• বলিউডে একের পর এক খুশির খবর । লকডাউন শুরু হতে না হতেই বলি তারকাদের পরিবারে নতুন সদস্যের আগমণের খবর পাওয়া যাচ্ছে । করিনা কাপুর খান, অনুষ্কা শর্মার পাশাপাশি জনপ্রিয় কিছু টিভি তারকাও সুখবর দিয়েছেন ভক্তদের । ছবি: সংগৃহীত ।
2/ 6
• এ বার সেই দলে নাম লেখালেন ‘ম্যায় হুঁ না’র অভিনেত্রী অমৃতা রাও । প্রথম সন্তান আসতে চলেছে অমৃতা ও তাঁর স্বামী আরজে আনমোলের ঘরে । ছবি: সংগৃহীত ।
3/ 6
• ২০১৬ সালে জে আনমোলকে বিয়ে করেন অমৃতা । বলিউড থেকেও কার্যত বিদায় নেন ‘বিবাহ’-র নায়িকা অমৃতা । শেষ বার অবশ্য ২০১৯-এ ‘ঠাকরে’ ছবিতে পর্দায় একটি ছোট রোলে দেখা গিয়েছিল অমৃতাকে । ছবি: সংগৃহীত ।
4/ 6
• সাত বছরের প্রেম । তারপর বিয়ে । কিন্তু সম্পর্ক, বিয়ে আর ব্যক্তিগত জীবন...সবটাই লোকচক্ষুর আড়ালে রাখতে ভালবাসেন অমৃতা ও তাঁর স্বামী আনমোল । ছবি: সংগৃহীত ।
5/ 6
• সম্প্রতি মুম্বইয়র একটি ক্লিনিকের বাইরে দেখা যায় অমৃতাকে। এরপরই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসে। ছবি: সংগৃহীত ।
6/ 6
• যদিও এখনও অফিসিয়ালি এ বিষয়ে কোনও ঘোষণা করেননি অমৃতা বা তাঁর স্বামী । তবে এই ছবি দেখার পর সকলেই বুঝতে পেরেছেন, খুব শীঘ্রই সুখবর আসতে চলেছে। ছবি: সংগৃহীত ।