Aamir Khan Divorce: কিরণ ও রিনা, দুই স্ত্রীর সঙ্গেই ১৬ বছর করে ঘর করলেন আমির খান!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
কিরণ রাও এবং আমির খানের (Aamir Khan-Kiran Rao) জুটিকে বলা হত বলিউডের অন্যতম পারফেক্ট জুটি (Aamir Khan Divorce)।
advertisement
advertisement
advertisement
আমির খান ও রিনা দত্ত প্রতিবেশী ছিলেন। ১৯৯৯ সালের এক সাক্ষাৎকারে আমির বলেছিলেন, আমির একাধিকবার রিনাকে প্রস্তাব দিলেও না করে দিয়েছিলেন রিনা। যখন সমস্ত আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন আমির, সেই সময় রিনা আমিরকে তাঁর অনুভূতির কথা জানান। ১৯৮৬ সালের ১৮ এপ্রিল বিয়ে করেন তাঁরা। তাঁদের দুই সন্তান রয়েছে, জুনেইদ ও ইরা। ২০০২ সালে রিনার সঙ্গে বিবাহ-বিচ্ছেদ ঘটে আমিরের।
advertisement
অন্যদিকে, ২০০১ সালে 'লগান' ছবির সেটে আমির খানের সঙ্গে কিরণের পরিচয় হয়। কিরণ ওই ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন। ২০০২ সালে বিচ্ছেদের পর ফের কিরণের সঙ্গে দেখা হয় আমিরের। তার পর বেশ কয়েক বছর লিভ ইনের পর ২০০৫ সালের ২৮ ডিসেম্বর বিয়ে করেন আমির ও কিরণ। তাঁদের এক ছেলে সারোগেসির মাধ্যমে ২০১১ সালে হয়, নাম আজাদ।
advertisement
৩ জুলাই ২০২১ নেটমাধ্যমে দীর্ঘ পোস্ট দিয়ে তাঁরা দাম্পত্যে ইতি টানার কথা জানালেন সমস্ত অনুরাগীদের। ওই পোস্টে তাঁরা স্পষ্ট জানিয়েছেন, বিচ্ছেদ হলেও তাঁরা পরিবারের মতোই থাকবেন। ছেলে আজাদকে দু'জনেই বড় করে তুলবেন। নিজেদের সংস্থার জন্যও তাঁরা একসঙ্গে কাজ করবেন। তবে কী কারণে তাঁদের এই বিচ্ছেদের সিদ্ধান্ত তা খোলসা করেননি কেউ।