সাধের পরে বেবি শাওয়ার, সন্তান জন্মের আগে উদযাপনে বিপাশা-করণ, দেখুন ছবি

Last Updated:
bipasha basu and karan singh grover: বিপাশা বসু এবং তাঁর স্বামী করণ সিং গ্রোভার তাঁদের বেবি শাওয়ারে মেতে উঠেছিলেন। বিপাশার বন্ধুরা তারকা দম্পতির জন্য এই আয়োজন করেছিলেন।
1/6
advertisement
2/6
শুক্রবার বিপাশা বসু এবং তাঁর স্বামী করণ সিং গ্রোভার তাঁদের বেবি শাওয়ারে মেতে উঠেছিলেন। বিপাশার বন্ধুরা তারকা দম্পতির জন্য এই আয়োজন করেছিলেন।
শুক্রবার বিপাশা বসু এবং তাঁর স্বামী করণ সিং গ্রোভার তাঁদের বেবি শাওয়ারে মেতে উঠেছিলেন। বিপাশার বন্ধুরা তারকা দম্পতির জন্য এই আয়োজন করেছিলেন।
advertisement
3/6
বিপাশার পরনে ছিল সাদা গাউন এবং করণ পরেছিলেন নীল শার্ট, নীল ব্লেজার এবং ডেনিম। ঘনিষ্ঠ মহলের উপস্থিতিতেই এই পার্টির আয়োজন করা হয়েছিল। তবে পাপারাৎজিরাও সেখানে পৌঁছে যান। ২০ জন উপস্থিত ছিলেন।
বিপাশার পরনে ছিল সাদা গাউন এবং করণ পরেছিলেন নীল শার্ট, নীল ব্লেজার এবং ডেনিম। ঘনিষ্ঠ মহলের উপস্থিতিতেই এই পার্টির আয়োজন করা হয়েছিল। তবে পাপারাৎজিরাও সেখানে পৌঁছে যান। ২০ জন উপস্থিত ছিলেন।
advertisement
4/6
দুটি চকোলেট কেক কেটে একে অপরকে খাওয়ালেন বিপাশা-করণ। কেক কেটে বিপাশা প্রার্থনা করলেন, ''সুস্থ সবল সন্তানের জন্ম দিই যেন।''
দুটি চকোলেট কেক কেটে একে অপরকে খাওয়ালেন বিপাশা-করণ। কেক কেটে বিপাশা প্রার্থনা করলেন, ''সুস্থ সবল সন্তানের জন্ম দিই যেন।''
advertisement
5/6
সপ্তাহখানেক আগে মায়ের হাতে রান্না করা খাঁটি বাঙালি খাবারে সাধ অনুষ্ঠান হয়েছিল অভিনেত্রীর। ভাতের সঙ্গে ছিল শুক্তো, মসুর ডাল, মাছের কালিয়া ও চিংড়ি মালাইকারি৷
সপ্তাহখানেক আগে মায়ের হাতে রান্না করা খাঁটি বাঙালি খাবারে সাধ অনুষ্ঠান হয়েছিল অভিনেত্রীর। ভাতের সঙ্গে ছিল শুক্তো, মসুর ডাল, মাছের কালিয়া ও চিংড়ি মালাইকারি৷
advertisement
6/6
সব রান্না করেছিলেন তাঁর মা৷ স্বাদের তারিফ করে নিজেই জানিয়েছিলেন বিপাশা৷ সঙ্গে ছিল কচুর তরকারি৷ বিপাশার সাধ ছিল ষোলআনা বাঙালিয়ানা৷
সব রান্না করেছিলেন তাঁর মা৷ স্বাদের তারিফ করে নিজেই জানিয়েছিলেন বিপাশা৷ সঙ্গে ছিল কচুর তরকারি৷ বিপাশার সাধ ছিল ষোলআনা বাঙালিয়ানা৷
advertisement
advertisement
advertisement