Bollywood Actors Making Comebacks: ববি দেওল থেকে ভাগ্যশ্রী, বলিউডে সদ্য কামব্যাক করেছেন হারিয়ে যাওয়া এই অভিনেতারা!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
ছবির পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে নানা স্বাদের ওয়েব সিরিজেও অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁদের (Bollywood Actors Making Comebacks)।
সম্প্রতি বলিউডের বহু পুরনো হারিয়ে যাওয়া অভিনেতারা একে একে পর্দায় ফিরছেব। ছবির পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে নানা স্বাদের ওয়েব সিরিজেও অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁদের (Bollywood Actors Making Comebacks)। তালিকায় রয়েছেন অনেকেই। অনেক নাম আবার চমকে যাওয়ার মতো। বহুদিন ছবির জগত থেকে দূরে থাকার পর ডিজিটাল দুনিয়ায় ফিরেছেন ববি দেওল (Bobby Deol)। রেস ৩, হাউজফুলের মতো ছবির পর ববি ফিরেছেন আশ্রম ও ক্লাস অফ ৮৩ ছবিতে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বিয়ের পর বহুদিন ছবির বাইরে ছিলেন নীতু কাপুর (Neetu Kapoor)। তবে গত কয়েক বছর ধরে বেশ কয়েকটি ছবিতে দেখা গিয়েছে তাঁকে। লভ আজ কাল, দো দুনি চার, জব তক হ্যায় জান ও বেশারাম-এ অভিনয় করেছেন সাম্প্রতিক কালে। সবই স্বামী ঋষি কাপুরের সঙ্গে। ঋষি কাপুরের প্রয়াণের পর ফের পর্দায় ফিরছেন নীতু। যুগ যুগ জিও ছবিতে ফিরছেন রণবীরের মা।
advertisement