ভামিকাকে আপাদমস্তক মুড়ে বিমানবন্দরে অনুষ্কা, ‘শ্বাস বন্ধ হয়ে যাবে মেয়েটার’, শ্লেষ নেটিজেনদের

Last Updated:
ফোটোশিকারীদের দৌরাত্ম্য থেকে মেয়েকে বাঁচাতে তাঁর মুখ পর্যন্ত কাপড়ে মুড়িয়ে নিতে হল । অনেকেই উদ্বিগ্ন ভামিকার স্বাস্থ্য নিয়ে । এ ভাবে মুখ ঢাকার জন্য তার দমবন্ধ হয়ে যাওয়ার মতোই পরিস্থিতি ।
1/8
• গত মঙ্গলবার এসেছিল সুখবর । বোর্ডের তরফে জানা গিয়েছিল, আসন্ন ইংল্যান়্ড সফরে ক্রিকেটারদের সঙ্গে যেতে পারবেন তাঁদের পরিবারও । আর সে কারণেই পাঁচ মাসের মেয়ে ভামিকাকে (Vamika)নিয়ে এ বারে ইংল্যান্ড উড়ে গেলেন বিরাট কোহলি  (Virat Kohli) এবং অনুষ্কা শর্মা (Anushka Sharma)। বুধবার প্রায় গভীর রাতে মুম্বই বিমান বন্দরে ক্যামেরাবন্দি হন তাঁরা।
• গত মঙ্গলবার এসেছিল সুখবর । বোর্ডের তরফে জানা গিয়েছিল, আসন্ন ইংল্যান়্ড সফরে ক্রিকেটারদের সঙ্গে যেতে পারবেন তাঁদের পরিবারও । আর সে কারণেই পাঁচ মাসের মেয়ে ভামিকাকে (Vamika)নিয়ে এ বারে ইংল্যান্ড উড়ে গেলেন বিরাট কোহলি (Virat Kohli) এবং অনুষ্কা শর্মা (Anushka Sharma)। বুধবার প্রায় গভীর রাতে মুম্বই বিমান বন্দরে ক্যামেরাবন্দি হন তাঁরা।
advertisement
2/8
• ১১ জানুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে জন্ম হয় ভামিকার । খব স্বাভাবিক ভাবেই দেশের এক নম্বর পাওয়ার কাপলের সন্তানকে নিয়ে চরম উত্তেজনা ছিল বিরুষ্কার ভক্ত মহলে । কিন্তু সন্তানকে প্রচারের আলো থেকে অনেক দূরে সরিয়ে রেখেছেন বিরাট-অনুষ্কা ।
• ১১ জানুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে জন্ম হয় ভামিকার । খব স্বাভাবিক ভাবেই দেশের এক নম্বর পাওয়ার কাপলের সন্তানকে নিয়ে চরম উত্তেজনা ছিল বিরুষ্কার ভক্ত মহলে । কিন্তু সন্তানকে প্রচারের আলো থেকে অনেক দূরে সরিয়ে রেখেছেন বিরাট-অনুষ্কা ।
advertisement
3/8
• কখনও তাঁরা ভামিকার ছবি বা ভিডিও প্রকাশ্যে আনেননি । শুধু তাই নয় পাপারাৎজিদের কাছেও বিনীত অনুরোধ করেছেন, তাঁদের সন্তানের প্রাইভেসিতে যেন অনধিকার প্রবেশ না করা হয় ।
• কখনও তাঁরা ভামিকার ছবি বা ভিডিও প্রকাশ্যে আনেননি । শুধু তাই নয় পাপারাৎজিদের কাছেও বিনীত অনুরোধ করেছেন, তাঁদের সন্তানের প্রাইভেসিতে যেন অনধিকার প্রবেশ না করা হয় ।
advertisement
4/8
• কিন্তু সন্তানের মঙ্গল কামনায়, তার ভালর জন্য বাবা-মায়ের এই ইচ্ছাটুকুতেও মান্যতা দিতে রাজি নন পাপারাৎজিরা । ভামিকাকে প্রকাশ্যে দেখা গেলেই তার উপর প্রায় হামলে পড়ে ছবি তোলার চেষ্টা চালাচ্ছেন ক্রমাগত ।
