Guess The Actress: কাজলের কোলে এই ছোট্ট মেয়ে এখন বলিউড কাঁপানো বড় নায়িকা! খুবই পরিচিত, এক সুপারস্টারের সঙ্গে প্রেমের গুঞ্জনও রয়েছে
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
তিনি খুবই পরিচিত৷ অনেক কাজ করেছেন৷ এক দেখায় বলতে পারবেন কে এই নায়িকা? মনকী বলিউডের এক সুপারস্টার খানের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে বলেও গুঞ্জন ছিল৷
advertisement
advertisement
advertisement
২৭ বছর পর, আপনারা সকলেই ফাতিমা সম্পর্কে জানেন যে তিনি বলিউডে নিজের জন্য একটি শক্তিশালী নাম তৈরি করেছেন। আমির খানের ছবি 'ইশক' দিয়ে বলিউডে পা রাখা ফাতিমা ২০১৬ সালে আমিরের ছবি 'দঙ্গল' দিয়ে বিশ্বব্যাপী পরিচিতি পান। আপনাদের জানিয়ে রাখি, ফাতিমা 'চাচি ৪২০' (১৯৯৭) এবং 'ওয়ান টু কা ৪' (২০০১) এর মতো ছবিতে শিশুশিল্পী হিসেবেও কাজ করেছিলেন। (ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম @fatimasanashaikh)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
অবশেষে, সানা সাইদ অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে নেন এবং আজ তিনি লাইমলাইট থেকে দূরে। ব্যক্তিগত জীবনের কথা বলতে গেলে, ২০২৩ সালের জানুয়ারিতে সানা তাঁর প্রেমিক কাসাবা ওয়াগনারের সঙ্গে বাগদান করেন। আপনাকে জানিয়ে রাখি, কাসাবা একজন হলিউড সাউন্ড ডিজাইনার এবং লস অ্যাঞ্জেলেসে থাকেন। (ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম @sanaofficial)
advertisement