Bobby Deol in Animal: অ্যানিম্যাল-এ ধর্ষণ-দৃশ্যে ববি! 'সব এত সুন্দর...', বললেন পর্দায় তাঁর ৩য় স্ত্রী
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Bobby Deol in Animal: 'অ্যানিম্যাল' নিয়ে চর্চার শেষ নেই। বক্স অফিসে ঝড় তুলেছে সন্দীপ রেড্ডি ভঙ্গা পরিচালিত ছবিটি। তবে আয়ের হিসেব যা-ই বলুক, সমালোচক থেকে সাধারণ মানুষ, অনেকেই এই ছবিকে অসুস্থ পৌরুষের উদযাপন বলে চিহ্নিত করেছেন।
advertisement
advertisement
advertisement
advertisement
এখানেই থেমে যাননি মানসী। তিনি আরও বলেন, "সব এত সুন্দর চলছিল। তার পরেই আচমকা এমন একটি জিনিস হল। দর্শকদের কাছে এটি বার্তা ছিল যে, রণবীর যদি এমন হয়, ছবির খলনায়ক কেমন হবে ভাবুন। ববি স্যরের চরিত্রটি ভিত্তি স্থাপন করতে এ ধরনের একটি দৃশ্য দরকার ছিল। আসল অ্যানিম্যাল কে, তা বোঝানোর জন্য সেটি দরকার ছিল।" সব শেষে মানসী যোগ করেন, "আমার নিজের বিয়েতে এমন হোক, সেটা কখনওই চাইব না।"