

হায়দরাবাদের মুসলিম পরিবারে ১৯৫০ সালের ১৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন শাবানা আজমি। ৭০ দশকে একেবারের অন্য ধারার অভিনয়ে বলিউডে জায়গা করে নিয়েছিলেন তিনি। আজ এই অভিনেত্রীর বয়স ৭০ বছর। এখনও তিনি নিজের অভিনয় দক্ষতায় জয় করে চলেছেন সকলের মন। photo source collected


১৯৭৪ সালে 'অঙ্কুর' ছবি দিয়েই বলিউডের যাত্রা শুরু হয় অভিনেত্রীর। এই ছবিতে চাকরানির চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। প্রথম ছবিতেই বেস্ট অভিনেত্রীর ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছিলেন তিনি। photo source collected


জয়া বচ্চনকে দেখেই ছবি করার সাহস পেয়েছিলেন শাবানা। জয়ার অভিনয়ই তাঁকে আরও বেশি করে ছবি করতে উৎসাহিত করে সে সময়। photo source collected


শাবানা মনে মনে খুব ভক্ত ছিলেন শশী কাপুরের। শশীর প্রতি ভাললাগা থাকলেও প্রেম হয়নি কখনও। 'ফকিরা'র মতো বেশ কতগুলি ছবিতে এক সঙ্গে কাজ করেছেন তাঁরা। photo source collected


শাবানার জীবনে একটা সময় অনেকটা জায়গা জুড়ে ছিলেন পরিচালক শেখর কাপুর। প্রেমের সম্পর্ক ছিল তাঁদের। তবে বেশি দিন তা স্থায়ী হয়নি। photo source collected