Bindiya Goswami Love Life: সুপারস্টারের সঙ্গে পালিয়ে হোটেলে থাকা, পরে ১২ বছরের বড় পরিচালকের স্ত্রী! বাঙালি নায়িকা বিন্দিয়ার সম্পর্কের 'গোলমাল' শুনলে হাঁ হবেন!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Bindiya Goswami Love Life: বিন্দিয়া গোস্বামী। এক সময়ের বলিউডে বিখ্যাত বাঙালি অভিনেত্রী ছিলেন। এমন মিষ্টিমুখের অভিনেত্রী মন জয় করেছিলেন লক্ষ লক্ষ ভক্তের। এখন তিনি কোথায়? কী করেন?
advertisement
বিন্দিয়া দু'টি বিয়ে করেছেন। প্রথমে বলিউডের সুপারহিট নায়ক বিনোদ মেহেরার সঙ্গে গাঁটছড়া বাঁধেন। কিন্তু বিয়ের চার বছর পর তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। বিচ্ছেদের পর বলিউডের বিখ্যাত পরিচালক জ্যোতি প্রকাশ দত্ত ওরফে জে পি দত্ত-এর সঙ্গে দ্বিতীয়বার বিয়ে করেন বিন্দিয়া। তাঁদের নিধি ও সিদ্ধি দুই মেয়ে রয়েছে।
advertisement
একজন অভিনেত্রী যিনি একের পর এক হিট দিয়েছেন, যাঁর ছবি মাত্র ১৪ বছর বয়সে ফিল্মফেয়ার ম্যাগাজিনের প্রচ্ছদে প্রকাশিত হয়েছিল। যার চিরায়ত নিষ্পাপ মুখ আর সুন্দর বড় চোখ সবাইকে আকৃষ্ট করেছিল। কিন্তু আপনি কি জানেন যে তিনি তাঁর পেশাগত জীবনের চেয়ে তাঁর ব্যক্তিগত জীবনের জন্য বেশি শিরোনামে রয়েছেন বিন্দিয়া? বিনোদ মেহরার দ্বিতীয় স্ত্রী বিন্দিয়া গোস্বামী এক সময় বিনোদ মেহরাকে ছেড়ে জেপি দত্তের সঙ্গে সঙ্গে পালিয়ে গিয়েছিলেন।
advertisement
বিনোদ মেহেরার সঙ্গে বিচ্ছেদের পর ১২ বছরের বড় জে পি দত্তাকে বিয়ে করেন বিন্দিয়া। কাজের চেয়ে বিন্দিয়ার ব্যক্তিগত জীবন খবরের শিরোনামে অনেক বেশি থেকেছে। রাজস্থানের ভরতপুরে জন্মগ্রহণকারী বিন্দিয়া গোস্বামীর বাবার নাম বেণু গোপাল গোস্বামী এবং মায়ের নাম ডলি, যিনি একজন ক্যাথলিক ছিলেন। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে বিন্দিয়ার বাবা তাঁর পুরো জীবনে ৭টি বিয়ে করেছিলেন, যার মধ্যে একটি ডলি ছিলেন, ডলির মেয়ে বিন্দিয়া।
advertisement
সঙ্গীত পরিচালক প্যায়ারে লালের বাড়ি ছিল বিন্দিয়ার পাড়ায়। পরিবারের সঙ্গে সেখানে একটি পার্টিতে গেলে অভিনেত্রী হেমা মালিনীর মা জয়া চক্রবর্তী তাঁকে লক্ষ্য করেন। তিনি বিন্দিয়াকে কিছু নামী প্রযোজকের কাছে সুপারিশ করেছিলেন, যখন বিন্দিয়ার বয়স ছিল মাত্র ১৪ বছর। কিছু প্রযোজক তাঁর কাছে আসেন এবং বিন্দিয়া সিনেমায় নামেন।
advertisement
১৯৭৬ সালে তাঁর প্রথম ছবি 'জীবন জ্যোতি' মুক্তি পায়, যেখানে বিজয় অরোরা তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন। সিনেমা হিট না হলেও সমালোচকেরা তাঁর কাজের প্রশংসা করেছিলেন এবং তিনি এরপর বহু কাজ পেতে শুরু করেন। এরপর ১৯৭৮ সালে ‘খাট্টা মিঠা’ ছবিতে দেখা যায় তাঁকে। এই ছবিটি হিট হয় এবং বলিউডে জনপ্রিয়তা পান বিন্দিয়া।
advertisement
আমোল পালেকর, উৎপল দত্তের সঙ্গে গোলমাল ছবিতে অসাধারণ অভিনয় করেন অভিনেত্রী। এরপর বিন্দিয়া বিনোদ মেহরার সঙ্গে অনেক ছবি করেছেন। বিনোদ মেহরা এবং বিন্দিয়া শুধুমাত্র চলচ্চিত্রের মাধ্যমে পরিচিত হন এবং তাঁদের বন্ধুত্ব কখন প্রেমে পরিণত হয় তাও জানা যায়নি। বিনোদ তাঁর প্রথম স্ত্রীর সঙ্গে প্রতারণা করে বিন্দিয়ার সঙ্গে ডেটিং শুরু করেন।
advertisement
advertisement
কিন্তু এরপর তাঁর জীবনে আসেন বিখ্যাত পরিচালক জেপি দত্ত। বিন্দিয়া যখন তাঁর ব্যক্তিগত সমস্যার কারণে সমস্যায় পড়েছিলেন, তখন তিনি জেপি দত্তের তাঁর পাশে দাঁড়ান। পরে ধীরে ধীরে জেপি দত্তের সঙ্গে বিন্দিয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন। বিনোদ মেহরা যেমন তাঁর প্রথম স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন, বিন্দিয়াও একইভাবে বিনোদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন বলে শোনা যায়।
advertisement
advertisement
advertisement
বিয়ের কিছু সময় পর বিন্দিয়া অভিনয় ছেড়ে দেন। তিনি তাঁর স্বামীকে চলচ্চিত্র পরিচালনায় সাহায্য করতে শুরু করেন। এর পাশাপাশি শুরু করেন কস্টিউম ডিজাইনিংয়ের কাজ। তিনি রানি মুখার্জি, ঐশ্বর্য রাই, করিনা কাপুরের মতো অনেক অভিনেত্রীর পোশাক ডিজাইন করেন। বর্তমানে, বিন্দিয়া তাঁর পরিবারের সঙ্গে মুম্বইতে থাকেন এবং একজন কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করেন।