সাদা-র পর এবার কালো পোশাকে প্রেগন্যান্সি শ্যুট বিপাশা-করণের, দেখুন ছবি

Last Updated:
করণের সঙ্গে সম্পর্কের আগে জন আব্রাহামের সঙ্গে দীর্ঘ প্রায় ৯ বছর লিভ-ইন রিলেশনে ছিলেন বিপাশা। তার আগে দিনো মোরিয়ার সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন বিপস।
1/7
সব জল্পনার অবসান! মা হতে চলেছেন বিপাশা বসু আর বাবা করণ সিংহ গ্রোভার
সব জল্পনার অবসান! মা হতে চলেছেন বিপাশা বসু আর বাবা করণ সিংহ গ্রোভার
advertisement
2/7
অনেক দিন ধরেই ছিল গুঞ্জন। যদিও এত দিন এই নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন বিপাশা-করণ দু’জনেই। অবশেষে মিষ্টি ছবি শেয়ার করে অনুরাগীদের সঙ্গে সুখবর ভাগ করে নিলেন তারকা দম্পতি
অনেক দিন ধরেই ছিল গুঞ্জন। যদিও এত দিন এই নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন বিপাশা-করণ দু’জনেই। অবশেষে মিষ্টি ছবি শেয়ার করে অনুরাগীদের সঙ্গে সুখবর ভাগ করে নিলেন তারকা দম্পতি
advertisement
3/7
ইদানীংকালে মাতৃত্বকালীন ফোটোশ্যুট-এর চল খুব! বিপাশাও বাদ গেলেন না! মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে দেখা যায় সাদা শার্টের আড়ালে উঁকি দিচ্ছে বিপাশার স্ফীতোদর, বেবি বাম-এ চুমু খাচ্ছেন করণ
ইদানীংকালে মাতৃত্বকালীন ফোটোশ্যুট-এর চল খুব! বিপাশাও বাদ গেলেন না! মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে দেখা যায় সাদা শার্টের আড়ালে উঁকি দিচ্ছে বিপাশার স্ফীতোদর, বেবি বাম-এ চুমু খাচ্ছেন করণ
advertisement
4/7
মেটার্নিটি ফোটোশ্যুটের ছবির পাশাপাশি বিপাশা লিখেছেন, ‘নতুন সময়, নতুন পর্ব, নতুন আলো আসতে চলেছে আমাদের জীবনে। প্রথমে যে যার নিজের জীবন শুরু করি একা, সেই চলার পথে একে অপরের সঙ্গে দেখা। সেই শুরু এক থেকে দুইয়ের পথ চলা। আমাদের এই ভালাবাসার যাত্রায় যোগ হতে চলেছে আরও এক নাম। আশীর্বাদ করুন আমাদের।’
মেটার্নিটি ফোটোশ্যুটের ছবির পাশাপাশি বিপাশা লিখেছেন, ‘নতুন সময়, নতুন পর্ব, নতুন আলো আসতে চলেছে আমাদের জীবনে। প্রথমে যে যার নিজের জীবন শুরু করি একা, সেই চলার পথে একে অপরের সঙ্গে দেখা। সেই শুরু এক থেকে দুইয়ের পথ চলা। আমাদের এই ভালাবাসার যাত্রায় যোগ হতে চলেছে আরও এক নাম। আশীর্বাদ করুন আমাদের।’
advertisement
5/7
advertisement
6/7
২০১৬ সালে বাঙালি রীতি-নীতি মেনে করণের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন বিপস। বিয়ের পর ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবদের নিয়ে ধুমধাম করে রিসেপশন পার্টিরও আয়োজন করেছিল নবদম্পতি।
২০১৬ সালে বাঙালি রীতি-নীতি মেনে করণের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন বিপস। বিয়ের পর ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবদের নিয়ে ধুমধাম করে রিসেপশন পার্টিরও আয়োজন করেছিল নবদম্পতি।
advertisement
7/7
করণের সঙ্গে সম্পর্কের আগে জন আব্রাহামের সঙ্গে দীর্ঘ প্রায় ৯ বছর লিভ-ইন রিলেশনে ছিলেন বিপাশা। তার আগে দিনো মোরিয়ার সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন বিপস।
করণের সঙ্গে সম্পর্কের আগে জন আব্রাহামের সঙ্গে দীর্ঘ প্রায় ৯ বছর লিভ-ইন রিলেশনে ছিলেন বিপাশা। তার আগে দিনো মোরিয়ার সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন বিপস।
advertisement
advertisement
advertisement