Vinod Khanna: উদ্দাম যৌনতা, একাধিক নারীসঙ্গ...! বলিউড ছেড়ে যা করেছিলেন বিনোদ খান্না, শারীরিক সম্পর্ক নিয়ে মুখ খুলতেই সব শেষ!

Last Updated:
Vinod Khanna: কেরিয়ারের শীর্ষে বিনোদ খান্না চলচ্চিত্র থেকে বিরতি নিয়ে আধ্যাত্মিকতার পথ অনুসরণ করার সিদ্ধান্ত নেন। তিনি প্রায় ৫ বছর ধরে আধ্যাত্মিক গুরু ওশোর আশ্রমে ছিলেন। পুরনো এক সাক্ষাৎকারে, অভিনেতা মহিলাদের সঙ্গে তাঁর শারীরিক সম্পর্কের কথা খোলাখুলি বলেছিলেন।
1/7
বলিউডের তারকাদের নিয়ে জল্পনা হামেশাই চলতে থাকে৷ এমন কয়েকজন অভিনেতা রয়েছেন,যারা পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত কারণেই লাইমলাইটে রয়েছেন৷ তেমনই একজন অভিনেতা হলেন বিনোদ খান্না৷
বলিউডের তারকাদের নিয়ে জল্পনা হামেশাই চলতে থাকে৷ এমন কয়েকজন অভিনেতা রয়েছেন,যারা পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত কারণেই লাইমলাইটে রয়েছেন৷ তেমনই একজন অভিনেতা হলেন বিনোদ খান্না৷
advertisement
2/7
বিনোদ খান্না একাধিক হিট এবং ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছিলেন, কিন্তু কেরিয়ারের শীর্ষে অভিনেতা চলচ্চিত্র থেকে বিরতি নিয়ে আধ্যাত্মিকতার পথ অনুসরণ করার সিদ্ধান্ত নেন। তিনি প্রায় ৫ বছর ধরে আধ্যাত্মিক গুরু ওশোর আশ্রমে ছিলেন। ১৯৭৫ থেকে ১৯৮২ সাল পর্যন্ত ওশোর সুরক্ষায় থাকা বিনোদ খান্না একসময় ইন্ডাস্ট্রিতে তার সম্পর্কের জন্য পরিচিত ছিলেন। তার পুরনো এক সাক্ষাৎকারে, অভিনেতা মহিলাদের সঙ্গে তাঁর শারীরিক সম্পর্কের কথা খোলাখুলি বলেছিলেন।
বিনোদ খান্না একাধিক হিট এবং ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছিলেন, কিন্তু কেরিয়ারের শীর্ষে অভিনেতা চলচ্চিত্র থেকে বিরতি নিয়ে আধ্যাত্মিকতার পথ অনুসরণ করার সিদ্ধান্ত নেন। তিনি প্রায় ৫ বছর ধরে আধ্যাত্মিক গুরু ওশোর আশ্রমে ছিলেন। ১৯৭৫ থেকে ১৯৮২ সাল পর্যন্ত ওশোর সুরক্ষায় থাকা বিনোদ খান্না একসময় ইন্ডাস্ট্রিতে তার সম্পর্কের জন্য পরিচিত ছিলেন। তার পুরনো এক সাক্ষাৎকারে, অভিনেতা মহিলাদের সঙ্গে তাঁর শারীরিক সম্পর্কের কথা খোলাখুলি বলেছিলেন।
advertisement
3/7
সম্প্রতি অভিনেতার একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যেখানে তাকে তাঁর সম্পর্কে খোলামেলা কথা বলতে দেখা গেছে। ভাইরাল ভিডিও ক্লিপে বিনোদ খান্নাকে বলতে শোনা যাচ্ছে যে, তিনি সাধু নন এবং অন্যান্য মানুষের মতো তার শরীরেরও চাহিদা রয়েছে। একাধিক মহিলার সঙ্গে তার সম্পর্কের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিনোদ খান্না স্পষ্ট জানিয়েছিলেন।
সম্প্রতি অভিনেতার একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যেখানে তাকে তাঁর সম্পর্কে খোলামেলা কথা বলতে দেখা গেছে। ভাইরাল ভিডিও ক্লিপে বিনোদ খান্নাকে বলতে শোনা যাচ্ছে যে, তিনি সাধু নন এবং অন্যান্য মানুষের মতো তার শরীরেরও চাহিদা রয়েছে। একাধিক মহিলার সঙ্গে তার সম্পর্কের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিনোদ খান্না স্পষ্ট জানিয়েছিলেন।
advertisement
4/7
বিনোদ খান্না যৌনতা সম্পর্কে বলেছেন, 'আচ্ছা, আমি তখন অবিবাহিত ছিলাম এবং মহিলাদের ক্ষেত্রে আমি কোনও সাধু নই।' অন্য যে কারোর মতো আমারও যৌনতার প্রয়োজন। নারী ছাড়া আমরা এখানে থাকতাম না, যৌনতা ছাড়া আমরা এখানে থাকতাম না, তাহলে কেন কেউ আমার নারীদের সঙ্গে থাকার ব্যাপারে আপত্তি জানাবে?
