Bhumi Pednekar : পৃথুলা থেকে হট লুক! ভূমির চেহারা পারদ চড়িয়েছে নেট দুনিয়ায়

Last Updated:
Bhumi Pednekar : একসময় মাত্রাতিরিক্ত ওজন ছিল ভূমি পেডনেকার এর। সেই চেহারায় একটি ছবিতে অভিনয়ও করেছেন তিনি।
1/10
একসময় মাত্রাতিরিক্ত ওজন ছিল ভূমি পেডনেকার এর। সেই চেহারায় একটি ছবিতে অভিনয়ও করেছেন তিনি। কিন্তু তারপরেই দর্শকদের চমকে দিয়ে তন্বী হয়েছেন অভিনেত্রী।
একসময় মাত্রাতিরিক্ত ওজন ছিল ভূমি পেডনেকার এর। সেই চেহারায় একটি ছবিতে অভিনয়ও করেছেন তিনি। কিন্তু তারপরেই দর্শকদের চমকে দিয়ে তন্বী হয়েছেন অভিনেত্রী।
advertisement
2/10
আয়না বসানো কাফতান ড্রেস নজর কাড়ছেন ভূমি পেডনেকার। তার সঙ্গে রয়েছে জমকালো সাজ।
আয়না বসানো কাফতান ড্রেস নজর কাড়ছেন ভূমি পেডনেকার। তার সঙ্গে রয়েছে জমকালো সাজ।
advertisement
3/10
গোলাপি রঙের স্যাটিন ড্রেসিং স্পষ্ট ভূমির বক্ষ বিভাজিকা। অভিনেত্রী পারদ চড়িয়েছেন সহজেই।
গোলাপি রঙের স্যাটিন ড্রেসিং স্পষ্ট ভূমির বক্ষ বিভাজিকা। অভিনেত্রী পারদ চড়িয়েছেন সহজেই।
advertisement
4/10
ফ্লোরাল ড্রেসে ভূমির সাজ যেন কোনও রূপকথার গল্পের পরীর মতো।
ফ্লোরাল ড্রেসে ভূমির সাজ যেন কোনও রূপকথার গল্পের পরীর মতো।
advertisement
5/10
স্কার্টের সঙ্গে ব্রালেট। চেহারায় মেদ এর লেশ মাত্র নেই। ভূমির কার্ভি ফিগার স্পষ্ট।
স্কার্টের সঙ্গে ব্রালেট। চেহারায় মেদ এর লেশ মাত্র নেই। ভূমির কার্ভি ফিগার স্পষ্ট।
advertisement
6/10
থাই এর উপর তোলা স্লিট। স্পষ্ট ভূমি পেডনেকার এর নির্মেদ পদ যুগল।
থাই এর উপর তোলা স্লিট। স্পষ্ট ভূমি পেডনেকার এর নির্মেদ পদ যুগল।
advertisement
7/10
হাই ওয়েস্ট ডেনিম এর সঙ্গে নীল রঙের ক্রপ টপ। ভূমির অনুরাগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।
হাই ওয়েস্ট ডেনিম এর সঙ্গে নীল রঙের ক্রপ টপ। ভূমির অনুরাগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।
advertisement
8/10
তিনি যে একসময় পৃথুলা ছিলেন কে বলবে দেখে। সেই ছবি দেখে এখন কেউ মেলাতে পারবে না।
তিনি যে একসময় পৃথুলা ছিলেন কে বলবে দেখে। সেই ছবি দেখে এখন কেউ মেলাতে পারবে না।
advertisement
9/10
গোলাপি ক্রপ টপ আঁকড়ে আছে ভূমির চেহারা। সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়িয়েছেন তিনি।
গোলাপি ক্রপ টপ আঁকড়ে আছে ভূমির চেহারা। সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়িয়েছেন তিনি।
advertisement
10/10
শাড়িতে সব নারীই সুন্দরী। সাদা শাড়িতে লাস্য ফুটে উঠেছে অভিনেত্রীর।
শাড়িতে সব নারীই সুন্দরী। সাদা শাড়িতে লাস্য ফুটে উঠেছে অভিনেত্রীর।
advertisement
advertisement
advertisement