Rakhi Sawant Hospitalised: বন্ধ চোখ, নাকে অক্সিজেনের নল, জ্ঞান কি ফিরল রাখির! অপারেশনের পর কেমন আছেন ড্রামা ক্যুইন?

Last Updated:
Rakhi Sawant Hospitalised: রবিবার সকালেই নতুন ভিডিও শেয়ার করেছেন রীতেশ৷ যেখানে দেখা যাচ্ছে রাখি সাওয়ান্তকে তাঁর কেবিনে নিয়ে যাওয়া হচ্ছে৷ নাকে অক্সিজেনের নল লাগানো, চোখের তলায় মোটা কালি পড়ে গেছে রাখি সাওয়ান্তের৷
1/6
বুকে ব্যথা নিয়ে মঙ্গলবার তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় রাখি সাওয়ান্তকে৷ এখন কেমন আছেন অভিনেত্রী, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ তার উপর সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখেই আরও চিন্তা বেড়েছে ভক্তদের৷
বুকে ব্যথা নিয়ে মঙ্গলবার তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় রাখি সাওয়ান্তকে৷ এখন কেমন আছেন অভিনেত্রী, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ তার উপর সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখেই আরও চিন্তা বেড়েছে ভক্তদের৷
advertisement
2/6
শনিবার সকালেই অপারেশন থিয়েটারে যাওয়ার আগে রাখির ভিডিও শেয়ার করেছিলেন প্রাক্তন স্বামী রীতেশ৷ ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, হুইলচেয়ারে বসে রয়েছেন রাখি ৷ গোলাপি রঙের পোশাক, হাতে নল মাথায় সার্জিক্যাল ক্যাপ পরে অপারেশন থিয়েটারে ঢুকছেন রাখি৷
শনিবার সকালেই অপারেশন থিয়েটারে যাওয়ার আগে রাখির ভিডিও শেয়ার করেছিলেন প্রাক্তন স্বামী রীতেশ৷ ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, হুইলচেয়ারে বসে রয়েছেন রাখি ৷ গোলাপি রঙের পোশাক, হাতে নল মাথায় সার্জিক্যাল ক্যাপ পরে অপারেশন থিয়েটারে ঢুকছেন রাখি৷
advertisement
3/6
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শনিবারই অস্ত্রোপচার হবে রাখির৷ স্ত্রীরোগ বিশেষজ্ঞ তাঁর চিকিৎসা করছেন৷ অপারেশন থিয়েটারে ঢোকার আগে ভয়ে কাঁপছিলেন রাখি৷ রীতিমতো কেঁদে ফেলেছিলেন বলিউডের ড্রামা ক্যুইন৷
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শনিবারই অস্ত্রোপচার হবে রাখির৷ স্ত্রীরোগ বিশেষজ্ঞ তাঁর চিকিৎসা করছেন৷ অপারেশন থিয়েটারে ঢোকার আগে ভয়ে কাঁপছিলেন রাখি৷ রীতিমতো কেঁদে ফেলেছিলেন বলিউডের ড্রামা ক্যুইন৷
advertisement
4/6
অস্ত্রোপচারের পর  রাখি সাওয়ান্ত কেমন আছেন সেই আপডেট দিয়েছেন রীতেশ৷ দীর্ঘ ৩ ঘণ্টার জটিল অস্ত্রোপচার হয়েছে রাখির৷ জ্ঞান ফিরতেও বেশ কিছুক্ষণ সময় লাগবে বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা৷
অস্ত্রোপচারের পর রাখি সাওয়ান্ত কেমন আছেন সেই আপডেট দিয়েছেন রীতেশ৷ দীর্ঘ ৩ ঘণ্টার জটিল অস্ত্রোপচার হয়েছে রাখির৷ জ্ঞান ফিরতেও বেশ কিছুক্ষণ সময় লাগবে বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা৷
advertisement
5/6
রবিবার সকালেই নতুন ভিডিও শেয়ার করেছেন রীতেশ৷ যেখানে দেখা যাচ্ছে রাখি সাওয়ান্তকে তাঁর কেবিনে নিয়ে যাওয়া হচ্ছে৷ নাকে অক্সিজেনের নল লাগানো, চোখের তলায় মোটা কালি পড়ে গেছে রাখি সাওয়ান্তের৷
রবিবার সকালেই নতুন ভিডিও শেয়ার করেছেন রীতেশ৷ যেখানে দেখা যাচ্ছে রাখি সাওয়ান্তকে তাঁর কেবিনে নিয়ে যাওয়া হচ্ছে৷ নাকে অক্সিজেনের নল লাগানো, চোখের তলায় মোটা কালি পড়ে গেছে রাখি সাওয়ান্তের৷
advertisement
6/6
রাখির জরায়ুতে বিশালাকার টিউমারের অপারেশন হয়েছে গতকাল৷ রাখির শরীরে ১০ সেমির একটি টিউমার ধরা পড়েছে জরায়ুতে৷ অস্ত্রোপচার সফল হয়েছে৷ টিউমার অনেক বড় ছিল৷ যা দেখেই রীতিমতো ভয় পেয়েছেন রীতেশ৷ তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন সেই প্রার্থনা করছেন সকলে৷
রাখির জরায়ুতে বিশালাকার টিউমারের অপারেশন হয়েছে গতকাল৷ রাখির শরীরে ১০ সেমির একটি টিউমার ধরা পড়েছে জরায়ুতে৷ অস্ত্রোপচার সফল হয়েছে৷ টিউমার অনেক বড় ছিল৷ যা দেখেই রীতিমতো ভয় পেয়েছেন রীতেশ৷ তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন সেই প্রার্থনা করছেন সকলে৷
advertisement
advertisement
advertisement