বিনোদ খান্না যৌনতা সম্পর্কে বলেছেন, 'আচ্ছা, আমি তখন অবিবাহিত ছিলাম এবং মহিলাদের ক্ষেত্রে আমি কোনও সাধু নই।' অন্য যে কারোর মতো আমারও যৌনতার প্রয়োজন। নারী ছাড়া আমরা এখানে থাকতাম না, যৌনতা ছাড়া আমরা এখানে থাকতাম না, তাহলে কেন কেউ আমার নারীদের সঙ্গে থাকার ব্যাপারে আপত্তি জানাবে?
advertisement
5/7
২০২০ সালে, বিনোদ খান্নার ছেলে অক্ষয় খান্নাবলেছিলেন, 'পাঁচ বছর বয়সে বাবার সিদ্ধান্ত বোঝা খুব কঠিন ছিল।' আমার চিন্তাভাবনার সঙ্গে ওশোর কোন সম্পর্ক নেই। আমি বুঝতে পারছিলাম না কেন আমার বাবা সেই সময় আমার সঙ্গে ছিলেন না। ওশোর জীবনে তার সম্পৃক্ততা আমি বুঝতে পারিনি। এটি একটি জীবন বদলে দেওয়ার মতো সিদ্ধান্ত যা বিনোদ খান্না সেই সময়ে নেওয়ার প্রয়োজন অনুভব করেছিলেন। এমন কিছু ছিল যা তাকে এত গভীরভাবে প্রভাবিত করেছিল যে, সে মনে করেছিল যে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া তার পক্ষে সঠিক ছিল। বিশেষ করে, যখন তোমার জীবনে সবকিছুই থাকে। আর যখন জীবনটা এমন মনে হয় না যে তোমার আর কিছু থাকতে পারে।
২০২০ সালে, বিনোদ খান্নার ছেলে অক্ষয় খান্নাবলেছিলেন, 'পাঁচ বছর বয়সে বাবার সিদ্ধান্ত বোঝা খুব কঠিন ছিল।' আমার চিন্তাভাবনার সঙ্গে ওশোর কোন সম্পর্ক নেই। আমি বুঝতে পারছিলাম না কেন আমার বাবা সেই সময় আমার সঙ্গে ছিলেন না। ওশোর জীবনে তার সম্পৃক্ততা আমি বুঝতে পারিনি। এটি একটি জীবন বদলে দেওয়ার মতো সিদ্ধান্ত যা বিনোদ খান্না সেই সময়ে নেওয়ার প্রয়োজন অনুভব করেছিলেন। এমন কিছু ছিল যা তাকে এত গভীরভাবে প্রভাবিত করেছিল যে, সে মনে করেছিল যে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া তার পক্ষে সঠিক ছিল। বিশেষ করে, যখন তোমার জীবনে সবকিছুই থাকে। আর যখন জীবনটা এমন মনে হয় না যে তোমার আর কিছু থাকতে পারে।
advertisement
6/7
১৯৭১ সালে গীতাঞ্জলির সঙ্গে বিয়ে হয় বিনোদের। প্রথম পক্ষের তাঁর দুই ছেলে, রাহুল এবং অক্ষয়। অক্ষয় খান্নার বয়স যখন মাত্র ৫ বছর, তখন তার বাবা বিনোদ খান্না তাকে ছেড়ে ওশোর আশ্রমে চলে যান। আচমকাই সংসারের মায়া ত্যাগ করেছিলেন বিনোদ। পরিবারের সঙ্গে সে সময়টা তাঁর দেখা তো দূর, কথাও হত না ঠিকভাবে। এই সময় বিনোদকে ডিভোর্স দেন স্ত্রী গীতাঞ্জলী! শোনা যায় এই সময় ওশোর আশ্রম ছাড়া কিছু জানতেন না বিনোদ। এই ওশো অনেক সময় ব্যবহার করেছেন বিনোদকে। এই আশ্রম নিয়ে বহু তর্ক দ্বিমত আজও আছে। আমেরিকাতে চলে যাওয়ায় শেষ হয়ে যায় বিনোদের কেরিয়ার।
