ভরত কল ছাড়া টলিউডের অভিনেত্রী মিশমি দাসও আছেন ‘রিশতো কা মানঝা’ ধারাবাহিকে ৷ তাঁর অভিনীত চরিত্রের নাম টিনা ৷ এর আগেও মুম্বইয়ে বিভিন্ন ধরনের কাজ করেছেন তিনি ৷ এখন বাংলা ও হিন্দি, বিনোদনের দুই জগতেই চুটিয়ে অভিনয় করছেন মিশমি ৷ তিনিও ফেসবুকে শেয়ার করেছেন টিনা চরিত্রে তাঁর লুক ৷