Kartik Aryan’s Girlfriend: প্রতীক্ষার আবসান...! কপিলের শো-তেই ফাঁস কার্তিকের গার্লফ্রেন্ডের নাম...এ কী বলে দিলেন বিদ্যা!
- Published by:Rachana Majumder
- trending desk
Last Updated:
‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এ উপস্থিত হয়েছিলেন কার্তিক। সেখানেই কার্তিককে খোঁচা মারার ভঙ্গিতে বেশ মজা করতে দেখা গিয়েছে তাঁর ‘ভুল ভুলাইয়া ৩’ ছবির সহ-অভিনেত্রী বিদ্যা বালানকে।
advertisement
advertisement
কার্তিকের সঙ্গে খুনসুটি করে তাঁকে বিদ্যা প্রশ্ন করেন যে, “মেয়েটার নাম কী?” বিদ্যা আরও জানান যে, “শ্যুটিং চলাকালীন টেকের মাঝে মাঝে কার্তিককে ফোনে ব্যস্ত থাকতে দেখা যেত। আর আমি গিয়ে ওর পাশেই দাঁড়িয়ে পড়তাম। ভাবতাম, যদি কোনও ইঙ্গিত পাওয়া যায়। কিন্তু শুধু শুনতাম, ও বলছে, ‘মি টু, মি টু’। তাই আমার কোনও ধারণাই নেই।” বিদ্যা আরও বলেন যে, “ওই মি টু নয় কিন্তু।” ইতিমধ্যেই কার্তিক চিৎকার করে উঠে বলেন, “মেয়েটির নাম হল মিটু।”
advertisement
কার্তিকের কোনও প্রেমিকা আছেন কি না, তা অভিনেতার মায়ের কাছ থেকেও জানতে চান বিদ্যা। এরপর অভিনেতার কাছে সেই মেয়েটির নাম জানতে চান। বিদ্যা বলেন, “আমি একটা প্রশ্ন করি, সত্যিটা জানার জন্য? তাঁর নামটা কী বলুন তো!” জবাবে কার্তিকের মা বলেন যে, “আমি বলছি কার কার নাম নেবে? একটা থাকলে তো বলো!” অভিনেতার মায়ের এহেন জবাব শুনে তাজ্জব হয়ে যান অতিথিরাও।
advertisement
advertisement
advertisement
advertisement