১৯৭১ সালে গীতাঞ্জলির সঙ্গে বিয়ে হয় বিনোদের। প্রথম পক্ষের তাঁর দুই ছেলে, রাহুল এবং অক্ষয়। অক্ষয় খান্নার বয়স যখন মাত্র ৫ বছর, তখন তার বাবা বিনোদ খান্না তাকে ছেড়ে ওশোর আশ্রমে চলে যান। আচমকাই সংসারের মায়া ত্যাগ করেছিলেন বিনোদ। পরিবারের সঙ্গে সে সময়টা তাঁর দেখা তো দূর, কথাও হত না ঠিকভাবে। এই সময় বিনোদকে ডিভোর্স দেন স্ত্রী গীতাঞ্জলী! শোনা যায় এই সময় ওশোর আশ্রম ছাড়া কিছু জানতেন না বিনোদ। এই ওশো অনেক সময় ব্যবহার করেছেন বিনোদকে। এই আশ্রম নিয়ে বহু তর্ক দ্বিমত আজও আছে। আমেরিকাতে চলে যাওয়ায় শেষ হয়ে যায় বিনোদের কেরিয়ার।
advertisement
7/7
বিনোদ খান্নার ব্যক্তিগত জীবনের কথা বলতে গেলে, অভিনেতা দু'বার বিয়ে করেছিলেন। মহেশ ভাটই বিনোদকে নিয়ে যান ওশোর আশ্রমে। মহেশ ভাট বেরিয়ে এলেও বিনোদ সেখান থেকে বেরোতে পারেননি। ৫ বছর পর যখন আবার জীবনে ফেরার কথা ভাবলেন বিনোদ। তখন সব শেষ। সে সময় বিনোদের সঙ্গে অমৃতা সিংয়ের একটা প্রেমের সম্পর্ক তৈরি হলেও টেকেনি। এর পর ফের তিনি কবিতা দফতরি নামের এক মহিলাকে বিয়ে করেন।এর পর দুই সন্তান হয়। তবে বিনোদের প্রথম পক্ষের সন্তানরা তাঁর সঙ্গে আর যোগাযোগ রাখেননি। এমনকি শোনা যায়, ২০১৭ সালে বিনোদের মৃত্যুতেও আসতে চাননি দুই ছেলে।
বিনোদ খান্নার ব্যক্তিগত জীবনের কথা বলতে গেলে, অভিনেতা দু'বার বিয়ে করেছিলেন। মহেশ ভাটই বিনোদকে নিয়ে যান ওশোর আশ্রমে। মহেশ ভাট বেরিয়ে এলেও বিনোদ সেখান থেকে বেরোতে পারেননি। ৫ বছর পর যখন আবার জীবনে ফেরার কথা ভাবলেন বিনোদ। তখন সব শেষ। সে সময় বিনোদের সঙ্গে অমৃতা সিংয়ের একটা প্রেমের সম্পর্ক তৈরি হলেও টেকেনি। এর পর ফের তিনি কবিতা দফতরি নামের এক মহিলাকে বিয়ে করেন।এর পর দুই সন্তান হয়। তবে বিনোদের প্রথম পক্ষের সন্তানরা তাঁর সঙ্গে আর যোগাযোগ রাখেননি। এমনকি শোনা যায়, ২০১৭ সালে বিনোদের মৃত্যুতেও আসতে চাননি দুই ছেলে।
advertisement
advertisement
advertisement