#HappyBirthdayAnushka: বিরাটের সঙ্গে কাটানো এই বিশেষ পাঁচটি সময় অনুষ্কার, দেখুন অ্যালবাম
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
বিরাট ও অনুষ্কা একের পর এক মাইলস্টোন পেরিয়ে চলেছে , অনুষ্কার জন্মদিনে তাঁদের সেরা প্রেমের মুহূর্ত ফিরে দেখা
অনুষ্কা শর্মা-র জন্মদিন ৷ ৩২ হয়ে গেলেন বলি ডিভা ৷ কর্নেল অজয় কুমার শর্মার মেয়ে এখন বিরাটের ঘরণী ৷ জন্মদিনে জেনে নিন বিরাটের কাটানো সেরা মুহূর্তগুলির ছবি ৷ Photo- Instagram
advertisement
পশু-পাখির প্রতি এই দম্পতির প্রেম দারুণ ৷ অস্ট্রেলিয়া গিয়ে এই বিশেষ পাখিগুলির সঙ্গে সময় কাটিয়ে ছবি পোস্ট করেছিলেন ৷ ছবির ক্যাপশনে অনুষ্কা লিখেছিলেন লাভ ইজ বিয়ন্ড অ্যান্ড অ্যাবাভ এভ্রিথিং৷এটাই একমাত্র সত্যি ৷ - আর এই ছবি দিয়েই ভ্যালেন্টাইন ডে উইশ করেছিলেন ৷ Photo- Instagram
advertisement
দুজনেই পরেছিলেন স্ট্রাইপড শার্ট , চোখে সানগ্লাস এই দম্পতি প্রেমের ছবির একটা একটা ছোট টুকরো ৷ ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন ইউ মেক সাচ এ হ্যাপি গার্ল , অর্থাৎ বিরাট অনুষ্কাকে একজন খুশি ভরা মেয়ে করেন ৷ Photo- Instagram
advertisement
নিজের প্রিয় বন্ধপ বিরাট কোহলির সঙ্গে ফ্রেন্ডশিপ ডে -তে ছবি পোস্ট করেছিলেন অনুষ্কা শর্মা ৷দম্পতিদের কেমন হওয়া উচিত তাঁর লক্ষ্যমাত্রা একাধিকবার সেট করেন অনুষ্কা -বিরাট ৷ এদিনও তাই করেছিলেন ৷ Photo- Instagram
advertisement
বিরাটের জন্মদিনে অনুষ্কা করেছিলেন উইশ ৷ ভুটানে ঘুরতে গিয়েছিলেন পাওয়ার কাপল ৷ নিজেদের এই ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন এটা একটা আশীর্বাদ, আমার বন্ধু, আমার আত্মবিশ্বাস আমার ভালোবাসা ৷ আমি চাই আলো তোমায় সঠিক পথ দেখাক৷ তুমি যাতে সব সময় সঠিকটা করতে পার৷ তোমার চরিত্রের বৈশিষ্ট্য তুমি সবার কথা বুঝতে পার ৷ ’ Photo- Instagram
advertisement