Kapoor Family Gossip: কাপুর পরিবারে বউদের সঙ্গে কী ঘটে জানেন! বিয়ের প্রস্তাবের সঙ্গে 'অন্যায় শর্ত'! সুপারস্টারের মুখের উপর 'না' নায়িকার

Last Updated:
Kapoor Family Gossip: বলিউডের প্রথম ফিল্মি পরিবার কাপুর পরিবারের পুত্রবধূ হওয়া গর্বের মতো বিষয়। কিন্তু এই দেশেই এমন একজন অভিনেত্রী আছেন, যিনি সেই পদকে অস্বীকার করার ক্ষমতা রাখতেন সেই সময়।
1/10
কাপুর পরিবার। ‘বলিউডের রাজ পরিবার’ বললে অত্যুক্তি হয় না। অন্যতম প্রভাবশালী ফিল্মি পরিবার। বলিউডের প্রথম ফিল্মি পরিবারের পুত্রবধূ হওয়া গর্বের মতো বিষয়। কিন্তু এই দেশেই এমন একজন অভিনেত্রী আছেন, যিনি সেই পদকে অস্বীকার করার ক্ষমতা রাখতেন সেই সময়।
কাপুর পরিবার। ‘বলিউডের রাজ পরিবার’ বললে অত্যুক্তি হয় না। অন্যতম প্রভাবশালী ফিল্মি পরিবার। বলিউডের প্রথম ফিল্মি পরিবারের পুত্রবধূ হওয়া গর্বের মতো বিষয়। কিন্তু এই দেশেই এমন একজন অভিনেত্রী আছেন, যিনি সেই পদকে অস্বীকার করার ক্ষমতা রাখতেন সেই সময়।
advertisement
2/10
যিনি প্রাণ দিয়ে ভালবেসেছিলেন কাপুরদেরই এক তারকাকে। কিন্তু বিয়ে করতে অস্বীকার করেছিলেন বলেই হয়তো আজও তাঁকে পর্দায় দেখতে পাওয়া যায়। তাঁর এই বিদ্রোহ মনে রেখে দিয়েছে গোটা বলিউড।
যিনি প্রাণ দিয়ে ভালবেসেছিলেন কাপুরদেরই এক তারকাকে। কিন্তু বিয়ে করতে অস্বীকার করেছিলেন বলেই হয়তো আজও তাঁকে পর্দায় দেখতে পাওয়া যায়। তাঁর এই বিদ্রোহ মনে রেখে দিয়েছে গোটা বলিউড।
advertisement
3/10
৬০ থেকে ৭০-এর দশকে সেই তারকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন নায়িকা। তাঁদের প্রেমের বিষয়টি কারও কাছ থেকে গোপন ছিল না। প্রথম ছবি থেকেই এই জুটি সুপারহিট। সেই নায়িকা পরে নিজের মুখে স্বীকার করেছিলেন যে তিনি এই কাপুরদের রাজকুমারকে প্রবল ভালবেসেছিলেন। কিন্তু একটি শর্ততেই ইতি হয়ে যায় তাঁদের প্রেম।
৬০ থেকে ৭০-এর দশকে সেই তারকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন নায়িকা। তাঁদের প্রেমের বিষয়টি কারও কাছ থেকে গোপন ছিল না। প্রথম ছবি থেকেই এই জুটি সুপারহিট। সেই নায়িকা পরে নিজের মুখে স্বীকার করেছিলেন যে তিনি এই কাপুরদের রাজকুমারকে প্রবল ভালবেসেছিলেন। কিন্তু একটি শর্ততেই ইতি হয়ে যায় তাঁদের প্রেম।
advertisement
4/10
কথা হচ্ছে মুমতাজের। আর কাপুর পরিবারের সুপারস্টার শাম্মি কাপুরকে বিয়েতে অস্বীকার করেছিলেন তিনিই। ৭০-এর দশকের প্রথম দিকে তাঁদের প্রথম ছবি ‘ব্রহ্মচারী’ হওয়ার পর শাম্মির সঙ্গে প্রেম শুরু করেন মুমতাজ। ফিল্ম ইন্ডাস্ট্রিতে যোগ দেওয়ার আগে থেকেই শাম্মির প্রতি ভাললাগা ছিল তাঁর।
কথা হচ্ছে মুমতাজের। আর কাপুর পরিবারের সুপারস্টার শাম্মি কাপুরকে বিয়েতে অস্বীকার করেছিলেন তিনিই। ৭০-এর দশকের প্রথম দিকে তাঁদের প্রথম ছবি ‘ব্রহ্মচারী’ হওয়ার পর শাম্মির সঙ্গে প্রেম শুরু করেন মুমতাজ। ফিল্ম ইন্ডাস্ট্রিতে যোগ দেওয়ার আগে থেকেই শাম্মির প্রতি ভাললাগা ছিল তাঁর।
advertisement
5/10
অল্পবয়সি মুমতাজ ছবির সেটে প্রথমবার গানের শ্যুটিংয়ে শাম্মিকে দেখেই নিজের বোন মালেকার কাছে শাম্মিকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। মুমতাজ এবং শাম্মির প্রেমের সম্পর্ক সেই সময়ে আলোচ্য বিষয় হয়ে ওঠে। কয়েক বছর পর মুমতাজকে বিয়ের প্রস্তাব দেন শাম্মি।
