শেষ Big Boss 13, বসের বাড়ি থেকে বেরিয়েই অভিনেত্রী জানালেন মা হতে চলেছেন তিনি

Last Updated:
কাঁটা লাগা গার্ল শেফালি জরিওয়ালা, ওয়ার্ল্ড কার্ড হিসেবে বিগ বস-এর ১৩ তম সিজনে এন্ট্রি নিয়েছিলেন ৷
1/8
এবারের মতো শেষ বিগ বস ৷ কিন্তু লাইমলাইটে বস-এর প্রতিযোগীরা ৷ বিগ বস-এর এই ১৩ তম সিজনই ছিল এবছরের সবথেকে দীর্ঘ সময় চলা শো ৷ মাসের পর মাস বিগ বস-এর বাড়িতে কাটানোর পর বাইরে বেরিয়ে সুখবর শোনালেন এই সিজনের প্রতিযোগী ও অভিনেত্রী শেফালি জরিওয়ালা ৷ জানালেন শীঘ্রই মা হতে চলেছেন তিনি ৷
এবারের মতো শেষ বিগ বস ৷ কিন্তু লাইমলাইটে বস-এর প্রতিযোগীরা ৷ বিগ বস-এর এই ১৩ তম সিজনই ছিল এবছরের সবথেকে দীর্ঘ সময় চলা শো ৷ মাসের পর মাস বিগ বস-এর বাড়িতে কাটানোর পর বাইরে বেরিয়ে সুখবর শোনালেন এই সিজনের প্রতিযোগী ও অভিনেত্রী শেফালি জরিওয়ালা ৷ জানালেন শীঘ্রই মা হতে চলেছেন তিনি ৷
advertisement
2/8
কাঁটা লাগা গানের রিমিক্সে নেচে জনপ্রিয় হয়েছিলেন তিনি ৷ অভিনয় করেছেন বেশ কয়েকটি সিনেমায় ৷
কাঁটা লাগা গানের রিমিক্সে নেচে জনপ্রিয় হয়েছিলেন তিনি ৷ অভিনয় করেছেন বেশ কয়েকটি সিনেমায় ৷
advertisement
3/8
কাঁটা লাগা গার্ল শেফালি জরিওয়ালা, ওয়ার্ল্ড কার্ড হিসেবে বিগ বস-এর ১৩ তম সিজনে এন্ট্রি নিয়েছিলেন ৷ প্রথম থেকেই নিজের স্ট্র্যাটেজি ও সোজাসাপটা কথার কারণে বিগ বস-এর ফলোয়ারদের নজর কেড়ে নেন শেফালি ৷
কাঁটা লাগা গার্ল শেফালি জরিওয়ালা, ওয়ার্ল্ড কার্ড হিসেবে বিগ বস-এর ১৩ তম সিজনে এন্ট্রি নিয়েছিলেন ৷ প্রথম থেকেই নিজের স্ট্র্যাটেজি ও সোজাসাপটা কথার কারণে বিগ বস-এর ফলোয়ারদের নজর কেড়ে নেন শেফালি ৷
advertisement
4/8
রানার-আপ আসিমের সঙ্গে তাঁর ঝগড়া এই সিজনে অনেক জনপ্রিয়তা পেয়েছিলেন ৷
রানার-আপ আসিমের সঙ্গে তাঁর ঝগড়া এই সিজনে অনেক জনপ্রিয়তা পেয়েছিলেন ৷
advertisement
5/8
বিগ বস-এ শেফালির রোমাঞ্চকর জার্নি শেষ হয় কয়েক সপ্তাহ আগেই ৷ বিগ বস থেকে আউট হওয়ার পরই অভিনেত্রী জানালেন, শীঘ্রই মা হতে চলেছেন তিনি ৷
বিগ বস-এ শেফালির রোমাঞ্চকর জার্নি শেষ হয় কয়েক সপ্তাহ আগেই ৷ বিগ বস থেকে আউট হওয়ার পরই অভিনেত্রী জানালেন, শীঘ্রই মা হতে চলেছেন তিনি ৷
advertisement
6/8
অভিনেতা পরাগ ত্যাগীর সঙ্গে ইতিমধ্যেই ১০ বছরের বিবাহিত জীবন কাটিয়ে ফেলেছেন শেফালি ৷ এবার জীবনে তৃতীয় ব্যক্তি আসার পালা ৷ সম্প্রতি একটি হিন্দি বিনোদনমূলক সংবাদমাধ্যমকে তিনি জানান, শীঘ্রই তাঁরা একটি কন্যা সন্তান দত্তক নিতে চলেছেন ৷
অভিনেতা পরাগ ত্যাগীর সঙ্গে ইতিমধ্যেই ১০ বছরের বিবাহিত জীবন কাটিয়ে ফেলেছেন শেফালি ৷ এবার জীবনে তৃতীয় ব্যক্তি আসার পালা ৷ সম্প্রতি একটি হিন্দি বিনোদনমূলক সংবাদমাধ্যমকে তিনি জানান, শীঘ্রই তাঁরা একটি কন্যা সন্তান দত্তক নিতে চলেছেন ৷
advertisement
7/8
শেফালি আরও জানান, যখন তিনি ১০-১১ বছরের ছিলেন ৷ তখন থেকেই সন্তান অ্যাড্যাপ্ট করার বিষয়টি নিয়ে ভেবেছেন ৷ সন্তান দত্তক নেওয়ার পেপারওয়ার্ক প্রায় শেষের পথে ৷ কিছুদিনের মধ্যেই তাদের বাড়ি আসতে চলেছে এক ছোট্ট পরি ৷
শেফালি আরও জানান, যখন তিনি ১০-১১ বছরের ছিলেন ৷ তখন থেকেই সন্তান অ্যাড্যাপ্ট করার বিষয়টি নিয়ে ভেবেছেন ৷ সন্তান দত্তক নেওয়ার পেপারওয়ার্ক প্রায় শেষের পথে ৷ কিছুদিনের মধ্যেই তাদের বাড়ি আসতে চলেছে এক ছোট্ট পরি ৷
advertisement
8/8
উল্লেখ্য, হরমন সিংযের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরই 10 বছর আগে পরাগ ত্যাগীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন
উল্লেখ্য, হরমন সিংযের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরই 10 বছর আগে পরাগ ত্যাগীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন
advertisement
advertisement
advertisement