'তখন হয়তো ওরা আমায় সম্মান করবে...'! ৫০ বছর বয়সি কাজল জানালেন, সন্তানরা তাঁকে সম্মান করে না, কারণ শুনলে অবাক হবেন!

Last Updated:
Kajol: ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ এবং ‘গুপ্ত’-এর মতো সুপারহিট সিনেমা যাঁর ঝুলিতে, সেই কাজলের অনুরাগী রয়েছে সব বয়সেই। কিন্তু কাজলের মতে, তাঁর নিজের সন্তানরাই তাঁকে সেইভাবে সম্মান করে না। কেন? জানলে চমকাবেন।
1/7
চোখ ধাঁধানো গ্ল্যামারের আড়ালে অনেক সময় থেকেই যায় এমন কিছু না বলা সত্য, যা শুধু একজন শিল্পীর জীবনে নয়, তাঁর পরিবারের মধ্যেও প্রতিফলিত হয়। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল, যাঁর নাম শুনলেই স্মৃতিতে ফিরে আসে 'ডিডিএলজে' বা 'কুছ কুছ হোতা হ্যায়'-এর দৃশ্য, তিনিও একজন মা। আর একজন মায়ের জীবনে যে টানাপোড়েন, ভালবাসা আর স্বীকৃতির খোঁজ, সেটাই উঠে এল তাঁর সাম্প্রতিক স্বীকারোক্তিতে।
চোখ ধাঁধানো গ্ল্যামারের আড়ালে অনেক সময় থেকেই যায় এমন কিছু না বলা সত্য, যা শুধু একজন শিল্পীর জীবনে নয়, তাঁর পরিবারের মধ্যেও প্রতিফলিত হয়। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল, যাঁর নাম শুনলেই স্মৃতিতে ফিরে আসে 'ডিডিএলজে' বা 'কুছ কুছ হোতা হ্যায়'-এর দৃশ্য, তিনিও একজন মা। আর একজন মায়ের জীবনে যে টানাপোড়েন, ভালবাসা আর স্বীকৃতির খোঁজ, সেটাই উঠে এল তাঁর সাম্প্রতিক স্বীকারোক্তিতে।
advertisement
2/7
নিউজ১৮-এর রাইজিং ভারত সামিট ২০২৫-এ কাজল নিজেই জানালেন যে তাঁর সন্তানরা তাঁর কাজকে সেভাবে মূল্য দেয় না। এই অনুষ্ঠানে নিজের কেরিয়ার, সিনেমা এবং পরিবার নিয়ে খোলাখুলি কথা বলেন তিনি।
নিউজ১৮-এর রাইজিং ভারত সামিট ২০২৫-এ কাজল নিজেই জানালেন যে তাঁর সন্তানরা তাঁর কাজকে সেভাবে মূল্য দেয় না। এই অনুষ্ঠানে নিজের কেরিয়ার, সিনেমা এবং পরিবার নিয়ে খোলাখুলি কথা বলেন তিনি।
advertisement
3/7
 ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ এবং ‘গুপ্ত’-এর মতো সুপারহিট সিনেমা যাঁর ঝুলিতে, সেই কাজলের অনুরাগী রয়েছে সব বয়সেই। কিন্তু কাজলের মতে, তাঁর নিজের সন্তানরাই তাঁকে সেইভাবে সম্মান করে না। এত ব্লকবাস্টার সিনেমা করা সত্ত্বেও সন্তানেরা তাঁর কাজকে গুরুত্ব দেয় না। এ কথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী।
‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ এবং ‘গুপ্ত’-এর মতো সুপারহিট সিনেমা যাঁর ঝুলিতে, সেই কাজলের অনুরাগী রয়েছে সব বয়সেই। কিন্তু কাজলের মতে, তাঁর নিজের সন্তানরাই তাঁকে সেইভাবে সম্মান করে না। এত ব্লকবাস্টার সিনেমা করা সত্ত্বেও সন্তানেরা তাঁর কাজকে গুরুত্ব দেয় না। এ কথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী।
advertisement
4/7
কাজল জানান, “আমি সম্প্রতি আমার ফিল্মোগ্রাফি দেখছিলাম এবং আমি নিজেই অবাক হয়েছি এটা দেখে যে, আমি সম্ভবত বলিউডের সবচেয়ে কম কাজ করা অভিনেত্রী। আমার পরে যে অভিনেত্রীরা এসেছে, তারা অনেক বেশি সিনেমা করেছে। আমি হয়তো মাত্র ৫০টা সিনেমা করেছি।” যদিও এখনও কাজল পুরোপুরি সিনেমা থেকে সরে আসেননি, তিনি এখনও কিছু ছবিতে যুক্ত।
