Bollywood: ৭০ বছরে চতুর্থ বিয়ে, স্ত্রী মেয়ের থেকেও ছোট...এই বলি-তারকার বর্ণময় জীবনের বাঁকে-বাঁকে চমক
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
চারটে বিয়ে... তৃতীয় স্ত্রী ২০ বছরের ছোট, চতুর্থ স্ত্রী ২৬ বছরের ছোট
শুধু ক্যালেন্ডারেই তাঁর বয়স বাড়ে! বাস্তবে তিনি 'এভারগ্রিন'! ৭০ বছরে চতুর্থ বিয়ে করে চমকে দিয়েছিলেন। তাঁর থেকেও বড় চমক, স্ত্রী তাঁর মেয়ের থেকেও বয়সে ছোট। এই বলি-তারকার বর্ণময় জীবনের প্রতিটা বাঁকে চমকের পর চমক! তাঁর জনপ্রিয়তায় যে-কেউ হিংসে করবে। ভারত, আমেরিকা মায় ইউরোগেও তাঁর সমান খ্যাতি। আর শুধু সিনেমা নয়... মডেলিং, টেলিভিশন, থিয়েটার, বেতার... কোন-ও মাধ্যম-ই বাদ দেননি তিনি। বলুন তো কোন অভিনেতার কথা বলা হচ্ছে?
advertisement
কবীর বেদী। সুদর্শন পুরুষের প্রসঙ্গ উঠলে যুগ-কাল নির্বিশেষে তাঁর নাম আসবে। ১৯৪৬ সালের ১৬ জানুয়ারি, অবিভক্ত ভারতের লাহোরে জন্ম কবীর বেদীর। বাবা পেয়ারেলাল সিংহ বেদী ছিলেন লেখক ও দার্শনিক। মা, ফ্রিডা বেদী ব্রিটিশ নাগরিক, কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর বিশাল অবদান রয়েছে। শেষ জীবনে বৌদ্ধ সন্ন্যাসী হয়ে যান ফ্রিডা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement