Salman Khan: ভয়ঙ্কর খারাপ অবস্থা...! জটিল মস্তিষ্কের রোগে আক্রান্ত সলমন খান? এখন কেমন আছেন ভাইজান

Last Updated:
Salman Khan: সলমন বলেন, মস্তিষ্কের অ্যানিউরিজম , ট্রাইজেমিনাল নিউরালজিয়ার মতো গুরুতর জটিল রোগে ভুগছেন৷ এই খবর জানাজানি হতেই সলমনকে নিয়ে চিন্তায় পড়েছেন ভক্তরা৷
1/6
৫৯ বছরে পা দিয়েছেন বলিউডের ভাইজান সলমন খান৷ ইতিমধ্যেই বয়সের ছাপ পড়েছে শরীরে৷ বয়সের সঙ্গে সঙ্গে বাড়ছে শারীরিক জটিলতাও৷
৫৯ বছরে পা দিয়েছেন বলিউডের ভাইজান সলমন খান৷ ইতিমধ্যেই বয়সের ছাপ পড়েছে শরীরে৷ বয়সের সঙ্গে সঙ্গে বাড়ছে শারীরিক জটিলতাও৷
advertisement
2/6
সম্প্রতি অভিনেতা সলমন খান নেটফ্লিক্সের দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-এর তৃতীয় সিজনের উদ্বোধনে অতিথি হয়ে এসেছিলেন৷ সেখানে এসে নিজেই নিজের শারীরিক অবস্থার কথা ফাঁস করলেন৷ যা শুনেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা৷
সম্প্রতি অভিনেতা সলমন খান নেটফ্লিক্সের দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-এর তৃতীয় সিজনের উদ্বোধনে অতিথি হয়ে এসেছিলেন৷ সেখানে এসে নিজেই নিজের শারীরিক অবস্থার কথা ফাঁস করলেন৷ যা শুনেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা৷
advertisement
3/6
অনুষ্ঠানে সলমন বলেন, মস্তিষ্কের অ্যানিউরিজম , ট্রাইজেমিনাল নিউরালজিয়ার মতো গুরুতর জটিল রোগে ভুগছেন৷ এই খবর জানাজানি হতেই সলমনকে নিয়ে চিন্তায় পড়েছেন ভক্তরা৷
অনুষ্ঠানে সলমন বলেন, মস্তিষ্কের অ্যানিউরিজম , ট্রাইজেমিনাল নিউরালজিয়ার মতো গুরুতর জটিল রোগে ভুগছেন৷ এই খবর জানাজানি হতেই সলমনকে নিয়ে চিন্তায় পড়েছেন ভক্তরা৷
advertisement
4/6
সলমন বলেন,'আমার একাধিক হাড় ভেঙে গেছে - পাঁজর ভেঙে গেছে, ট্রাইজেমিনাল নিউরালজিয়া থাকা সত্ত্বেও আমি কাজ করছি, মস্তিষ্কে অ্যানিউরিজম আছে, তবুও আমি এখনও কাজ করছি। এসব নিয়ে এখনও, আমি চালিয়ে যাচ্ছি' ৷
সলমন বলেন,'আমার একাধিক হাড় ভেঙে গেছে - পাঁজর ভেঙে গেছে, ট্রাইজেমিনাল নিউরালজিয়া থাকা সত্ত্বেও আমি কাজ করছি, মস্তিষ্কে অ্যানিউরিজম আছে, তবুও আমি এখনও কাজ করছি। এসব নিয়ে এখনও, আমি চালিয়ে যাচ্ছি' ৷
advertisement
5/6
শারীরিক অসুস্থতা নিয়েও নিজের কাজ চালিয়ে যাচ্ছেন অভিনেতা৷ ‘সিকন্দর’-এর মতো অ্যাকশন সিনেমার শুটিংয়ে নিজেকে উজাড় করে দিচ্ছেন, যদিও তারই মাঝে চোট লেগেছে মাংসপেশীতে৷
শারীরিক অসুস্থতা নিয়েও নিজের কাজ চালিয়ে যাচ্ছেন অভিনেতা৷ ‘সিকন্দর’-এর মতো অ্যাকশন সিনেমার শুটিংয়ে নিজেকে উজাড় করে দিচ্ছেন, যদিও তারই মাঝে চোট লেগেছে মাংসপেশীতে৷
advertisement
6/6
অভিনেতা সলমন জানিয়েছেন তিনি এভি ম্যালফরমেশন-এও আক্রান্ত, যা শরীরে ধমনী ও শিরার মধ্যে স্বাভাবিক রক্ত সঞ্চালন ব্যাহত করে। এতে রক্তচাপ ও স্নায়বিক চাপও বেড়ে যেতে পারে। ভক্তদের সকলেই অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন৷
অভিনেতা সলমন জানিয়েছেন তিনি এভি ম্যালফরমেশন-এও আক্রান্ত, যা শরীরে ধমনী ও শিরার মধ্যে স্বাভাবিক রক্ত সঞ্চালন ব্যাহত করে। এতে রক্তচাপ ও স্নায়বিক চাপও বেড়ে যেতে পারে। ভক্তদের সকলেই অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন৷
advertisement
advertisement
advertisement