• কিন্তু সন্তানের মঙ্গল কামনায়, তার ভালর জন্য বাবা-মায়ের এই ইচ্ছাটুকুতেও মান্যতা দিতে রাজি নন পাপারাৎজিরা । ভামিকাকে প্রকাশ্যে দেখা গেলেই তার উপর প্রায় হামলে পড়ে ছবি তোলার চেষ্টা চালাচ্ছেন ক্রমাগত ।
advertisement
5/8
• যেমনটা হল গত বুধবার । মুম্বই বিমান বন্দরে ঘুমন্ত ভামিকাকে ক্যারিং ব্যাগে করে নিয়ে যাচ্ছিলেন অনুষ্কা । কিন্তু ফোটোশিকারীদের দৌরাত্ম্য থেকে মেয়েকে বাঁচাতে তাঁর মুখ পর্যন্ত কাপড়ে মুড়িয়ে নিতে হল । যা দেখে অনেকেই পাপারাৎজিদের তীব্র ধিক্কার জানাচ্ছেন ।
• যেমনটা হল গত বুধবার । মুম্বই বিমান বন্দরে ঘুমন্ত ভামিকাকে ক্যারিং ব্যাগে করে নিয়ে যাচ্ছিলেন অনুষ্কা । কিন্তু ফোটোশিকারীদের দৌরাত্ম্য থেকে মেয়েকে বাঁচাতে তাঁর মুখ পর্যন্ত কাপড়ে মুড়িয়ে নিতে হল । যা দেখে অনেকেই পাপারাৎজিদের তীব্র ধিক্কার জানাচ্ছেন ।
advertisement
6/8
• কেন একজন বাবা-মায়ের সিদ্ধান্তকে মান্যতা দিতে এত সমস্যা হচ্ছে? একজন দায়িত্বশীল অভিভাবক হিসাবে বিরুষ্কার অবশ্যই তাঁদের সন্তান সম্বন্ধে কিছু সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে ।
• কেন একজন বাবা-মায়ের সিদ্ধান্তকে মান্যতা দিতে এত সমস্যা হচ্ছে? একজন দায়িত্বশীল অভিভাবক হিসাবে বিরুষ্কার অবশ্যই তাঁদের সন্তান সম্বন্ধে কিছু সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে ।
advertisement
7/8
• অনেকেই উদ্বিগ্ন ভামিকার স্বাস্থ্য নিয়ে । এ ভাবে মুখ ঢাকার জন্য তার দমবন্ধ হয়ে যাওয়ার মতোই পরিস্থিতি । আর বাধ্য হয়েই অনুষ্কাকে এ কাজ করতে হয়েছে বলেই মত নেটিজেনদের ।
• অনেকেই উদ্বিগ্ন ভামিকার স্বাস্থ্য নিয়ে । এ ভাবে মুখ ঢাকার জন্য তার দমবন্ধ হয়ে যাওয়ার মতোই পরিস্থিতি । আর বাধ্য হয়েই অনুষ্কাকে এ কাজ করতে হয়েছে বলেই মত নেটিজেনদের ।
advertisement
8/8
• বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল প্রায় চার মাসের জন্য ইংল্যান্ড সফরে যাচ্ছে৷ এখানেই হবে এবারের প্রথম টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল (World Test Championship final) ৷  তারপর সেখানে হবে ইংল্যান্ডের বিরুদ্ধে  টেস্ট  (Test), তিনটি একদিনের ম্যাচ ( ODIs), আর ৩  টি টিয়োন্টি (T20I) ম্যাচ৷
• বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল প্রায় চার মাসের জন্য ইংল্যান্ড সফরে যাচ্ছে৷ এখানেই হবে এবারের প্রথম টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল (World Test Championship final) ৷ তারপর সেখানে হবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট (Test), তিনটি একদিনের ম্যাচ ( ODIs), আর ৩ টি টিয়োন্টি (T20I) ম্যাচ৷
advertisement
advertisement
advertisement