Viral Photo: এটাই আসল 'হিরোগিরি'! পথের শিশুদের জড়িয়ে ধরে ছবি তুললেন বলি নায়ক

Last Updated:
ববি দেওলকে (Bobby Deol) তার ওয়েব সিরিজ 'আশ্রম'-এ একজন ভণ্ডের ভূমিকায় অভিনয় করতে দেখা গেলেও বাস্তব জীবনে ববি সত্যিই খুব বিনয়ী এবং উদার।
1/7
বলিউড তারকারা সবসময় ক্যামেরার নিশানায় থাকে৷ তাঁরা কোথায় যাচ্ছেন, কাদের সঙ্গে যাচ্ছেন, সব ধরা পড়ে পাপারাজ্জিদের লেন্সে৷ বিমানবন্দরে হোক বা জিম, রেস্তোরাঁ হোক বা লাঞ্চ-ডিনার ডেট, তাঁদের উপর সবর্দা নজর থাকে৷ সম্প্রতি ক্যামেরা বন্ধী হয়েছেন ববি দেওল৷ ভাই অভয় দেওল এবং কিছু বন্ধুবান্ধবদের সঙ্গে তিনি রেস্তোরাঁয় যান৷ তবে সেখান থেকে বেরনোর সময় যা ঘটল, সেই ছবি উঠল এবং সকলের মন জয় করে নিল৷ Photo Courtesy: viral bhayani
বলিউড তারকারা সবসময় ক্যামেরার নিশানায় থাকে৷ তাঁরা কোথায় যাচ্ছেন, কাদের সঙ্গে যাচ্ছেন, সব ধরা পড়ে পাপারাজ্জিদের লেন্সে৷ বিমানবন্দরে হোক বা জিম, রেস্তোরাঁ হোক বা লাঞ্চ-ডিনার ডেট, তাঁদের উপর সবর্দা নজর থাকে৷ সম্প্রতি ক্যামেরা বন্ধী হয়েছেন ববি দেওল৷ ভাই অভয় দেওল এবং কিছু বন্ধুবান্ধবদের সঙ্গে তিনি রেস্তোরাঁয় যান৷ তবে সেখান থেকে বেরনোর সময় যা ঘটল, সেই ছবি উঠল এবং সকলের মন জয় করে নিল৷ Photo Courtesy: viral bhayani
advertisement
2/7
ওয়েব সিরিজ 'আশ্রম'-এ এক অসৎ-এর ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে ধমেন্দ্র পুত্র ববিকে৷ বাস্তব জীবনের সঙ্গে ববির এই চরিত্রের যে কোনও মিলই নেই, তা তিনি প্রমাণ করলেন একেবারে ক্যামেরার সামনে৷ Photo Courtesy: viral bhayani
ওয়েব সিরিজ 'আশ্রম'-এ এক অসৎ-এর ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে ধমেন্দ্র পুত্র ববিকে৷ বাস্তব জীবনের সঙ্গে ববির এই চরিত্রের যে কোনও মিলই নেই, তা তিনি প্রমাণ করলেন একেবারে ক্যামেরার সামনে৷ Photo Courtesy: viral bhayani
advertisement
3/7
বৃহস্পতিবার ববি দেওল, অভয় দেওল এবং কয়েকজন বন্ধুদের সাথে বান্দ্রার একটি রেস্তোরাঁয় যান। রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসতেই ববির কাছে ছুটে আসেন বাইরে দাঁড়িয়ে থাকা কিছু গরিব শিশু৷ ছুটে এসে তাঁকে জড়িয়ে ধরে তারা। Photo Courtesy: viral bhayani
বৃহস্পতিবার ববি দেওল, অভয় দেওল এবং কয়েকজন বন্ধুদের সাথে বান্দ্রার একটি রেস্তোরাঁয় যান। রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসতেই ববির কাছে ছুটে আসেন বাইরে দাঁড়িয়ে থাকা কিছু গরিব শিশু৷ ছুটে এসে তাঁকে জড়িয়ে ধরে তারা। Photo Courtesy: viral bhayani
advertisement
4/7
ববি-অভয়, দুই ভাইই বাচ্চাদের নিরাশ না করে হাসিমুখে জড়িয়ে ধরে অনেক ছবি তুলেছেন। এর ফলে হতদরিদ্র শিশুদের মুখে চওড়া হাসি ফোটে। Photo Courtesy: viral bhayani
ববি-অভয়, দুই ভাইই বাচ্চাদের নিরাশ না করে হাসিমুখে জড়িয়ে ধরে অনেক ছবি তুলেছেন। এর ফলে হতদরিদ্র শিশুদের মুখে চওড়া হাসি ফোটে। Photo Courtesy: viral bhayani
advertisement
5/7
ববি ও অভয়ের এই ব্যবহারে সকলেই খুশি এবং প্রশংসাও করেছেন। ফিল্মস্টারের তকমা ঝেড়ে ফেলে গরির মানুষদের জড়িয়ে ধরলেন দেওল ভাইরা, নির্দিদ্ধায়! রাস্তায় বাসবাসকারী এই মানুষদের জড়িয়ে ধরতে কোনও ছুৎমার্গ কাজ করল না ববি-অভয়ের৷ উল্টে তাঁদের মুখেও দেখা গেল হাসি৷ Photo Courtesy: viral bhayani
ববি ও অভয়ের এই ব্যবহারে সকলেই খুশি এবং প্রশংসাও করেছেন। ফিল্মস্টারের তকমা ঝেড়ে ফেলে গরির মানুষদের জড়িয়ে ধরলেন দেওল ভাইরা, নির্দিদ্ধায়! রাস্তায় বাসবাসকারী এই মানুষদের জড়িয়ে ধরতে কোনও ছুৎমার্গ কাজ করল না ববি-অভয়ের৷ উল্টে তাঁদের মুখেও দেখা গেল হাসি৷ Photo Courtesy: viral bhayani
advertisement
6/7
ছবিগুলি ভাইরাল হতেই একের পর এক কমেন্ট এসেছে। এমন হতদরিদ্র মানুষের মুখে হাসি ফুটিয়ে ববি-অভয় প্রচুর মানুষের ভালবাসা কুড়িয়ে নিয়েছেন৷ কেউ লিখছেন, তোমাদের ঈশ্বর মঙ্গল করবেন, তো কেউ বলছেন তারকা হলেও এমন মানুষ কমই হয়৷ Photo Courtesy: viral bhayani
ছবিগুলি ভাইরাল হতেই একের পর এক কমেন্ট এসেছে। এমন হতদরিদ্র মানুষের মুখে হাসি ফুটিয়ে ববি-অভয় প্রচুর মানুষের ভালবাসা কুড়িয়ে নিয়েছেন৷ কেউ লিখছেন, তোমাদের ঈশ্বর মঙ্গল করবেন, তো কেউ বলছেন তারকা হলেও এমন মানুষ কমই হয়৷ Photo Courtesy: viral bhayani
advertisement
7/7
ববিকে শেষ দেখা গিয়েছিল একটি ওটিটি প্ল্যাটফর্মের ছবি 'লাভ হোস্টেল'-এ। ইতিমধ্যেই 'আশ্রম'-এর তৃতীয় সিজনের শুটিং শুরু করেছেন তিনি। শীঘ্রই তাকে দেখা যাবে রণবীর কাপুর অভিনীত 'অ্যানিমাল' এবং একটি নেটফ্লিক্স ছবিতে। অভয়কে শেষ দেখা গিয়েছিল 'ভেলে' ছবিতে। Photo Courtesy: viral bhayani
ববিকে শেষ দেখা গিয়েছিল একটি ওটিটি প্ল্যাটফর্মের ছবি 'লাভ হোস্টেল'-এ। ইতিমধ্যেই 'আশ্রম'-এর তৃতীয় সিজনের শুটিং শুরু করেছেন তিনি। শীঘ্রই তাকে দেখা যাবে রণবীর কাপুর অভিনীত 'অ্যানিমাল' এবং একটি নেটফ্লিক্স ছবিতে। অভয়কে শেষ দেখা গিয়েছিল 'ভেলে' ছবিতে। Photo Courtesy: viral bhayani
advertisement
advertisement
advertisement