ঘরে ঘরে উঠছে হাহাকার! ৪৯টি শহিদ পরিবারকে ৫ লক্ষ টাকা করে দেবেন অমিতাভ বচ্চন
Last Updated:
দেশের এমন সঙ্কটজনক পরিস্থিতিতে শহিদ জওয়ানদের পরিবারের প্রত্যেকের হাতে ৫ লাখ টাকা করে তুলে দেওয়ার কথা ঘোষণা করলেন অমিতাভ বচ্চন ৷
advertisement
গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে চল্লিশেরও বেশি সেনা জওয়ান ৷ সেদিন ছিল ভালবাসর দিন ৷ একসঙ্গে নিভে গিয়েছিল তাজা রক্তগুলো ৷ অতন্ত্র প্রহরীর মতো যাঁরা বুক দিয়ে দেশটাকে আগলে রাখেন, কুৎসিত-জঘন্য এক জঙ্গি হামলায় মুহূর্তে শেষ হয়ে গিয়েছে সেই ৪২টা তরুণ স্বপ্ন ৷ সারা দেশ আজ মর্মাহত, শোকে নিশ্চুপ ৷ অন্যদিকে পুঞ্জিভূত হচ্ছে ক্ষোভ ৷ Pic: Twitter
advertisement
দেশের এমন সঙ্কটজনক পরিস্থিতিতে শহিদ জওয়ানদের পরিবারের প্রত্যেকের হাতে ৫ লাখ টাকা করে তুলে দেওয়ার কথা ঘোষণা করলেন অমিতাভ বচ্চন ৷ এই বাবদ মোট ২ কোটি ৪৫ লক্ষ টাকা খরচ হবে বিগ-বির ৷ শোনা যাচ্ছে, টাকাটি সঠিক স্থানে তুলে দেওয়ার জন্য খোঁজ চালাচ্ছেন অমিতাভ ৷ এমনকি তিনি নাকি বিরাট কোহলি-র ফাউন্ডেশনেও যোগ দেওয়ার কথা ভাবছেন ৷ Pic: Twitter
advertisement