Aamir Khan: আমির খানের বাবা চাননি ছেলে অভিনেতা হোক, কপিল শর্মা শো-এ জানালেন মিস্টার পারফেকশনিস্ট
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
আমির খানের বাবা মহম্মদ তাহির হুসেন মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির বড় নাম। তিনি একাধারে প্রযোজক, লেখক, অভিনেতা এবং পরিচালক। কিন্তু ছেলে বড় হয়ে অভিনেতা হোক, এমনটা কখনওই চাননি তিনি।
advertisement
advertisement
আমিরের বাবার মতো তাঁর কাকা নাসির হুসেনও বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা। কিন্তু বাবা-মা, কাকা কেউ চাননি আমির ফিল্মি দুনিয়ায় পা রাখুক। কেন? আমিরের নিজের কথায়, “আমার বাবা-মা, কাকা নাম করা চলচ্চিত্র নির্মাতা। কিন্তু সন্তানদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশের বিরুদ্ধে ছিলেন। এর একটাই কারণ। চলচ্চিত্র শিল্প খুব অস্থির।’’
advertisement
advertisement
তবে আমিরের অভিনয় আসার পিছনে মহারাষ্ট্র বনধের বড় ভূমিকা রয়েছে। কপিলের শো-তে হাসতে হাসতে নিজেই সে কথা জানান অভিনেতা। কীভাবে তিনি গুজরাতি নাটকে সুযোগ পান, কিন্তু নাটক আয়োজিত হওয়ার দু’দিন আগে তাঁকে বাদ দিয়ে দেন পরিচালক। এরপর আমিরের এক বন্ধু তাঁকে একটি ছবির অফার করেন। সেখান থেকে আরেক বন্ধুর ছবিতে অভিনয় করেন। সেই ছবিতে অভিনয় দেখে ‘ইয়াদোঁ কি বরাত’ ছবিতে কাস্ট করা হয় আমিরকে। গোটাটাই ঘটে স্বপ্নের মতো।
advertisement