Bigg Boss OTT Finale: বিগ বস ওটিটি ফিনালে আজ, শমিতা-রাকেশ-দিব্যাদের মধ্যে কে পাবেন ট্রফি?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
শনিবার অনুষ্ঠিত হতে চলেছেন 'বিগ বস ওটিটি'-র ফিনালে (Bigg Boss OTT Finale)।
শনিবার অনুষ্ঠিত হতে চলেছেন 'বিগ বস ওটিটি'-র ফিনালে (Bigg Boss OTT Finale)। আপাতত ঘরে রয়েছেন পাঁচ প্রতিযোগী। এই পাঁচজনের মধ্যেই কারও একজনের হাতে উঠবে 'বিগ বস ওটিটি'-র ফিনালে ট্রফি (Bigg Boss OTT Finale)। শেষ পাঁচ প্রতিযোগীরা হলেন, শমিতা শেট্টি, দিব্যা আগরওয়াল, রাকেশ বাপাত, নিশান্ত ভাট ও প্রতীক সেহাজপাল। প্রায় এক মাস ধরে এই প্রতিযোগীরা বিগ বস ওটিটি-র ঘরে রয়েছেন। এই শো-এর সঞ্চালনার দায়িত্বে রয়েছেন করণ জোহর (Karan Johar)। জানা গিয়েছে, 'বিগ বস ওটিটি'র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ওটিটি প্ল্যাটফর্ম ভুট-এ। ১৮ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হবে বহু প্রতীক্ষিত 'বিগ বস ওটিটি'র গ্র্যান্ড ফিনালে। আর তা সম্প্রচারিত হবে রবিবার। ভুট-এর অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে এই ঘোষণা করা হয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement