায় (Bollywood Actors Making Comebacks) রয়েছেন ম্যায়নে পেয়ার কিয়া-খ্যাত সলমানের নায়িকা ভাগ্যশ্রীও (Bhagyashree)। সম্প্রতি কঙ্গনা রানাওয়াতের ছবি থালাইভি-তে গ্র্যান্ড কামব্যাক করেছেন ভাগ্যশ্রী। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন তিনি।
advertisement
4/7
সময়টা খারাপ চললেও, কাজ বন্ধ রাখেননি শিল্পা শেট্টি (Shilpa Shetty)। পর্ন ছবির ব্যবসার অভিযোগে স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার সময়ই শিল্পার কামব্যাক ছবি হাঙ্গামা ২ মুক্তি পেয়েছে। এর আগে ২০০৭ সালে আপনে ছবিতে অভিনয় করেছিলেন তিনি। শিল্পার হাতে রয়েছে নিকম্মা নামের আরেকটি ছবিও।
সময়টা খারাপ চললেও, কাজ বন্ধ রাখেননি শিল্পা শেট্টি (Shilpa Shetty)। পর্ন ছবির ব্যবসার অভিযোগে স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার সময়ই শিল্পার কামব্যাক ছবি হাঙ্গামা ২ মুক্তি পেয়েছে। এর আগে ২০০৭ সালে আপনে ছবিতে অভিনয় করেছিলেন তিনি। শিল্পার হাতে রয়েছে নিকম্মা নামের আরেকটি ছবিও।
advertisement
5/7
হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী করিশমা কাপুর (Karisma Kapoor)। বিয়ে ও মা হওয়ার পর দীর্ঘদিন ছবির জগতের বাইরে ছিলেন করিশমা। ২০০৭ সালে ডেঞ্জারাস ইশক ছবিতে ফিরেও ফের হারিয়ে গিয়েছিলেন তিনি। ২০২০ সালে ওটিটি-তে মেন্টালহুড নামে ওয়েব সিরিজে ফের কামব্যাক করেছেন লোলো।
হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী করিশমা কাপুর (Karisma Kapoor)। বিয়ে ও মা হওয়ার পর দীর্ঘদিন ছবির জগতের বাইরে ছিলেন করিশমা। ২০০৭ সালে ডেঞ্জারাস ইশক ছবিতে ফিরেও ফের হারিয়ে গিয়েছিলেন তিনি। ২০২০ সালে ওটিটি-তে মেন্টালহুড নামে ওয়েব সিরিজে ফের কামব্যাক করেছেন লোলো।
advertisement
6/7
বিয়ের পর বহুদিন ছবির বাইরে ছিলেন নীতু কাপুর (Neetu Kapoor)। তবে গত কয়েক বছর ধরে বেশ কয়েকটি ছবিতে দেখা গিয়েছে তাঁকে। লভ আজ কাল, দো দুনি চার, জব তক হ্যায় জান ও বেশারাম-এ অভিনয় করেছেন সাম্প্রতিক কালে। সবই স্বামী ঋষি কাপুরের সঙ্গে। ঋষি কাপুরের প্রয়াণের পর ফের পর্দায় ফিরছেন নীতু। যুগ যুগ জিও ছবিতে ফিরছেন রণবীরের মা।
বিয়ের পর বহুদিন ছবির বাইরে ছিলেন নীতু কাপুর (Neetu Kapoor)। তবে গত কয়েক বছর ধরে বেশ কয়েকটি ছবিতে দেখা গিয়েছে তাঁকে। লভ আজ কাল, দো দুনি চার, জব তক হ্যায় জান ও বেশারাম-এ অভিনয় করেছেন সাম্প্রতিক কালে। সবই স্বামী ঋষি কাপুরের সঙ্গে। ঋষি কাপুরের প্রয়াণের পর ফের পর্দায় ফিরছেন নীতু। যুগ যুগ জিও ছবিতে ফিরছেন রণবীরের মা।
advertisement
7/7
পরিচালক ও অভিনেত্রী দিব্যা খোসলা কুমার (Divya Khosla Kumar) ২০০৪ সালে আব তুমহারে হাওয়ালে ওয়াতান সাথিও ছবি করে জনপ্রিয়তা পেয়েছিলেন। বিয়ের পর অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন তিনি। বেশ কয়েকটি মিউজিক ভিডিও করে সম্প্রতি অভিনয় জগতে ফিরেছেন। এর পর তাঁকে েদখা যাবে জন আব্রাহামের সঙ্গে সত্যমেব জয়তে ২ ছবিতে।
পরিচালক ও অভিনেত্রী দিব্যা খোসলা কুমার (Divya Khosla Kumar) ২০০৪ সালে আব তুমহারে হাওয়ালে ওয়াতান সাথিও ছবি করে জনপ্রিয়তা পেয়েছিলেন। বিয়ের পর অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন তিনি। বেশ কয়েকটি মিউজিক ভিডিও করে সম্প্রতি অভিনয় জগতে ফিরেছেন। এর পর তাঁকে েদখা যাবে জন আব্রাহামের সঙ্গে সত্যমেব জয়তে ২ ছবিতে।
advertisement
advertisement
advertisement