Bhumi Pednekar: মাত্র ১৪ বছরেই যৌন নির্যাতন, ভয়ে কুঁকড়ে গিয়েছিলেন ভূমি, তারপর যা হয়েছিল...! আজও ক্ষত দগদগে

Last Updated:
Bhumi Pednekar: নাবালিকা অবস্থাতেই যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন ভূমি, যা আজও ভুলতে পারেননি৷ সেই ভয়াবহ অভিজ্ঞতার কথাই জানালেন নায়িকা৷
1/5
বলিউড অভিনেত্রী ভূমি পেড়নেকর ফের উঠে এলেন শিরোনামে৷ এখন বি-টাউনে দাঁপিয়ে বেড়ালেও একটা সময় দীর্ঘদিন টানা ক্যামেরার পিছনে কাজ করেছেন তিনি৷ সহকারী পরিচালক হিসেব দীর্ঘ প্রায় ৬ বছর কাজও করেছিলেন যশরাজ ফিল্মসে৷
বলিউড অভিনেত্রী ভূমি পেড়নেকর ফের উঠে এলেন শিরোনামে৷ এখন বি-টাউনে দাঁপিয়ে বেড়ালেও একটা সময় দীর্ঘদিন টানা ক্যামেরার পিছনে কাজ করেছেন তিনি৷ সহকারী পরিচালক হিসেব দীর্ঘ প্রায় ৬ বছর কাজও করেছিলেন যশরাজ ফিল্মসে৷
advertisement
2/5
সিনেমার জন্য অভিনেতা-অভিনেত্রী বাছাই ছিল তার মূল কাজ৷ সেই কাজ করতে করতেই আজ তিনি বলি অভিনেত্রী৷ তবে নাবালিকা অবস্থাতেই যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন ভূমি, যা আজও ভুলতে পারেননি৷ সেই ভয়াবহ অভিজ্ঞতার কথাই জানালেন নায়িকা৷
সিনেমার জন্য অভিনেতা-অভিনেত্রী বাছাই ছিল তার মূল কাজ৷ সেই কাজ করতে করতেই আজ তিনি বলি অভিনেত্রী৷ তবে নাবালিকা অবস্থাতেই যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন ভূমি, যা আজও ভুলতে পারেননি৷ সেই ভয়াবহ অভিজ্ঞতার কথাই জানালেন নায়িকা৷
advertisement
3/5
বয়স তখন সবেমাত্র ১৪৷ পরিবারের সঙ্গেই মেলায় গিয়েছিলেন নায়িকা৷ সেখানে প্রকাশ্যেই যৌন হেনস্থার শিকার হতে হয়েছিল তাকে৷ সেই ক্ষত আজও দগদগে ভূমির মনে৷
বয়স তখন সবেমাত্র ১৪৷ পরিবারের সঙ্গেই মেলায় গিয়েছিলেন নায়িকা৷ সেখানে প্রকাশ্যেই যৌন হেনস্থার শিকার হতে হয়েছিল তাকে৷ সেই ক্ষত আজও দগদগে ভূমির মনে৷
advertisement
4/5
ভূমি জানান, মেলায় ঘুরতে গিয়ে ভিড়ের মধ্যে কেই আমার নিতম্বে কেউ হাত দেয়, চিমটি কাটে, এবং বারবার ছুঁতে থাকে৷  কিন্তু পিছনে ফিরে তাকাতে কাউকে দেখতে পাচ্ছিলাম না৷  তবে বারবার সেই ব্যক্তি আমাকে নোংরা ভাবে ছুঁতে থাকে৷ ওটা যেন দুঃস্বপ্নের মতো৷ আজও সেই ঘটনা ভুলতে পারিনি৷
ভূমি জানান, মেলায় ঘুরতে গিয়ে ভিড়ের মধ্যে কেই আমার নিতম্বে কেউ হাত দেয়, চিমটি কাটে, এবং বারবার ছুঁতে থাকে৷ কিন্তু পিছনে ফিরে তাকাতে কাউকে দেখতে পাচ্ছিলাম না৷ তবে বারবার সেই ব্যক্তি আমাকে নোংরা ভাবে ছুঁতে থাকে৷ ওটা যেন দুঃস্বপ্নের মতো৷ আজও সেই ঘটনা ভুলতে পারিনি৷
advertisement
5/5
ছোটবেলার পুরনো স্মৃতি আজও দগদগে ভূমির মনে৷ ২০১৫ সালে দম লগা কে হাইশা ছবিতে আয়ুষ্মান খুরানার বিপরীতে তাকে দেখা গিয়েছিল৷ প্রথম ছবির পর আর পিছন ফিরে তাকাতে হয়নি৷ একের পর এক ছবিতে নিজের বেস্টটাই উজার করে দিয়েছেন অভিনেত্রী৷ শীঘ্রই নেটফ্লিক্সে ভক্ষক-এ দেখা যাবে ভূমিকে৷ আপাতত ছবি মুক্তির অপেক্ষায় রয়েছেন নায়িকা৷
ছোটবেলার পুরনো স্মৃতি আজও দগদগে ভূমির মনে৷ ২০১৫ সালে দম লগা কে হাইশা ছবিতে আয়ুষ্মান খুরানার বিপরীতে তাকে দেখা গিয়েছিল৷ প্রথম ছবির পর আর পিছন ফিরে তাকাতে হয়নি৷ একের পর এক ছবিতে নিজের বেস্টটাই উজার করে দিয়েছেন অভিনেত্রী৷ শীঘ্রই নেটফ্লিক্সে ভক্ষক-এ দেখা যাবে ভূমিকে৷ আপাতত ছবি মুক্তির অপেক্ষায় রয়েছেন নায়িকা৷
advertisement
advertisement
advertisement