অনুষ্কার মোমের মূর্তি কথা বলবে আপনার সঙ্গে

Last Updated:
1/5
এবার সিঙ্গাপুরের মাদাম তুসোর মিউজিয়ামে আপনি অনুষ্কা শর্মার সঙ্গে সেলফি তুলতে পারবেন। সোমবার, সিঙ্গাপুরের মিউজিয়ামে তাঁর ইন্টারেক্টিভ মোমের মূর্তি উন্মোচন করেন। (Photo collected)
এবার সিঙ্গাপুরের মাদাম তুসোর মিউজিয়ামে আপনি অনুষ্কা শর্মার সঙ্গে সেলফি তুলতে পারবেন। সোমবার, সিঙ্গাপুরের মিউজিয়ামে তাঁর ইন্টারেক্টিভ মোমের মূর্তি উন্মোচন করেন। (Photo collected)
advertisement
2/5
এইরম বৈশিষ্ট্যসহ মাদাম তুসোর সিঙ্গাপুরের মিউজিয়ামে এটাই প্রথম মোমের মূর্তি। মোমের মূর্তিটির হাতে একটি ফোন ধরা থাকবে এবং দর্শকরা অনুষ্কার সাথে সেলফি নিতে পারবেন। (Image: Special Arrangement)
এইরম বৈশিষ্ট্যসহ মাদাম তুসোর সিঙ্গাপুরের মিউজিয়ামে এটাই প্রথম মোমের মূর্তি। মোমের মূর্তিটির হাতে একটি ফোন ধরা থাকবে এবং দর্শকরা অনুষ্কার সাথে সেলফি নিতে পারবেন। (Image: Special Arrangement)
advertisement
3/5
অনুষ্কা গত সন্ধ্যায় সিঙ্গাপুরে যান এবং একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁর মূর্তি উন্মোচন করেন। কালো অফ শোল্ডার প্যান্টস্যুট পরেছিলেন অনুষ্কা, তাঁর মোমের মূর্তির পরণে রূপোলি পোশাক। (Image: Special Arrangement)
অনুষ্কা গত সন্ধ্যায় সিঙ্গাপুরে যান এবং একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁর মূর্তি উন্মোচন করেন। কালো অফ শোল্ডার প্যান্টস্যুট পরেছিলেন অনুষ্কা, তাঁর মোমের মূর্তির পরণে রূপোলি পোশাক। (Image: Special Arrangement)
advertisement
4/5
"অনুষ্কা শর্মার মূর্তির হাতে একটি ফোন ধরা থাকবে। ফোনের মাধ্যমে অতিথিরা অনুষ্কার সঙ্গে সেলফি নিতে পারবেন। অনুষ্কার মোমের মূর্তি তাঁর অতিথিদের শুভেচ্ছাও জানাবে। স্বতঃস্ফূর্ত অভিবাদন আর সেলফি তোলা সহ অনেক বিশেষ অভিজ্ঞতা পাবেন অতিথিরা” জানিয়েচ্ছেন এই মিউজিয়ামের একজন মুখপাত্র। (Image: Special Arrangement)
"অনুষ্কা শর্মার মূর্তির হাতে একটি ফোন ধরা থাকবে। ফোনের মাধ্যমে অতিথিরা অনুষ্কার সঙ্গে সেলফি নিতে পারবেন। অনুষ্কার মোমের মূর্তি তাঁর অতিথিদের শুভেচ্ছাও জানাবে। স্বতঃস্ফূর্ত অভিবাদন আর সেলফি তোলা সহ অনেক বিশেষ অভিজ্ঞতা পাবেন অতিথিরা” জানিয়েচ্ছেন এই মিউজিয়ামের একজন মুখপাত্র। (Image: Special Arrangement)
advertisement
5/5
ডিজিটালি এই ছবিগুলো শেয়ার করা যেতে পারবে।  অনুষ্কা শর্মা ক্রিকেটার বিরাট কোহেলিকে বিয়ে করেছেন। (Image: Special Arrangement)
ডিজিটালি এই ছবিগুলো শেয়ার করা যেতে পারবে। অনুষ্কা শর্মা ক্রিকেটার বিরাট কোহেলিকে বিয়ে করেছেন। (Image: Special Arrangement)
advertisement
advertisement
advertisement