অল্পবয়সি মুমতাজ ছবির সেটে প্রথমবার গানের শ্যুটিংয়ে শাম্মিকে দেখেই নিজের বোন মালেকার কাছে শাম্মিকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। মুমতাজ এবং শাম্মির প্রেমের সম্পর্ক সেই সময়ে আলোচ্য বিষয় হয়ে ওঠে। কয়েক বছর পর মুমতাজকে বিয়ের প্রস্তাব দেন শাম্মি।
advertisement
6/10
তখন নায়িকার বয়স ছিল মাত্র ১৭ বছর। বলিউডে তাঁর আরও কাজ করার ইচ্ছে ছিল তখন। কিন্তু শাম্মি বিয়ের প্রস্তাবের সঙ্গে শর্ত আরোপ করেন। মুমতাজকে বলেন, তাঁকে অভিনয় ছেড়ে দিতে হবে, কারণ কাপুর পরিবারের মহিলারা ছবির দুনিয়ায় কাজ করতে পারেন না।
তখন নায়িকার বয়স ছিল মাত্র ১৭ বছর। বলিউডে তাঁর আরও কাজ করার ইচ্ছে ছিল তখন। কিন্তু শাম্মি বিয়ের প্রস্তাবের সঙ্গে শর্ত আরোপ করেন। মুমতাজকে বলেন, তাঁকে অভিনয় ছেড়ে দিতে হবে, কারণ কাপুর পরিবারের মহিলারা ছবির দুনিয়ায় কাজ করতে পারেন না।
advertisement
7/10
এই কথা শুনে মুমতাজ বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। মুমতাজ পরে সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘আমি বলেছিলাম যে তাঁকে বিয়ে করতে পারব না কারণ আমি কাজ করতে চাই। আমি গৃহবধূ হয়ে তাঁর সন্তানদের যত্ন নেওয়া এবং সংসার সামলাতে চাই না।’’
এই কথা শুনে মুমতাজ বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। মুমতাজ পরে সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘আমি বলেছিলাম যে তাঁকে বিয়ে করতে পারব না কারণ আমি কাজ করতে চাই। আমি গৃহবধূ হয়ে তাঁর সন্তানদের যত্ন নেওয়া এবং সংসার সামলাতে চাই না।’’
advertisement
8/10
‘‘তিনি রেগে গিয়ে আমাকে বললেন, ‘তুমি যদি আমাকে সত্যি সত্যি ভালবাসতে, তাহলে আমার প্রস্তাব মেনে নিয়ে অভিনয় ছেড়ে দিতে। তুমি শুধু আমাকে ভালবাসার ভান করেছ, তুমি আমার বিপরীতে বড় ছবিতে অভিনয় করতে চেয়েছিলে কেবল।’’
‘‘তিনি রেগে গিয়ে আমাকে বললেন, ‘তুমি যদি আমাকে সত্যি সত্যি ভালবাসতে, তাহলে আমার প্রস্তাব মেনে নিয়ে অভিনয় ছেড়ে দিতে। তুমি শুধু আমাকে ভালবাসার ভান করেছ, তুমি আমার বিপরীতে বড় ছবিতে অভিনয় করতে চেয়েছিলে কেবল।’’
advertisement
9/10
এই কথাটি শোনার পরে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন মুমতাজ। কিন্তু আলাদা হয়ে যাওয়ার পরেও মুমতাজ শাম্মির সঙ্গে ভাল সম্পর্ক রেখেছিলেন। অভিনেতার শেষ দিনগুলিতে তাঁর পাশেই ছিলেন।
এই কথাটি শোনার পরে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন মুমতাজ। কিন্তু আলাদা হয়ে যাওয়ার পরেও মুমতাজ শাম্মির সঙ্গে ভাল সম্পর্ক রেখেছিলেন। অভিনেতার শেষ দিনগুলিতে তাঁর পাশেই ছিলেন।
advertisement
10/10
পরে নিজে বিয়ে করেন তারকা হওয়ার পর। মুমতাজ ১৯৭৪ সালে ব্যবসায়ী ময়ুর মাধবানিকে বিয়ে করেন। তাঁদের দু’টি মেয়ে। যাঁর মধ্যে নাতাশা ২০০৬ সালে ফিরোজ খানের ছেলে ফারদিন খানকে বিয়ে করেন।
পরে নিজে বিয়ে করেন তারকা হওয়ার পর। মুমতাজ ১৯৭৪ সালে ব্যবসায়ী ময়ুর মাধবানিকে বিয়ে করেন। তাঁদের দু’টি মেয়ে। যাঁর মধ্যে নাতাশা ২০০৬ সালে ফিরোজ খানের ছেলে ফারদিন খানকে বিয়ে করেন।
advertisement
advertisement
advertisement