মহাকাশ ছিল ভীষণ প্রিয়, চাঁদে কিনেছিলেন এক টুকরো জমি! সেই বাড়িতেই কি পাড়ি দিলেন সুশান্ত?

Last Updated:
1/6
• মহাকাশের প্রতি ছিল অসীম কৌতূহল । মহাকাশ, ভিন গ্রহ, চাঁদ, সৌরজগত নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কথা বলে যেতেন সর্বভারতীয় পরীক্ষায় সপ্তম স্থানাধিকারী সুশান্ত সিং রাজপুত ।
• মহাকাশের প্রতি ছিল অসীম কৌতূহল । মহাকাশ, ভিন গ্রহ, চাঁদ, সৌরজগত নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কথা বলে যেতেন সর্বভারতীয় পরীক্ষায় সপ্তম স্থানাধিকারী সুশান্ত সিং রাজপুত ।
advertisement
2/6
• তাঁর একের পর এক ইনস্টাগ্রাম পোস্ট দেখলেই বোঝা যায় মহাকাশের প্রতি কী বিপুল টান ছিল তাঁর । চাঁদে এক টুকরো জমিও কিনেছিলেন সুশান্ত । তিনিই ছিলেন প্রথম ভারতীয় অভিনেতা, যিনি চাঁদে জমি কিনেছিলেন । শাহরুখ খানের আগেই চাঁদের জমির মালিক হয়েছিলেন তিনি ।
• তাঁর একের পর এক ইনস্টাগ্রাম পোস্ট দেখলেই বোঝা যায় মহাকাশের প্রতি কী বিপুল টান ছিল তাঁর । চাঁদে এক টুকরো জমিও কিনেছিলেন সুশান্ত । তিনিই ছিলেন প্রথম ভারতীয় অভিনেতা, যিনি চাঁদে জমি কিনেছিলেন । শাহরুখ খানের আগেই চাঁদের জমির মালিক হয়েছিলেন তিনি ।
advertisement
3/6
• চাঁদের যে অংশটা কিনেছিলেন নায়ক, তার নাম ‘সি অব মাস্কভি’ । ইন্টারন্যাশনাল লুনার ল্যান্ডস রেজিস্ট্রি থেকে চাঁদের ওই অংশটি নিজের নামে কিনেছিলেন সুশান্ত ।
• চাঁদের যে অংশটা কিনেছিলেন নায়ক, তার নাম ‘সি অব মাস্কভি’ । ইন্টারন্যাশনাল লুনার ল্যান্ডস রেজিস্ট্রি থেকে চাঁদের ওই অংশটি নিজের নামে কিনেছিলেন সুশান্ত ।
advertisement
4/6
• শুধু তাই নয়, সৌরজগত নিয়ে এতটাই আগ্রহী ছিলেন, যে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ টেলিস্কোপ ছিল তাঁর সংগ্রহে । যার মাধ্যমে শনির বলয় দেখতেন তিনি ।
• শুধু তাই নয়, সৌরজগত নিয়ে এতটাই আগ্রহী ছিলেন, যে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ টেলিস্কোপ ছিল তাঁর সংগ্রহে । যার মাধ্যমে শনির বলয় দেখতেন তিনি ।
advertisement
5/6
• উড়তে ভালবাসতেন খুব । স্বপ্নের বাকেট লিস্টে সবার আগে ছিল সেই ওড়ার ইচ্ছার কথাই । লিখেছিলেন প্লেন চালানো শিখতে চান তিনি । কিনেছিলেন ফ্লাইট স্টিমুলেটর । যার মাধ্যমে পাইলটদের ওড়ার ট্রেনিং দেওয়া হয় । Boeing 737 Fixed Base Flight Simulator-টি কিনে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘আমার ১৫০টি স্বপ্ন পূরণের প্রথম ধাপ এটি ।’
• উড়তে ভালবাসতেন খুব । স্বপ্নের বাকেট লিস্টে সবার আগে ছিল সেই ওড়ার ইচ্ছার কথাই । লিখেছিলেন প্লেন চালানো শিখতে চান তিনি । কিনেছিলেন ফ্লাইট স্টিমুলেটর । যার মাধ্যমে পাইলটদের ওড়ার ট্রেনিং দেওয়া হয় । Boeing 737 Fixed Base Flight Simulator-টি কিনে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘আমার ১৫০টি স্বপ্ন পূরণের প্রথম ধাপ এটি ।’
advertisement
6/6
• মহাদেবের প্রতি ছিল অসীম বিশ্বাস । দেবাদিদেব মহাদেবের পোস্টও করতেন প্রায়শই ।
• মহাদেবের প্রতি ছিল অসীম বিশ্বাস । দেবাদিদেব মহাদেবের পোস্টও করতেন প্রায়শই ।
advertisement
advertisement
advertisement