কাজল জানান, “আমি সম্প্রতি আমার ফিল্মোগ্রাফি দেখছিলাম এবং আমি নিজেই অবাক হয়েছি এটা দেখে যে, আমি সম্ভবত বলিউডের সবচেয়ে কম কাজ করা অভিনেত্রী। আমার পরে যে অভিনেত্রীরা এসেছে, তারা অনেক বেশি সিনেমা করেছে। আমি হয়তো মাত্র ৫০টা সিনেমা করেছি।” যদিও এখনও কাজল পুরোপুরি সিনেমা থেকে সরে আসেননি, তিনি এখনও কিছু ছবিতে যুক্ত।
advertisement
5/7
যখন তাঁকে জিজ্ঞাসা করা হয়, তাঁর সন্তানরা কি কখনও বলেন না যে, তিনি এত বড় তারকা হওয়া সত্ত্বেও এত কম কাজ করেন কেন? তার উত্তরে কাজল জানান, “আমার বাড়ির পরিস্থিতি উল্টো। আমার ছেলে-মেয়ে বলে, ‘তুমি বাড়িতে বসো না কেন? তোমার কাজ করার কী দরকার? দেখো, অন্য মায়েরা স্কুল থেকে বাচ্চাদের আনতে যায়, পার্টিতে যায়...’ আমি ওদের বলি, না, আমি বাড়িতে বসতে চাই না। আমি আমার কাজ করতে পছন্দ করি। আমি আশা করি, ওরা বড় হলে হয়তো আমাকে একটু বেশি সম্মান করবে। আমি শুধু চাই ওরা একটু তাড়াতাড়ি বড় হয়ে যাক।”
যখন তাঁকে জিজ্ঞাসা করা হয়, তাঁর সন্তানরা কি কখনও বলেন না যে, তিনি এত বড় তারকা হওয়া সত্ত্বেও এত কম কাজ করেন কেন? তার উত্তরে কাজল জানান, “আমার বাড়ির পরিস্থিতি উল্টো। আমার ছেলে-মেয়ে বলে, ‘তুমি বাড়িতে বসো না কেন? তোমার কাজ করার কী দরকার? দেখো, অন্য মায়েরা স্কুল থেকে বাচ্চাদের আনতে যায়, পার্টিতে যায়...’ আমি ওদের বলি, না, আমি বাড়িতে বসতে চাই না। আমি আমার কাজ করতে পছন্দ করি। আমি আশা করি, ওরা বড় হলে হয়তো আমাকে একটু বেশি সম্মান করবে। আমি শুধু চাই ওরা একটু তাড়াতাড়ি বড় হয়ে যাক।”
advertisement
6/7
কাজল ও অজয় দেবগণের দুই সন্তান– কন্যা নাইসা ও পুত্র যুগ। আসলে কাজলের বলা কথাগুলোর সঙ্গে অনেক কর্মজীবী মা-ই একাত্মতা অনুভব করবেন। সন্তান-অভিভাবকের সম্পর্ক এমনই, যেখানে ভালবাসা দেখা গেলেও, তার ভিতটা তৈরি হয় সম্মানের উপর।
কাজল ও অজয় দেবগণের দুই সন্তান– কন্যা নাইসা ও পুত্র যুগ। আসলে কাজলের বলা কথাগুলোর সঙ্গে অনেক কর্মজীবী মা-ই একাত্মতা অনুভব করবেন। সন্তান-অভিভাবকের সম্পর্ক এমনই, যেখানে ভালবাসা দেখা গেলেও, তার ভিতটা তৈরি হয় সম্মানের উপর।
advertisement
7/7
সন্তানরা চায় তাদের বাবা-মা যেন তাঁদের উপর গর্ব বোধ করেন, আর বাবা-মা চেষ্টায় থাকেন সন্তান যেন একদিন তাঁদের সম্মান করে দেখে। বিশেষ করে কর্মরতা মায়েরা এই সমস্যার সম্মুখীন হন বেশি—সন্তান চায় মা যেন বাড়িতে থাকেন, তাঁদের স্কুল থেকে আনেন, পাশে থাকেন। তখন অনেক মাকেই সন্তানের কাছ থেকে সম্মান পেতে অপেক্ষা করতে হয়, যতদিন না সন্তান বড় হচ্ছে।
সন্তানরা চায় তাদের বাবা-মা যেন তাঁদের উপর গর্ব বোধ করেন, আর বাবা-মা চেষ্টায় থাকেন সন্তান যেন একদিন তাঁদের সম্মান করে দেখে। বিশেষ করে কর্মরতা মায়েরা এই সমস্যার সম্মুখীন হন বেশি—সন্তান চায় মা যেন বাড়িতে থাকেন, তাঁদের স্কুল থেকে আনেন, পাশে থাকেন। তখন অনেক মাকেই সন্তানের কাছ থেকে সম্মান পেতে অপেক্ষা করতে হয়, যতদিন না সন্তান বড় হচ্ছে।
advertisement
advertisement
advertisement