Film News: এক সময়ের হট অভিনেত্রী, ভিক্ষা করার পাশাপাশি করেছিলেন চুরি, তারপর...

Last Updated:
Film News: কয়েক বছরের পুরনো হলেও বলিউডের চাকচিক্য সকলের সহ্য হয় না -র কথা উঠলেই ফের সামনে চলে আসে৷ 
1/4
#মুম্বই: মিতালি শর্মা বিখ্যাত ভোজপুরি অভিনেত্রী৷ একটা সময়ে ভোজপুরী নির্দেশক ও প্রযোজকদের এক নম্বর পছন্দের অভিনেত্রী কিন্তু সময়ের নিয়মে এক মর্মান্তিক পরিণতির পথে তাকে হাঁটতে হয়েছিল৷ Photo- Collected 
#মুম্বই: মিতালি শর্মা বিখ্যাত ভোজপুরি অভিনেত্রী৷ একটা সময়ে ভোজপুরী নির্দেশক ও প্রযোজকদের এক নম্বর পছন্দের অভিনেত্রী কিন্তু সময়ের নিয়মে এক মর্মান্তিক পরিণতির পথে তাকে হাঁটতে হয়েছিল৷ Photo- Collected 
advertisement
2/4
কিন্তু দিন কারোর সমান যায় না৷ একসময়ে  ছবিগুলি ফ্লপ হলে দীর্ঘদিন সময় কাজ পাচ্ছিলেন না। তাই মুম্বইয়ের লোখান্ডওয়ালায় রাস্তায় ভিক্ষে করে পেট চালাতে , শুরু করেন। Photo- Collected 
কিন্তু দিন কারোর সমান যায় না৷ একসময়ে  ছবিগুলি ফ্লপ হলে দীর্ঘদিন সময় কাজ পাচ্ছিলেন না। তাই মুম্বইয়ের লোখান্ডওয়ালায় রাস্তায় ভিক্ষে করে পেট চালাতে , শুরু করেন। Photo- Collected 
advertisement
3/4
কিন্তু সেখানেই যদি ভাবেন দুঃখের গল্পের শেষ, তাহলে সেটা ভুল৷  খিদের  জ্বালায় চুরি করতে গিয়ে ধরা পড়ে যান তিনি। পরিস্থিতি আরও জটিল করে ফেলে সে যখন পুলিশদের হাতে ধরা পড়ে গিয়েও সেখান থেকে পালাচ্ছিল৷ Photo- Collected 
কিন্তু সেখানেই যদি ভাবেন দুঃখের গল্পের শেষ, তাহলে সেটা ভুল৷  খিদের  জ্বালায় চুরি করতে গিয়ে ধরা পড়ে যান তিনি। পরিস্থিতি আরও জটিল করে ফেলে সে যখন পুলিশদের হাতে ধরা পড়ে গিয়েও সেখান থেকে পালাচ্ছিল৷ Photo- Collected 
advertisement
4/4
দুই পুলিশ কর্মীকে নাস্তানাবুদ করে সে পালাতে চেষ্টা করে আরও বিপাকে পড়ে৷ এদিকে একেই আগেই তার সবকিছুতেই ফুলস্টপ পড়ে গিয়েছিল৷ এরপর আর সে কখনই কোনও লড়াইতে ফিরতেই পারেনি৷  মিতালির এই ঘটনা বেশ কয়েক বছরের পুরনো হলেও বলিউডের চাকচিক্য সকলের সহ্য হয় না -র কথা উঠলেই ফের সামনে চলে আসে৷ Photo- Collected 
দুই পুলিশ কর্মীকে নাস্তানাবুদ করে সে পালাতে চেষ্টা করে আরও বিপাকে পড়ে৷ এদিকে একেই আগেই তার সবকিছুতেই ফুলস্টপ পড়ে গিয়েছিল৷ এরপর আর সে কখনই কোনও লড়াইতে ফিরতেই পারেনি৷  মিতালির এই ঘটনা বেশ কয়েক বছরের পুরনো হলেও বলিউডের চাকচিক্য সকলের সহ্য হয় না -র কথা উঠলেই ফের সামনে চলে আসে৷ Photo- Collected 
advertisement
advertisement
advertisement