মধ্যপ্রদেশে পড়ল পোস্টার, নিজের চাহিদা জানালেন দিব্যাঙ্কা ত্রিপাঠী

Last Updated:
1/5
•• দিব্যাঙ্কার পরিচয় কে না জানে ? ‘টেলিভিশন কুইন’ তিনি ৷  ‘ইয়ে হ্যায় মহব্বতে’র জন্য তাঁর পরিচিতি এখন দেশজোড়া ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
•• দিব্যাঙ্কার পরিচয় কে না জানে ? ‘টেলিভিশন কুইন’ তিনি ৷ ‘ইয়ে হ্যায় মহব্বতে’র জন্য তাঁর পরিচিতি এখন দেশজোড়া ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
2/5
•• তাঁর ছবিসহ কয়েকটি হোর্ডিংয়ের ছবি শেয়ার করেছেন নিজের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ৷ ক্যাপশনে লিখেছেন, “আগের স্লোগান ছিল, ইংরেজ ভারত ছাড়ো৷ বর্তমানের স্লোগান, নাগরিক আলস্য ত্যাগ করো৷ সংকল্প করো, ভোট করো৷” ছবি: ইনস্টাগ্রাম ৷
•• তাঁর ছবিসহ কয়েকটি হোর্ডিংয়ের ছবি শেয়ার করেছেন নিজের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ৷ ক্যাপশনে লিখেছেন, “আগের স্লোগান ছিল, ইংরেজ ভারত ছাড়ো৷ বর্তমানের স্লোগান, নাগরিক আলস্য ত্যাগ করো৷ সংকল্প করো, ভোট করো৷” ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
3/5
•• এবার সেই দিব্যাঙ্কাই মধ্যপ্রদেশবাসীর কাছে একটি দাবি করে বসলেন ৷ আসলে আগামী ২৮ নভেম্বর শুরু হতে চলেছে মধ্যপ্রদেশের নির্বাচন ৷ আর সেই কারণে মধ্যপ্রদেশের ভোটারদের ভোট দানের প্রতি উৎসাহ যোগাচ্ছেন ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
•• এবার সেই দিব্যাঙ্কাই মধ্যপ্রদেশবাসীর কাছে একটি দাবি করে বসলেন ৷ আসলে আগামী ২৮ নভেম্বর শুরু হতে চলেছে মধ্যপ্রদেশের নির্বাচন ৷ আর সেই কারণে মধ্যপ্রদেশের ভোটারদের ভোট দানের প্রতি উৎসাহ যোগাচ্ছেন ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
4/5
•• বন্ধু-বান্ধবরা একপ্রকার একটি সুন্দরী প্রতিযোগিতায় তাঁর নাম নথিভুক্ত করে দেন ৷ সেই থেকে গ্ল্যামার দুনিয়ায় পথচলা শুরু ৷ এখন তিনি টেলিভিশনের প্রিয় বউমা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
•• বন্ধু-বান্ধবরা একপ্রকার একটি সুন্দরী প্রতিযোগিতায় তাঁর নাম নথিভুক্ত করে দেন ৷ সেই থেকে গ্ল্যামার দুনিয়ায় পথচলা শুরু ৷ এখন তিনি টেলিভিশনের প্রিয় বউমা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
5/5
•• ভোপালের মেয়ে দিব্যাঙ্কা ছোটবেলায় ছিলেন পুরো ‘টমবয়’ ৷ কলেজে যখন পড়া শুরু, তখন থেকে একটু সাজগোজের প্রতি নজর দিয়েছিলেন ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
•• ভোপালের মেয়ে দিব্যাঙ্কা ছোটবেলায় ছিলেন পুরো ‘টমবয়’ ৷ কলেজে যখন পড়া শুরু, তখন থেকে একটু সাজগোজের প্রতি নজর দিয়েছিলেন ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
advertisement
advertisement