হোম » ছবি » বিনোদন » ‘৫৩ তম বিয়ে’-র পাশাপাশি শ্যুটিঙের মাঝে ঊর্দু শেখা, সামাজিক মাধ্যমে রঙিন ভাস্বর
Bhaswar Chatterjee: ’৫৩ তম বিয়ে’-র পাশাপাশি শ্যুটিঙের মাঝে ঊর্দু শেখা, সামাজিক মাধ্যমে রঙিন অভিনেতা
Bangla Digital Desk
1/ 7
বাংলা ধারাবাহিকের তিনি জনপ্রিয় মুখ ৷ অতিমারির তীব্রতার আবহে সম্পূর্ণ অন্য রূপে ধরা দিয়েছিলেন ভাস্বর চট্টোপাধ্যায় ৷ প্রায় লকডাউন পরিস্থিতিতে আর্তদের দিকে বাড়িয়ে দিয়েছিলেন সাহায্যের হাত ৷
2/ 7
টলিপাড়ায় শ্যুটিং শুরু হতে ফের ব্যস্ততা অভিনেতার ৷ চলছে একের পর এক ধারাবাহিকের কাজ ৷ ‘শ্রীকৃষ্ণ ভক্ত মীরা’-য় ভাস্বর রাজপুরোহিত তথা খলনায়ক ৷ ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে জনপ্রিয় তাঁর লুক ৷
3/ 7
আসন্ন ধারাবাহিক ‘বিক্রম বেতাল’-এর সেট থেকে শ্যুটিঙের ফাঁকে হাল্কা মুহূর্তের ছবি শেয়ার করেছেন ভাস্বর ৷
4/ 7
মজার ছলে শেয়ার করেছেন ধারাবাহিকের সেটে বিয়ের সাজের ছবিও ৷ ক্যাপশনে বলেছেন ‘হয়তো ধারাবাহিকে ৫৩ তম বিয়ের ছবি ৷ ’ ছবির সঙ্গে তিনি ট্যাগ করেছেন অভিনেত্রী পায়েল দত্তকে ৷
5/ 7
অভিনয়ের সূচির ফাঁকেও চলছে ভাস্বরের ঊর্দু শেখার ক্লাস ৷ সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন নিজের হাতে লেখা ঊর্দু লাইনও ৷
6/ 7
কিছু দিন আগে শিশুশিল্পী আয়ুষ দাসের সঙ্গে ছবি শেয়ার করেছিলেন ভাস্বর ৷ ২০১২-র ‘মা’ ধারাবাহিকের শিশুশিল্পী আয়ুষ এখন তরুণ ৷ ‘বিক্রম বেতাল’-এর দু’টি আলাদা পর্বে শ্যুটিং করলেন তাঁরা ৷
7/ 7
নিজের কাজের বাইরেও একাধিক সামাজিক ইস্যুতে পোস্ট করেন ভাস্বর ৷ কিছু দিন আগেই তিনি ইন্ডস্ট্রিতে অভিনয়-সহ বিভিন্ন কাজে মেয়েদের সুযোগ পাওয়া নিয়ে যে কটূক্তি ও তির্যক মন্তব্য করা হয়, তার বিরুদ্ধে সরব হয়েছিলেন ৷
Bhaswar Chatterjee: ’৫৩ তম বিয়ে’-র পাশাপাশি শ্যুটিঙের মাঝে ঊর্দু শেখা, সামাজিক মাধ্যমে রঙিন অভিনেতা
বাংলা ধারাবাহিকের তিনি জনপ্রিয় মুখ ৷ অতিমারির তীব্রতার আবহে সম্পূর্ণ অন্য রূপে ধরা দিয়েছিলেন ভাস্বর চট্টোপাধ্যায় ৷ প্রায় লকডাউন পরিস্থিতিতে আর্তদের দিকে বাড়িয়ে দিয়েছিলেন সাহায্যের হাত ৷
Bhaswar Chatterjee: ’৫৩ তম বিয়ে’-র পাশাপাশি শ্যুটিঙের মাঝে ঊর্দু শেখা, সামাজিক মাধ্যমে রঙিন অভিনেতা
টলিপাড়ায় শ্যুটিং শুরু হতে ফের ব্যস্ততা অভিনেতার ৷ চলছে একের পর এক ধারাবাহিকের কাজ ৷ ‘শ্রীকৃষ্ণ ভক্ত মীরা’-য় ভাস্বর রাজপুরোহিত তথা খলনায়ক ৷ ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে জনপ্রিয় তাঁর লুক ৷
Bhaswar Chatterjee: ’৫৩ তম বিয়ে’-র পাশাপাশি শ্যুটিঙের মাঝে ঊর্দু শেখা, সামাজিক মাধ্যমে রঙিন অভিনেতা
মজার ছলে শেয়ার করেছেন ধারাবাহিকের সেটে বিয়ের সাজের ছবিও ৷ ক্যাপশনে বলেছেন ‘হয়তো ধারাবাহিকে ৫৩ তম বিয়ের ছবি ৷ ’ ছবির সঙ্গে তিনি ট্যাগ করেছেন অভিনেত্রী পায়েল দত্তকে ৷
Bhaswar Chatterjee: ’৫৩ তম বিয়ে’-র পাশাপাশি শ্যুটিঙের মাঝে ঊর্দু শেখা, সামাজিক মাধ্যমে রঙিন অভিনেতা
কিছু দিন আগে শিশুশিল্পী আয়ুষ দাসের সঙ্গে ছবি শেয়ার করেছিলেন ভাস্বর ৷ ২০১২-র ‘মা’ ধারাবাহিকের শিশুশিল্পী আয়ুষ এখন তরুণ ৷ ‘বিক্রম বেতাল’-এর দু’টি আলাদা পর্বে শ্যুটিং করলেন তাঁরা ৷
Bhaswar Chatterjee: ’৫৩ তম বিয়ে’-র পাশাপাশি শ্যুটিঙের মাঝে ঊর্দু শেখা, সামাজিক মাধ্যমে রঙিন অভিনেতা
নিজের কাজের বাইরেও একাধিক সামাজিক ইস্যুতে পোস্ট করেন ভাস্বর ৷ কিছু দিন আগেই তিনি ইন্ডস্ট্রিতে অভিনয়-সহ বিভিন্ন কাজে মেয়েদের সুযোগ পাওয়া নিয়ে যে কটূক্তি ও তির্যক মন্তব্য করা হয়, তার বিরুদ্ধে সরব হয়েছিলেন ৷