টপলেস ! বাথটবের জলে গা ভেজাচ্ছেন নায়িকা, ভাইরাল হল ছবি

Last Updated:
বিখ্যাত ফটোগ্রাফার ডাব্বু রতনানির ফটোশ্যুটে টপলেস ভূমির ছবি ভাইরাল
1/5
এই মুহূর্তে বলিউডে মোস্ট প্রমিসিং অভিনেত্রী যাঁরা রয়েছেন, তাঁদের মধ্যে অবশ্যই রয়েছেন ভূমি পেড়নেকর ৷ বেশ কয়েকটি হিট ছবিও উপহার দিয়েছেন তিনি ৷  এর পাশাপাশি স্থূলকায় চেহারাকে ছিপছিপে করে ফেলেও ফ্যাশন জগতের সেনসেশন হয়ে উঠেছেন খুব তাড়াতাড়ি ।
এই মুহূর্তে বলিউডে মোস্ট প্রমিসিং অভিনেত্রী যাঁরা রয়েছেন, তাঁদের মধ্যে অবশ্যই রয়েছেন ভূমি পেড়নেকর ৷ বেশ কয়েকটি হিট ছবিও উপহার দিয়েছেন তিনি ৷ এর পাশাপাশি স্থূলকায় চেহারাকে ছিপছিপে করে ফেলেও ফ্যাশন জগতের সেনসেশন হয়ে উঠেছেন খুব তাড়াতাড়ি ।
advertisement
2/5
এবার তিনি আরও একবার লোকমুখে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছেন। তবে অভিনয়ের জন্য নয়, এবার তিনি লাইম লাইটে ফটোশ্যুট নিয়ে। আজ লঞ্চ হল ডাব্বু রত্নানি ক্যালেন্ডার। তার এই ক্যালেন্ডারের জন্য অপেক্ষা করে থাকে ফ্যাশন ইন্ডাস্ট্রি। আর এই ক্যালেন্ডারের জন্য টপলেস  হয়ে পোজ দিলেন ভূমি।
এবার তিনি আরও একবার লোকমুখে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছেন। তবে অভিনয়ের জন্য নয়, এবার তিনি লাইম লাইটে ফটোশ্যুট নিয়ে। আজ লঞ্চ হল ডাব্বু রত্নানি ক্যালেন্ডার। তার এই ক্যালেন্ডারের জন্য অপেক্ষা করে থাকে ফ্যাশন ইন্ডাস্ট্রি। আর এই ক্যালেন্ডারের জন্য টপলেস হয়ে পোজ দিলেন ভূমি।
advertisement
3/5
বিখ্যাত ফটোগ্রাফার ডাব্বু রতনানির ফটোশ্যুটে টপলেস ভূমির, সেই ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। ছবিতে দেখা যাচ্ছে, নগ্ন হয়ে বাথটাবে সুয়ে রয়েছেন ভূমি।
বিখ্যাত ফটোগ্রাফার ডাব্বু রতনানির ফটোশ্যুটে টপলেস ভূমির, সেই ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। ছবিতে দেখা যাচ্ছে, নগ্ন হয়ে বাথটাবে সুয়ে রয়েছেন ভূমি।
advertisement
4/5
এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন খোদ ভূমি। ক্যাপশনে লিখেছেন,
এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন খোদ ভূমি। ক্যাপশনে লিখেছেন,
advertisement
5/5
বলিউডে ডেবিউ করার প্রথম দিন থেকেই তিনি শিরোনাম তৈরি করেছেন। 'দম লগা কে হাইশা' থেকে 'শুভ মঙ্গল সাবধান', 'টয়লেত-এক প্রেম কথা ',"বালা', 'সান্ড কি আঁখ' আর পতি পত্নী অউর ওহ', ভুমির অভিনয় মন মোহিত করেছে সিনেমা প্রেমীদের। সদ্য তিনি ফিল্মফেয়ারে সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেলেন সান্ড কি আঁখ ছবির জন্য।
বলিউডে ডেবিউ করার প্রথম দিন থেকেই তিনি শিরোনাম তৈরি করেছেন। 'দম লগা কে হাইশা' থেকে 'শুভ মঙ্গল সাবধান', 'টয়লেত-এক প্রেম কথা ',"বালা', 'সান্ড কি আঁখ' আর পতি পত্নী অউর ওহ', ভুমির অভিনয় মন মোহিত করেছে সিনেমা প্রেমীদের। সদ্য তিনি ফিল্মফেয়ারে সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেলেন সান্ড কি আঁখ ছবির জন্য।
advertisement
advertisement
advertisement