♦ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে তিনি তাঁর প্রেগন্যান্সির খবর দিয়েছেন ৷ তিনি লিখেছেন,‘‘আমি ছাদে উঠে গোটা বিশ্বকে চিৎকার করে এই খবরটা জানাতে চাই ৷ আর আজকের দিনটা মাতৃ দিবস হিসেবে যথার্থ আমার কাছে ৷ আমি ইতিমধ্যেই পৃথিবীর অন্য সব কিছুর থেকেও বেশি ভালোবাসতে শুরু করেছি ৷ প্রকৃত এবং সৎ ভালোবাসা ৷ আমার ছোট্ট লিব্রা তোমাকে দেখার জন্য আমাদের আর তর সহ্য হচ্ছে না ৷’’