৯০-এর দশকে বলিউডের অন্যতম জনপ্রিয় এবং সুন্দরী অভিনেত্রীদের তালিকায় জায়গা করে নিয়েছিলেন দিব্যা ভারতী। ১৯৭৪ সালের ২৫ ফেব্রুয়ারি জন্মেছিলেন দিব্যা। বেঁচে থাকলে আজ, বৃহস্পতিবার তাঁর ৪৭ বছর বয়স হত। খুব কম সময়েই বলিউডের রানি হয়ে গিয়েছিলেন তিনি। করেছিলেন পরের পর ২০ টি ছবিতে দুর্দান্ত অভিনয়। একেবারে কিশোরী বয়সে ১৯৯০ সালে ভেঙ্কটেশের বিপরীতে তেলেগু ছবি ববিলি রাজু দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন তিনি। শুরুতেই হিট দিয়েছিলেন দিব্যা।