হোম » ছবি » বিনোদন » কিরণ ও রিনা, দুই স্ত্রীর সঙ্গেই ১৬ বছর করে ঘর করলেন আমির খান!

Aamir Khan Divorce: কিরণ ও রিনা, দুই স্ত্রীর সঙ্গেই ১৬ বছর করে ঘর করলেন আমির খান!

  • Bangla Digital Desk

  • 16

    Aamir Khan Divorce: কিরণ ও রিনা, দুই স্ত্রীর সঙ্গেই ১৬ বছর করে ঘর করলেন আমির খান!

    কিরণ রাও এবং আমির খানের (Aamir Khan-Kiran Rao) জুটিকে বলা হত বলিউডের অন্যতম পারফেক্ট জুটি। এত বছর একসঙ্গে সংসার করেছেন তাঁরা। কিরণ নাকি ঘর এবং বাইরে দুটোই দারুণ ভাবে পরিচালনা করেন, আর এটাই তাঁদের সম্পর্কের চাবিকাঠি। কিন্তু এই জুটিই এ বার সকলকে অবাক করে নিজেদের বিচ্ছেদ ঘোষণা করেছে।

    MORE
    GALLERIES

  • 26

    Aamir Khan Divorce: কিরণ ও রিনা, দুই স্ত্রীর সঙ্গেই ১৬ বছর করে ঘর করলেন আমির খান!

    যৌথ বিবৃতি দিয়ে আমির খান ও কিরণ রাও শনিবার জানিয়েছেন, তাঁরা আর একসঙ্গে সংসার করবেন না। তবে ছেলে আজাদের সব দায়িত্ব পালন করবেন মা ও বাবা হিসেবে। এই বিবাহ-বিচ্ছেদকে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখতে বলেছেন আমির ও কিরণ দু'জনেই।

    MORE
    GALLERIES

  • 36

    Aamir Khan Divorce: কিরণ ও রিনা, দুই স্ত্রীর সঙ্গেই ১৬ বছর করে ঘর করলেন আমির খান!

    কিরণের আগে আমির খান বিয়ে করেছিলেন রিনা দত্তকে। তাঁদের বিয়ে টিঁকেছিল ১৬ বছর, ১৯৮৬ থেকে ২০০২ সাল পর্যন্ত। এর পর কয়েক বছর পর ২০০৫ সালের ডিসেম্বরে আমির বিয়ে করেন কিরণকে। সেই বিয়ে ভেঙে গেল ২০২১ সালে। হিসেব করলে, এই বিয়েও থাকল ১৬ বছর। অর্থাৎ, আমিরের দুই বিয়েরই বয়স ১৬ বছর করে।

    MORE
    GALLERIES

  • 46

    Aamir Khan Divorce: কিরণ ও রিনা, দুই স্ত্রীর সঙ্গেই ১৬ বছর করে ঘর করলেন আমির খান!

    আমির খান ও রিনা দত্ত প্রতিবেশী ছিলেন। ১৯৯৯ সালের এক সাক্ষাৎকারে আমির বলেছিলেন, আমির একাধিকবার রিনাকে প্রস্তাব দিলেও না করে দিয়েছিলেন রিনা। যখন সমস্ত আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন আমির, সেই সময় রিনা আমিরকে তাঁর অনুভূতির কথা জানান। ১৯৮৬ সালের ১৮ এপ্রিল বিয়ে করেন তাঁরা। তাঁদের দুই সন্তান রয়েছে, জুনেইদ ও ইরা। ২০০২ সালে রিনার সঙ্গে বিবাহ-বিচ্ছেদ ঘটে আমিরের।

    MORE
    GALLERIES

  • 56

    Aamir Khan Divorce: কিরণ ও রিনা, দুই স্ত্রীর সঙ্গেই ১৬ বছর করে ঘর করলেন আমির খান!

    অন্যদিকে, ২০০১ সালে 'লগান' ছবির সেটে আমির খানের সঙ্গে কিরণের পরিচয় হয়। কিরণ ওই ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন। ২০০২ সালে বিচ্ছেদের পর ফের কিরণের সঙ্গে দেখা হয় আমিরের। তার পর বেশ কয়েক বছর লিভ ইনের পর ২০০৫ সালের ২৮ ডিসেম্বর বিয়ে করেন আমির ও কিরণ। তাঁদের এক ছেলে সারোগেসির মাধ্যমে ২০১১ সালে হয়, নাম আজাদ।

    MORE
    GALLERIES

  • 66

    Aamir Khan Divorce: কিরণ ও রিনা, দুই স্ত্রীর সঙ্গেই ১৬ বছর করে ঘর করলেন আমির খান!

    ৩ জুলাই ২০২১ নেটমাধ্যমে দীর্ঘ পোস্ট দিয়ে তাঁরা দাম্পত্যে ইতি টানার কথা জানালেন সমস্ত অনুরাগীদের। ওই পোস্টে তাঁরা স্পষ্ট জানিয়েছেন, বিচ্ছেদ হলেও তাঁরা পরিবারের মতোই থাকবেন। ছেলে আজাদকে দু'জনেই বড় করে তুলবেন। নিজেদের সংস্থার জন্যও তাঁরা একসঙ্গে কাজ করবেন। তবে কী কারণে তাঁদের এই বিচ্ছেদের সিদ্ধান্ত তা খোলসা করেননি কেউ।

    MORE
    GALLERIES