1/ 5


বিগ বস ১৪-য় শুরু হচ্ছে ফিনালে উইক। আরও উত্তাপ বাড়ছে বাড়ির ভেতর। বিগ বস ঘোষণা করেছে, সপ্তাহের প্রথমেই হবে প্রথম অডিশন। প্রতিযোগীদের দেওয়া হয়েছে একটি টাস্ক, যেখানে একে অপরকে কঠিন প্রশ্ন করবেন তাঁরা।
2/ 5


প্রথমে অ্যালি ও জ্যাসমিন বসতে চলেছেন হট সিটে। কবিতা ও নিক্কি তাঁদের তীক্ষ্ণ প্রশ্ন করেন। সব প্রশ্নের উত্তর দেন অ্যালি ও জ্যাসমিন। রুবিনাও প্রশ্ন বাণ ছোড়েন জ্যাসমিনের দিকে।
3/ 5


কবিতা ও নিক্কিকে অপ্রস্তুত করেন জ্যাসমিন। অ্যাজাজ ও রাহুলকে তাঁদের রূঢ় ব্যবহার নিয়ে প্রশ্ন করেন প্রতিযোগীরা।
4/ 5


তবে সব চেয়ে বিপাকে ফেলা হয় রুবিনা ও অভিনবকে। তাঁরা তাঁদের ব্যক্তিগত জিনিস সামনে এনেছেন গেমে টিকে থাকার জন্য, এই অপবাদ দেন কবিতা ও নিক্কি। এই নিয়ে বিশাল ঝামেলা হয় নিক্কি ও অভিনবের।