ভরত কল এবং জয়শ্রী মুখোপাধ্যায়ের দাম্পত্য টলিউডে অনেকের কাছেই ঈর্ষণীয়৷ বয়সে ব্যবধান বাধা হয়ে দাঁড়ায়নি তাঁদের প্রেমে এবং পরে দাম্পত্যে ৷
শুক্রবার ছিল ভরত-জয়শ্রীর বাগদানের ছ’ বছর পূর্তি ৷ বাগদানের বর্ষপূর্তি তাঁরা পালন করলেন অন্য পথে পা রেখে ৷
সপরিবার চলে গেলেন পুরুলিয়া ৷ সেখানে বাঘমুন্ডিতে খয়রাবেড়ে বাঁধের কাছে উপভোগ করলেন প্রকৃতির নৈসর্গিক শোভা ৷
২০১৫ সালের ৯ জুলাই বাগদান বা আশীর্বাদ হয়েছিল ভরত-জয়শ্রীর ৷ এর দু’মাস পর আইনি বিয়ে, তারও এক মাস পর আনুষ্ঠানিক বিয়ে ৷
ভরতের প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী অনুশ্রী দাস ৷ দু’জনে একসঙ্গে বহু ক্ষেত্রেই অভিনয় করেছেন চুটিয়ে ৷
তাঁদের বিচ্ছেদের পর ভরত মুম্বই পাড়ি দেন ৷ সেখানে লিভ ইন সম্পর্কে জড়িয়ে পড়েন আর এক অভিনেত্রীর সঙ্গে ৷
এর পর ভরত আক্রান্ত হন ক্রনিক মাইলয়েড লিউকেমিয়ায় ৷ এই দুঃসহ সময়ে তাঁর পাশে দাঁড়িয়ে হাল ধরেছিলেন অভিনেত্রী জয়শ্রী মুখোপাধ্যায় ৷
সন্তানের মা হওয়ার পরও অভিনয় ছাড়েননি জয়শ্রী ৷ ব্যস্ত সূচি সামলে দু’জনেই তাঁদের একমাত্র মেয়ের সঙ্গে মহার্ঘ্য সময় কাটান ৷
...