Bhumi Pednekar: নায়ক-নায়িকা বাছাই করতে করতে নিজেই নায়িকা, ভূমির লাস্যময়ী ছবিতে নেটদুনিয়ায় আগুন

Last Updated:
সহকারী পরিচালক হিসেবে ছ’বছর ভূমি কাজ করেছেন যশরাজ ফিল্ম স-এ। তাঁর দায়িত্ব ছিল ছবির জন্য অভিনেতা অভিনেত্রী বাছাই করা
1/8
সাদার মধ্যে ভারী মিরল-ওয়র্ক করা লেহেঙ্গা আর চোলিতে অনন্যা বলি অভিনেত্রী ভূমি পেডনেকর
সাদার মধ্যে ভারী মিরল-ওয়র্ক করা লেহেঙ্গা আর চোলিতে অনন্যা বলি অভিনেত্রী ভূমি পেডনেকর
advertisement
2/8
ভূমির বাবা সতীশ পেডনেকর ছিলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্র ও শ্রম দফতরের প্রতিমন্ত্রী।
ভূমির বাবা সতীশ পেডনেকর ছিলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্র ও শ্রম দফতরের প্রতিমন্ত্রী।
advertisement
3/8
ভূমির জন্ম ১৯৮৯-এর ১৮ জুলাই। তাঁর প্রাথমিক পড়াশোনা জুহুর আর্য বিদ্যামন্দির স্কুলে।
ভূমির জন্ম ১৯৮৯-এর ১৮ জুলাই। তাঁর প্রাথমিক পড়াশোনা জুহুর আর্য বিদ্যামন্দির স্কুলে।
advertisement
4/8
বরাবরই ভূমির নেশা ছিল সিনেমা। অভিনয়ের থেকেও তাঁকে বেশি আকর্ষণ করত ক্যামেরার পিছনে যাবতীয় কারিগরি ও কারসাজি।
বরাবরই ভূমির নেশা ছিল সিনেমা। অভিনয়ের থেকেও তাঁকে বেশি আকর্ষণ করত ক্যামেরার পিছনে যাবতীয় কারিগরি ও কারসাজি।
advertisement
5/8
ক্যামেরার পিছনে যাবতীয় কারিগরি ও কারসাজি শিখতে ভূমি ভর্তি হন সুভাষ ঘাইয়ের প্রতিষ্ঠান হুইসলিং উডস ইন্টারন্যাশনাল-এ।
ক্যামেরার পিছনে যাবতীয় কারিগরি ও কারসাজি শিখতে ভূমি ভর্তি হন সুভাষ ঘাইয়ের প্রতিষ্ঠান হুইসলিং উডস ইন্টারন্যাশনাল-এ।
advertisement
6/8
হুইসলিং উডস ইন্টারন্যাশনাল-এ ভাল লাগত না ভূমির! কম অ্যাটেন্ড্যান্সের জন্য নাম কাটা গেল ভূমির। বছর দেড়েকের মধ্যে তিনি যোগ দিলেন যশরাজ ফিল্ম স-এ।
হুইসলিং উডস ইন্টারন্যাশনাল-এ ভাল লাগত না ভূমির! কম অ্যাটেন্ড্যান্সের জন্য নাম কাটা গেল ভূমির। বছর দেড়েকের মধ্যে তিনি যোগ দিলেন যশরাজ ফিল্ম স-এ।
advertisement
7/8
সহকারী পরিচালক হিসেবে ছ’বছর ভূমি কাজ করেছেন যশরাজ ফিল্ম স-এ। তাঁর দায়িত্ব ছিল ছবির জন্য অভিনেতা অভিনেত্রী বাছাই করা
সহকারী পরিচালক হিসেবে ছ’বছর ভূমি কাজ করেছেন যশরাজ ফিল্ম স-এ। তাঁর দায়িত্ব ছিল ছবির জন্য অভিনেতা অভিনেত্রী বাছাই করা
advertisement
8/8
ছবির জন্য অভিনেতা অভিনেত্রী বাছাই করতে করতে ভূমি নিজেই এক দিন যশরাজ ফিল্ম স-এর ছবির নায়িকা হয়ে গেলেন। ২০১৫ সালে মুক্তি পেল আয়ুষ্মান খুরানার বিপরীতে ভূমির প্রথম ছবি ‘দম লগা কে হইশা’।
ছবির জন্য অভিনেতা অভিনেত্রী বাছাই করতে করতে ভূমি নিজেই এক দিন যশরাজ ফিল্ম স-এর ছবির নায়িকা হয়ে গেলেন। ২০১৫ সালে মুক্তি পেল আয়ুষ্মান খুরানার বিপরীতে ভূমির প্রথম ছবি ‘দম লগা কে হইশা’।
advertisement
advertisement
advertisement