Bipasha Basu Pregnant|| অ্যাডভান্স প্রেগন্যান্সি, ছিপছিপে বিপাশার শরীর ক্রমেই কীভাবে বদলে গেল, দেখুন

Last Updated:
Bipasha Basu flaunting her baby bump: ১৬ অগাস্ট বেবি বাম্পের ছবি শেয়ার করে মা হওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন বঙ্গ তনয়া বিপাশা বসু।
1/8
*আর কিছুদিনের অপেক্ষা তারপরেই প্রথম সন্তানের মা হবেন অভিনেত্রী বিপাশা বসু। ফলে এই মুহূর্তে অ্যাডভান্স প্রেগন্যান্সির পর্যায়ে রয়েছেন।
*আর কিছুদিনের অপেক্ষা তারপরেই প্রথম সন্তানের মা হবেন অভিনেত্রী বিপাশা বসু। ফলে এই মুহূর্তে অ্যাডভান্স প্রেগন্যান্সির পর্যায়ে রয়েছেন।
advertisement
2/8
*মা হওয়ার আগের মুহূর্ত প্রথম দিন থেকেই চেটেপুটে উপভোগ করছেন অভিনেত্রী এবং তাঁর স্বামী করণ সিং গ্রোভার। তাঁদের কাটানো একাধিক মুহূর্ত ভাগ করে নিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।
*মা হওয়ার আগের মুহূর্ত প্রথম দিন থেকেই চেটেপুটে উপভোগ করছেন অভিনেত্রী এবং তাঁর স্বামী করণ সিং গ্রোভার। তাঁদের কাটানো একাধিক মুহূর্ত ভাগ করে নিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।
advertisement
3/8
*১৬ অগাস্ট বেবি বাম্পের ছবি শেয়ার করে মা হওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন বঙ্গ তনয়া। বোতাম খোলা সাদা শার্ট থেকে উঁকি দেওয়া বেবি বাম্প আগলে রেখেছিলেন স্বামী করণ।
*১৬ অগাস্ট বেবি বাম্পের ছবি শেয়ার করে মা হওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন বঙ্গ তনয়া। বোতাম খোলা সাদা শার্ট থেকে উঁকি দেওয়া বেবি বাম্প আগলে রেখেছিলেন স্বামী করণ।
advertisement
4/8
*ছবি শেয়ার করে লিখেছিলেন, "A new time, a new phase, a new light adds another unique shade to our prism of life. Making us a little more whole than we used to be. We began this life individually and then we met each other and from then we were two. Too much love for only two, seemed a little unfair for us to see…so soon, we who once were two will now become three. A creation manifested by our love, our baby will join us soon and add to our glee😄❤️ Thank you all, for your unconditional love, your prayers and good wishes as they are and will always be a part of us. Thank you for being a part of our lives and manifesting with us another beautiful life, our baby🙏 Durga Durga🙏"
*ছবি শেয়ার করে লিখেছিলেন, "A new time, a new phase, a new light adds another unique shade to our prism of life. Making us a little more whole than we used to be. We began this life individually and then we met each other and from then we were two. Too much love for only two, seemed a little unfair for us to see…so soon, we who once were two will now become three. A creation manifested by our love, our baby will join us soon and add to our glee😄❤️ Thank you all, for your unconditional love, your prayers and good wishes as they are and will always be a part of us. Thank you for being a part of our lives and manifesting with us another beautiful life, our baby🙏 Durga Durga🙏"
advertisement
5/8
*মাতৃত্ব ঘোষণার পরেও একাধিক আদুরে ছবি শেয়ার করেন বিপাশা এবং করণ। প্রায় প্রতিটি ছবিতেই দেখা গিয়েছে, ছিপছিপে নায়িকার শারীরিক পরিবর্তন। বেড়েছে মাতৃত্বের জেল্লা।
*মাতৃত্ব ঘোষণার পরেও একাধিক আদুরে ছবি শেয়ার করেন বিপাশা এবং করণ। প্রায় প্রতিটি ছবিতেই দেখা গিয়েছে, ছিপছিপে নায়িকার শারীরিক পরিবর্তন। বেড়েছে মাতৃত্বের জেল্লা।
advertisement
6/8
*ছুটির মেজাজে 'মম টু বি' বিপাশা বসু।
*ছুটির মেজাজে 'মম টু বি' বিপাশা বসু।
advertisement
7/8
*শরীরের মধ্যে বেড়ে উঠছে ছোট্ট প্রাণ, তাতেই আত্মহারা হবু মা বিপাশা বসু। সন্তানের বেড়ে ওঠা তাই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন অভিনেত্রী।
*শরীরের মধ্যে বেড়ে উঠছে ছোট্ট প্রাণ, তাতেই আত্মহারা হবু মা বিপাশা বসু। সন্তানের বেড়ে ওঠা তাই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন অভিনেত্রী।
advertisement
8/8
*গর্ভে বেড়ে উঠছে প্রথম সন্তান। তাঁর সঙ্গে কথা বলছেন হবু বাবা করণ। এ ছবি যে কাউকেই ভাললাগার জালে আবিষ্ট করবে।
*গর্ভে বেড়ে উঠছে প্রথম সন্তান। তাঁর সঙ্গে কথা বলছেন হবু বাবা করণ। এ ছবি যে কাউকেই ভাললাগার জালে আবিষ্ট করবে।
advertisement
advertisement
advertisement