‘Bhool Bhulaiyaa 3’ Box Office Record: বক্সঅফিসে একের পর রেকর্ড ভাঙল ‘ভুলভুলাইয়া থ্রি’, মুকুটে যোগ হল একাধিক নতুন পালক

Last Updated:
ভুলভুলাইয়া থ্রি’ বক্সঅফিসে একের পর এক রেকর্ড ভেঙে নতুন পালক যোগ করেছে। কত ব্যবসা করল জেনে নিন৷
1/8
বক্স অফিস কালেকশন বলছে ‘মঞ্জুলিকা’র ভূত অপ্রতিরোধ্য৷ ১ নভেম্বর মুক্তির দিনই প্রায় ৩৫ কোটি ব্যবসা করেছিল বহু চর্চিত ‘ভুলভুলাইয়া থ্রি’৷
বক্স অফিস কালেকশন বলছে ‘মঞ্জুলিকা’র ভূত অপ্রতিরোধ্য৷ ১ নভেম্বর মুক্তির দিনই প্রায় ৩৫ কোটি ব্যবসা করেছিল বহু চর্চিত ‘ভুলভুলাইয়া থ্রি’৷
advertisement
2/8
শুধু প্রথমদিনের আয় নয়, রবিবার ১৭ তম দিনেও সিনেমাহল প্রায় ভর্তি৷ গোটা পৃথিবীতে ইতিমধ্যেই আয় করে ফেলেছেন ৩৬৭. ৯৫ কোটি৷
শুধু প্রথমদিনের আয় নয়, রবিবার ১৭ তম দিনেও সিনেমাহল প্রায় ভর্তি৷ গোটা পৃথিবীতে ইতিমধ্যেই আয় করে ফেলেছেন ৩৬৭. ৯৫ কোটি৷
advertisement
3/8
রেকর্ড আয়ের নিরিখেই ইতিমধ্যেই পিছনে ফেলে বেশ কিছু জনপ্রিয় সিনেমাকে৷ তালিকায় রয়েছে ‘গোলমাল এগেন’, ‘সূর্যবংশী’, ‘বাজিরাও মস্তানি’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ র মতো সিনেমাও৷
রেকর্ড আয়ের নিরিখেই ইতিমধ্যেই পিছনে ফেলে বেশ কিছু জনপ্রিয় সিনেমাকে৷ তালিকায় রয়েছে ‘গোলমাল এগেন’, ‘সূর্যবংশী’, ‘বাজিরাও মস্তানি’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ র মতো সিনেমাও৷
advertisement
4/8
এই প্রসঙ্গে দেখা যাক, বাকি এই চার ছবি কত আয় করেছিল? গোলমাল এগেন প্রায় ২০৫.৬৯ কোটি টাকা৷, সূর্যবংশী ১৯৬ কোটি টাকা, বাজিরাও মাস্তানি ১৮৪.২০ কোটি, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ১৮৮. ৫৭ কোটি টাকা আয় করেছে৷
এই প্রসঙ্গে দেখা যাক, বাকি এই চার ছবি কত আয় করেছিল? গোলমাল এগেন প্রায় ২০৫.৬৯ কোটি টাকা৷, সূর্যবংশী ১৯৬ কোটি টাকা, বাজিরাও মাস্তানি ১৮৪.২০ কোটি, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ১৮৮. ৫৭ কোটি টাকা আয় করেছে৷
advertisement
5/8
প্রসঙ্গত,  শাহিদ কাপুর-কিয়ারা আদবানি অভিনীত ‘কবির সিং’ আয় করেছিল প্রায় ৩৬৮.৩২ কোটি টাকা৷ মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি সেই ছবির রেকর্ডও ভাঙতে চলেছে৷
প্রসঙ্গত, শাহিদ কাপুর-কিয়ারা আদবানি অভিনীত ‘কবির সিং’ আয় করেছিল প্রায় ৩৬৮.৩২ কোটি টাকা৷ মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি সেই ছবির রেকর্ডও ভাঙতে চলেছে৷
advertisement
6/8
প্রকাশ্যে এসেছে ‘ভুলভুলাইয়া ৩’-এর প্রথম ১০ দিনের আয়ের তালিকাও। প্রথম দিনে ৩৬.৬০ কোটি, দ্বিতীয় দিনে ৩৮.৪০ কোটি, তৃতীয় দিনে ৩৫.২০ কোটি, চতুর্থ দিনে ১৫ কোটি, পঞ্চম দিনে ১৫.৯১ কোটি, ষষ্ঠ দিনে ১২.৭৪ কোটি, সপ্তম দিনে ১২.২১ কোটি টাকা আয় ছবির।
প্রকাশ্যে এসেছে ‘ভুলভুলাইয়া ৩’-এর প্রথম ১০ দিনের আয়ের তালিকাও। প্রথম দিনে ৩৬.৬০ কোটি, দ্বিতীয় দিনে ৩৮.৪০ কোটি, তৃতীয় দিনে ৩৫.২০ কোটি, চতুর্থ দিনে ১৫ কোটি, পঞ্চম দিনে ১৫.৯১ কোটি, ষষ্ঠ দিনে ১২.৭৪ কোটি, সপ্তম দিনে ১২.২১ কোটি টাকা আয় ছবির।
advertisement
7/8
প্রথম সপ্তাহেই প্রায় ১৬৮. ৮৬ কোটি টাকা লাভ করেছে। অষ্টম দিনে ছবিটি বাণিজ্য করেছে ১২.৪০ কোটি, নবম দিনে ১৭.৪০ কোটি।
প্রথম সপ্তাহেই প্রায় ১৬৮. ৮৬ কোটি টাকা লাভ করেছে। অষ্টম দিনে ছবিটি বাণিজ্য করেছে ১২.৪০ কোটি, নবম দিনে ১৭.৪০ কোটি।
advertisement
8/8
অর্থাৎ দেখা যাচ্ছে, ভূতের ভবিষ্যত নেহাত মন্দ নয়৷ এইভাবে চলতে থাকলে, ফ্রাঞ্চাইজি  আরও এক নতুন ছবি তৈরির কথা ভাবতে পারেন আনিজ় ব়াজমি৷ এমনই কথা জানা যাচ্ছে সূত্র মারফত
অর্থাৎ দেখা যাচ্ছে, ভূতের ভবিষ্যত নেহাত মন্দ নয়৷ এইভাবে চলতে থাকলে, ফ্রাঞ্চাইজি আরও এক নতুন ছবি তৈরির কথা ভাবতে পারেন আনিজ় ব়াজমি৷ এমনই কথা জানা যাচ্ছে সূত্র মারফত
advertisement
advertisement
advertisement